নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মুই কি হোনুরে !!

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৪


মুই কি হোনুরে !!
নূর মোহাম্মদ নূরু

কি হোনু'রে ভাবখানা তার সব কিছুতে মাদবরী,
কেউ তাকে না পুছিলেও দাওয়াত নেয় সবার বাড়ি।
খেয়ে দেয়ে আঙ্গুল চাটে বলে মজা পেলাম না,
এমন হলে ভালো হতো কেন সেটা দিলাম না।

নিজের বেলা ষোল আনা উশুল করা তার স্বভাব,
জ্ঞান গরিমা কথা বার্তায় শালীনতার খুব অভাব।
এসব নিয়ে সুধী জনের সমালোচনা শোনা যায়,
তাতেও তার বুদ্ধি-শুদ্ধি হাটুর নীচে পড়ে রয়।

মোড়ল ভাবে মনে মনে তাহার পাছায় ছিদ্র নাই,
দশ বছরে এক ডিম পেড়ে করছে শুধু তার বড়াই।
একটা ডিমে তা দিলে কি বাচ্চা ফুটবে মনে হয়,
দু'চারটা ডিম পেড়ে দেখাও কয়টা তার ভাল রয়।

লেংগুর ছাড়া বাউরা গরুর আঘড়া কভু জড়ায় না,
নিজের গায়ের মশা মাছি তাইতো কভু তাড়ায় না।
পরের ছিদ্র খুঁজতে গিয়ে নিজের ঘরের খবর নাই,
ঘর যে তোমার বিরাণ রবে সে কথাটা ভাবা চাই।

মায়মুনারা দলে আছে দিচ্ছে তাকে বাহবা,
কুটনা বুড়ির কুটনামিতে পটল তুলে কেহবা!
মায়মুনারা কূটনা অতি জানা আছে জগত ময়,
পায়ের তলায় পিষে দিবে আসবে যখন দুঃসময়।

কয়লার ময়লা দূর হয়না সাবান দিয়ে কাঁচিলে,
মানব জনম হয়কি সফল হাজার বছর বাঁচিলে?
কেউ যদিও সামনে থেকে করে নানা তোষামদ,
পিছনেতে তারাই আবার দিবে তোমায় অপবাদ।

গাঁয়ে মানেনা আপনি মোড়ল কাহাতক আর সহ্য হয়,
ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ কতইবা আর শোনা যায়!
ধমক দিলে ম্যাওপ্যাও করে ভিন্ন সুরে কথা কয়,
কেউ তাকে যেতে বলে কথাতো আর মিথ্যা নয়।

তাইতো বলি সময় আছে বিচার করুন নিজেকে,
সবার মতো সুবোধ হন মাতুব্বরি পোছে কে।
তা না হলে সবই যাবে দেখবে চোখে ঘোর আঁধার,
ছাগল কি দিতে পারে যে ডাকটি হয় গাধার!


প্রকাশকালঃ ঢাকা-২৮ এপ্রিল ২০২২ ইং

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



সময় দেন, নিজের থেকেই হয়রাণ হয়ে যাবে।

২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হয়রাণ হলে ভালোয় ভালোয়
সব মিটে যাবে। তবে শান্ত
পুকুরে ঢিল মারলে সেখানের
পানিতে ঢেউ উঠবেনা তা ভাবা
ভুল।

২| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছড়া ভালো হয়, আনন্দের জন্য ছড়া লিখুন।

২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনন্দতো চলে গেছে
ঠিকানা নাই জানা,
আনন্দ ছাড়া কবিতা লিখতে
কেনো করেন মানা।

আসলে ফিরে আনন্দ
কবিতা হবে আবার,
আনন্দ যে দুনিয়া জুড়ে
প্রিয় হলো সবার।

৩| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১০

জগতারন বলেছেন:
কবিত খুব ভালোই হয়েছে।
।।।।।।।।

আপনি সম্প্রতি অনেক কবিতা
লিখেছেন এবং কেমন যেন কবি
কবি ভাবের হয়েছেন। অমি কম করে হলেও আমি আপনাকে ১০ বছর আগে থেকে চিনি বা জানি।
তখন তো এতো কবি'র ছিলেন না।
যদিও কবিতা লিখা ও কবি হওয়ায় মোটেই দোষের কিছু না বরং ভালোই।

