নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মিছরির ছুরি !!

০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১২


মিছরির ছুরি !!
© নূর মোহম্মদ নূরু

বন্ধুর মুখোশে তারা গলা গলি করি,
বুকেতে বসিয়ে দেয় মিছরির ছুরি।
মাথা কাটে পেট কাটে, কাটে নাড়ি ভূড়ি
ব্যাথা ছাড়া কেটে যায় মিছরির ছুরি !

মুখে মধু অন্তরে বিষ এদের থাকে,
মধু ভরা কণ্ঠে আদর করে ডাকে।
মিছরির ছুরি দিয়ে সিরাজ কে মেরে,
মীর জাফর গালি হয় জগত সংসারে।.

ঘষেটিরা দিয়ে ছিলো কূটনীতির চাল,
নবাব সিরাজ তাতে হলো নাজেহাল।
রাজ্যপাট হারিয়ে তার প্রাণ দিতে হয়,
দুশ বছর ইংরেজ ছিড়ে ছিড়ে খায়।

মুখোশের আড়ালে তারা কল কঠি নাড়ে।
মধু হই হই বিষ হাওয়াইয়া প্রাণ নেয় কেড়ে।
বোঝা ভার চেনা দায় কে যে ভালো মন্দ,
সুগন্ধির প্রলে দিয়ে আড়াল করে গন্ধ।

মিষ্টি মিষ্টি কথা আর মধুর হাত ছানি,
মনে হবে তার কাছেই মিছরির খনি।
মিছরির প্রলোভনে পরে হবে নাজেহাল,
আগুনেতে পুড়ে যেমন পিপিলিকার পাল।

শত্রুকে চেনা গেলে থাকি সাবধানে,
মুখোশ পরা বন্ধুরা বুকে ছুরি হানে।
কে যে কার বন্ধু শত্রু কে বা কার,
মিছরির প্রলেপ থাকে বোঝা বড় ভার ।

দূরে থাকো যত পার উঠো না তার নায়,
ডাইনের কপাল তবে চলে যাবে বায়।
পার করার কথা বলে উঠিয়ে তার নায়,
মাঝ নদীতে সে দিবে তার তরী ডুবায়।

মিছরির ছুরি চিনে সাবধান হলে,
নিরাপদে থাকা যায় গুরুজন বলে।
দুষ্ট গরুর চেয়ে ভালো শূন্য গোয়াল,
মান, প্রাণ দুটিই তবে থাকিবে বহাল।

প্রকাশকালঃ ঢাকা, ৪ জুন, ২০২২ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়ু এই তিড়িং বিড়িং কবিতাখানা আমাকে উৎসর্গ করো পিলিজজজজজজ!!!!!!!!!!! :`>

আই এ্যাম ফন্ড অব ইওর তিড়িং বিড়িং ঘোড়ায় চড়িং, বাঘ্র মারিং ফড়িং ধরিং টাইপ অব ছড়িতাগুলি...... :) =p~

০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার অত্যন্ত প্রিয় এবং আমার তিড়িং বিড়িং
ছড়া/ কবিতার একনিষ্ঠ পাঠিকা সায়মাপুর
অনুরোধ ক্রমে "আমার মিছরির ছুড়ি" তার
নামে কুরবানী করলাম।

আপু এবার তুমি মন হরষে
তিড়িং বিড়িং ঘোড়ায় চড়ুং,
বাঘ্র মারুং ফড়িং ধরুরং,
নো টেনসুনুং ..... :) =p~

২| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: বন্ধুদের হত্যার রহস্য কি?

০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখানে বন্ধু বন্ধুকে ছুরি
মারে বুঝানো হয় নি।
বন্ধুর মুখোশের আড়ালে
যে শত্রু লুকিয়ে থাকে
তার মুখোশ উন্মোচন
করার প্রয়াস!

৩| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৪

শায়মা বলেছেন: বানানটা ভুল করেছো।

ইমিডিয়েটলী গো টু আই স্পেশালিস্ট এন্ড

মারিং কাটিং ব্যাঘ্র ধরিং, খাঁচায় পুরিং জপতে
লিখং লিখং আরও লিখং কাঁচায় খায়িং কবতে
জঙং ধরং তলোয়ারং শানং দেয়ং ফাস্টো
ফেরং বসং কবতে লিখং ভাইয়া ফাটাকেষ্ট! :)

০৪ ঠা জুন, ২০২২ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন বানানটা ভুল হয়েছে
কওতো শুনি আগে,
না ধরিয়া ভুলের কথা
ফুলছো কেন রাগে?

চোখে একটু কম দেখি
কথা মিথ্যা নয়,
তাই বলে কি কঠিন করে
এমন বলতে হয়।

ভাইয়ু বলে ডাকতে ডাকতে
মুখে তোলো ফেনা,
তার পরেও কইছো কেন
হইছি আমি কানা!

৪| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৭

সোনাগাজী বলেছেন:



ব্লগে তো কেহ কাউকে দেখতে পান না, কিন্তু লেখায় ও মন্তব্যে সব কিছু পরিস্কার হয়ে যায়, লুকানো কঠিন।

০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা ভাই আপনার মতো
চোখে দেখতে আনারও জিছু
সমস্যা হচ্ছে, তাই কাউকে
চিনতে পারছি না। আপনি
লরিস্কার দেখতে পাচ্ছেন এ
জন্য শুকরিয়া আদায় করুন।

৫| ০৫ ই জুন, ২০২২ রাত ১:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: আগামীকাল কবিতার টপিক কি?

০৫ ই জুন, ২০২২ রাত ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একটা ফরমায়েসি কবিতা লিখতে
মোন চায়‌! নিজের টপিকে আর
কতো! কেউ দিবেন কি?

৬| ০৫ ই জুন, ২০২২ রাত ১:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমারে নিয়া একশ্রেণীর লিখতে না পারা ব্লগার ৫ বেলা তসবি তাহলিম পড়ায় রত। তাই আপাতত থিম আইডিয়া দিতে পারছিনা।

০৫ ই জুন, ২০২২ রাত ২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
থিম আসলে কইয়েন!
না আসলে হেগো পুছ
করেন! হেগো ডিব্বা
ভরা মেলা থিম যা দিয়া
নাটক হয়, গল্প হয়,
ডিম হয়‌, মিম হয়!

৭| ০৫ ই জুন, ২০২২ রাত ১:৫৫

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট মানেই প্রতিবাদের ঝড়।

০৫ ই জুন, ২০২২ রাত ২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঝড় তোলে খান
মোর যায় জান!
মরিচ দিয়ে পান
খেতে মজা পান?

৮| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:০৫

জুল ভার্ন বলেছেন: কবিতায় বাস্তবতা তুলে ধরেছেন।

০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিরা বাস্তববাদী হয়,
অবাস্তবতায় রঙ মাখালে
তা পাঠকের কাছে গ্রহণ
যোগ্যতা হারায়।
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করার জন্য।

৯| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: যাই হোক, দিন শেষে হোক লিখে লিখে প্রতিবাদ।

০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হাতাহাতি বা চুলোচুলি বা
গালা গালি করার নিচু
মানসিকতা যাদের নাই
তারা লিখেই প্রতিবাদ
জানায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.