নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

লোম বাছিতে কম্বল উজাড় !!

২৯ শে মে, ২০২২ বিকাল ৫:১৭


লোম বাছিতে কম্বল উজাড়!!
(মজা দেই, মজা লই)
নূর মোহাম্মদ নূরু

লোম বাছিতে উজাড় হলো আমার সাধের কম্বল,
মাঘ মাসের শীতের রাতে ওটাই ছিলো সম্বল।
নাকের মাঝে সুড়সুড়ি দেয় কম্বলেরই লোম,
রেগে বলি একটু দাঁড়া আসছে তোমার যম।

সকাল হতেই বাছতে লাগি যত আছে লোম,
সন্ধ্যা কালে কম্বল খুঁজি জালিয়ে নিয়ে মোম।
পাইনা ভেবে শীত তাড়ানি কম্বল গেলো কই,
রাতের বেলা শীতের হাতে নাস্তা নাবুদ হই।

লোম বাছিতে কম্বল উজাড় এইটা কোন কথা!
কত সাধের কম্বল ছিলো দিলে লাগে ব্যাথা।
কত্ত বড় বোকা আমি এখন মনে ভাবি,
কম্বলের লোম বাছিতে আর কখনো যাবি?

কম্বলতো লোমই থাকে জ্ঞানী মানুষ জানে,
আমার মতো বোকা হলে বুঝবেনা এর মানে।
যার যেখানে থাকার কথা থাকতে দিও তাকে,
কম্বলেরই লোম না হয় ঢুকলো কিছু নাকে!

শীতের রাতে ঘুমাও সুখে কম্বল মুরি দিয়ে,
লোম বাছিলে কম্বল কিন্তু যমে যাবে নিয়ে!
লোমের মতো ঠগ বাছিলে উজাড় হবে গা,
দেশটা এখন ঠগের মুঠোয় কেউ করে না রা।

কম্বল গেছে নিজের ভুলে বাছতে গিয়ে লোম
ভুলের পরে ভুল করে যাই ফেটে গেছে বোম।
বল্লার চাকে ঢিল মারিলে যেমন দশা হয়,
ঝাকে ঝাকে বল্লারা সব হুল ফুটাচ্ছে গায়।

সিন্ডিকেটের কারিশমাতে পরে মাইনকা চিপায়,
নাকের উপর উঠছে পানি খুঁজছি বাঁচার উপায়!
যেদিক তাকাই আধাঁর দেখি ভর করেছে ভয়,
টিকবো ক'দিন বুঝিনাতো কি জানি কি হয়!৷

ঠগের দলে দিচ্ছে জোরে বাতির দিকে ফু,
সে কারণে মনের মাঝে গাইতে আছে কু!
বিপদ কালে তাইতো বসে জপি তাঁরই নাম।
হয়তো তরী ডুবে যাবে বিধি হলে বাম।

ভুল ত্রুটি অনেক ছিলো বাছতে গেছি লোম,
আমার মতো বোকা মানুষ দেশে খুবই কম।
ঠগের হাতে খেয়ে ধরা প্রদিপ নিভু নিভু।
ঘোর বিপদে সহায় থেকো দিন দূনিয়ার প্রভু।

প্রকাশকালঃ ঢাকা-২৯ মে, ২০২২ ইং৷

বিঃ দ্রঃ আমার কমেন্ট ব্যান থাকার কারণে যারা
আমাকে মন্তব্য করে ধন্য করেছেন তাদের কোন
লেখায় সৌজন্যমূলক মন্তব্য করতে পারছিনা বলে
আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২২ বিকাল ৫:২৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: নাই ! নাই!! নাই!!!
কোন পথ নাই।
এদিক সেদিক যেদিকেই যাও
পালাবার পথ নাই ।

যে ভাবে চলছে চলতে দেন। বেশী ভাবতে গেলে দিশা বেদিশা :P হয়ে যাবে।

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যখন পালাবার কোন পথ থাকেনা
তখনই নিরুপায় হয়ে বিড়াল গাছে
ওঠে।
ভেবে কোন লাভ নাই,
ভাবতে গেলে বুদ্ধি ক্ষয়।

২| ২৯ শে মে, ২০২২ বিকাল ৫:৪৯

খাঁজা বাবা বলেছেন: ভাল্লাগছে :)

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ভাল্লাগছে জেনে
আমারও ভাল্লাগছে খাঁজা বাবা।

৩| ২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

রবিন.হুড বলেছেন: চমৎকার ভাবে সত্য কথা বলেছেন।

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ
সত্য কথনে ব্যাজার হননি বলে।
ভালো থাকবেন।

৪| ২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

গেঁয়ো ভূত বলেছেন:




সম্বল ছিল কম্বল খানি
বাছতে গিয়ে লোম,
শীতের রাতে নুরু ভাইয়ের
হারালো যে ঘুম।

২৯ শে মে, ২০২২ রাত ৯:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘুম হারালো পাড়া জুড়ালো
থান্ডা হলো পুরী,
মন হরষে সবাই এখন
চিবোন শুকনা মুড়ি!!