২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জগতারন দাদা
বিড়ালকে গাছে উঠতে দেখেছেন
কখনো! বিড়াল কি শখ করে উঠে?
আমি যা লিখি তাতে তেনারা কপিপেষ্টের
গন্ধ পান! তাই প্রবন্ধ, জন্ম মৃত্যু বাদ দিয়ে
কিবিতা লিখছি। কিন্তু এখানেও শান্তি নাই!
অদৃষ্টে শান্তি লেখা নাই। ওরা আছে পিছে
আমার।

৪| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

আশিকি ৪ বলেছেন: আজকে পরিবেশ শান্ত। ক্যাচালবাজরা অলরেডি হয়রাণ মনে হচ্ছে। পাবলিক এগুলো আর খাচ্ছেনা বুঝে গেসেন হয়তো।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারতো মনে হয় ব্লগে "আমি কি হনুরে"
দলের সংখ্যা বেশী। তাই খেলেও বমি করছে না।
কারা এই পোষ্টে ভিজিট করেছে কিন্তু কোন মন্তব্য
করে নাই তা দেখতে পাচ্ছি!
তবে আমি-
"মহা - বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-
বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত ”


বিঃদ্রঃ এটা কিন্তু কপি পেষ্ট নয়"
আমি নিজে লিখেছি!

৫| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:০৮

তোফায়েল ইসলাম বলেছেন: আপনার লেখা পড়ার প্রতি সব সময় মনে টান থাকে আসলেই আপনার লেখা খুজি ।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জেনে প্রীত হলাম।
আমি আসলে কারো
সাথে পিছে থাকিনা।
তবে আমাকে কেউ
যদি অহেতুক অপদস্ত
বা পায়ে পারা দিয়ে
ক্যাচাল করতে চায়
তখন তাকে বিন্দু মাত্র
ছাড় দেই না।

ভালো থাকবেন। সাথে
থাকবেন। ঈদের শুভেচ্ছা
রইলো।

৬| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২৭

গরল বলেছেন: আমি ব্লগার হনু রে, আসলেই কি ব্লগার হতে পেরেছি?

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিই এখনো ব্লগার হতে
পারলাম না। আপনার কথা
বলি কি করে!
অন্যায় দেখলে নন্দলালদের
মতো চুপ না থেকে প্রতিবাদ
করুন, অবশ্যি তখন ব্লল্গার
হতে পারবেন।

৭| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি দেখি OCD আক্রান্ত আপনার আরেক ব্লগার নেমেসিসের মতো খোঁচাখুঁচির পোস্ট দেয়া শুরু করলেন ! এবার একটু খ্যান্ত দিন।

তবে আপনার ছড়ার হাত খুব ভালো - ক্যাচাল বাদ দিয়ে অন্য বিষয়ে ছড়া চালিয়ে যান (জলদস্যু ভাই সেটাই বলেছেন তার মন্তব্যে)।

বাই দা ওয়ে - 'মায়মুনা' নামটি শুনে হাসি থামানো মুশকিল হয়ে গেলো। আপনি জরিনা-সখিনা বাদ দিয়ে এই নামটা কেন দিলেন ?

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিনা কারনে কেউ যদি খোঁচায়ে
ঘা করে দেয় তখন সেখানে মলম
লাগালে আপনার নাখোশ কেনো
হন।
"বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত ”


মায়মুনা ইতিহাসের এক জঘন্য কূটনীর
চরিত্র। তাই জরিনা সখিনা বাদ দিয়ে
তাকেই হাজির করলাম যাতে কূটনীকে
চিনতে সমস্যা না হয়।

জলদস্যু ভাই আর আপনাকে ধন্যবাদ
ভালো হবার উপদেশ দেবার জন্য।


যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-
আমি সেই দিন হব শান্ত ”


৮| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৫১

বিষন্ন পথিক বলেছেন: মায়মুনা নামটা হাসির উদ্রেক করে। আসলেই তো, কেনো এই নামটা বেছে নিলেন? 'ঘসেটি' নয় কেনো?

০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আগেই বলেছি
মায়মুনা ইতিহাসের এক জঘন্য কূটনীর
চরিত্র। তাই ঘষেটি ফসেটি বাদ দিয়ে
মায়মুনাকেই হাজির করলাম যাতে কূটনীকে
চিনতে কারো সমস্যা না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.