৫| ২৯ শে মে, ২০২২ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:




ব্লগটিম আপনার পদ্য পছন্দ করেন?

২৯ শে মে, ২০২২ রাত ৯:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হয়তো করেন, তা না হলে
চাঁদগাজীর মতো সোলেমানী
ব্যান হয়ে যেতো !!

৬| ২৯ শে মে, ২০২২ রাত ৯:৩৯

গেঁয়ো ভূত বলেছেন:



লেখক বলেছেন:
ঘুম হারালো পাড়া জুড়ালো
থান্ডা হলো পুরী,
মন হরষে সবাই এখন
চিবোন শুকনা মুড়ি!!


মুড়ি খাবো চিড়া খাবো,
খাবো বাটার পান,
আপনি কেন গাইতে গেলেন
কম্বলেরই গান ?

২৯ শে মে, ২০২২ রাত ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুড়ি খান চিড়া খান
কলা দই সাথে,
দেখবেন যেন মাছিগুলো
না পড়ে সেই পাতে!

৭| ২৯ শে মে, ২০২২ রাত ৯:৪৯

দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর

২৯ শে মে, ২০২২ রাত ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ
পড়বার জন্য।

৮| ৩০ শে মে, ২০২২ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
লেখা অব্যহত রাখুন।
সায়থেই আছি।

৩০ শে মে, ২০২২ দুপুর ১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
আপনিও সুন্দর ডাইরী
লেখুন, দুই কন্যার কথা
লিখুন।

৯| ৩০ শে মে, ২০২২ রাত ১২:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: মডু গন একদিন বুঝবেন কারা সামুর নিবেদিত প্রাণ ব্লগার। কারা সামুকে মন থেকে ভালোবাসে। সেদিনের অপেক্ষাই আছি।

৩০ শে মে, ২০২২ দুপুর ১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মডুগন আমাদের চেয়ে বেশী বুদ্ধিমান,
জ্ঞান রেখেন হাজার জন ব্লগারের সমান।

১০| ৩০ শে মে, ২০২২ দুপুর ১:৫১

জোবাইর বলেছেন: ব্লগে কপিপেস্টের বিরুদ্ধে সবার মধ্যে যে সচেতনা এসেছে তা ব্লগ এবং ব্লগারদের জন্য একটি উল্লেখযোগ্য আর্শীবাদ। ব্লগের সবাই বিষয়টি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মেনে নিলেও হাতেগনা কয়েকজন ব্লগার কপিপেস্টের ব্যাপারে সামুর বর্তমান কড়াকড়ি আইন প্রয়োগকে সহজভাবে নিতে পারছেন না। রম্য বা রসিকতা যেভাবেই হোক না কেন, কপিপেস্টের পক্ষে সাফাই গাওয়া খুবই দুঃখজনক!

৩০ শে মে, ২০২২ বিকাল ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কম্বলের মাঝে কপি পেষ্ট পেলেন কই!

আমি কম্বলের শোকে কাতর
আর আপনি মারলেন পাথর!

১১| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:২৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: লোম বাছতে কম্বল গেলে সমস্যা নেই, কারণ ঠগ (কবিবাজ) বাছতে সামুতে কেবল কয়েকটা ষণ্ডা আর তাদের মাতাল ওস্তাদ উজাড় হয়েছে (ধরা পড়েছে) মাত্র। তার মানে সামুর বেশির ভাগ ব্লগার বেলাজ চোর নয়।

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলু ফাঁক, সিসিম ফাঁক,
সবার মুখোশ খুলে যাক!

১২| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: বিঃ দ্রঃ আমার কমেন্ট ব্যান থাকার কারণে যারা
আমাকে মন্তব্য করে ধন্য করেছেন তাদের কোন
লেখায় সৌজন্যমূলক মন্তব্য করতে পারছিনা বলে
আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আপনাকে এই দন্ড কেনো প্রদান করা হইলো জানিতে মন চায়।

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই আমার এর আগের
লেখা"আমি একজন নিরাপদ ব্লগার"
পড়ুন তা হলে কিছুটা আঁচ করতে পারবেন।
ভালো থাকুন।

১৩| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:০৮

রানার ব্লগ বলেছেন: এইবার না হয় থামেন
একটু খানি চাপেন
ছড়া টরা বাদ দিয়ে
ব্যাপক কিছু ছাপেন !!!

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজকের লেখা দেখেন
তার পরেতে লেখেন,
ভালো কিছু পাইলে
উচা গলায় বলেন।

১৪| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি ভালো বিষয় নিয়ে কবিতা লেখেন এবং পরবর্তীতে বই আকারে প্রকাশ করার চেষ্টা করেন।

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি যা ভালো বলি
লোকে বলে মন্দ,
ভালো আর মন্দের
চির দিনের দন্ধ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.