নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমি বড়ই সুশীল !!

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৫


আমি বড়ই সুশীল !!
©নূর মোহাম্মদ নূরু

আমি এক সুশীল মানুষ ফাও ক্যাচালে নাই,
আমার গায়ে গন্ধ যে নাই পরের গন্ধ পাই।
কথা বার্তা চাল চলনে কেতা দুরস্ত আমি,
অন্তরটা যে কর্দমাক্ত যানে অর্ন্তযামি!

নিজের কোন দোষ দেখিনা চোখটি রাখি বন্ধ,
পরের বেলায় ছাড় নাহি দেই সব কিছুতেই গন্ধ!
আমার বেলা ষোল আনা বুঝে নিতে চাই,
অন্য কারো হিস্যা দিতে মনে কষ্ট পাই!

নিজকে ভাবি সব জান্তা জ্ঞাণী মহারাজ,
কাজের বেলা অষ্টরম্ভা মহা ফাঁকিবাজ!
লম্বা লম্বা কথা বলে হাত তালি নেই তুলে,
তেলবাজ আর চাটুকারদের রাগাইনাতো ভুলে!

সব কিছু যে আড়াল করি মুখোশের আড়ালে,
লম্ফ ঝম্ফ অনেক করি ক্যাচালে জড়ালে !
যে যাই বলুক কাইজ্যা করুক তালগাছটি আমার,
উঠছি যখন মাথায় তাহার নামায় সাধ্য কার!!

পাগলের সুখ মনে মনে গুরু জনে কয়,
গাধার কি নিজেকে কভু বলদ মনে হয়!
চামচারা সব ফেনা তোলে হুজুর হুজুর করে।
ভাগাড়েতে দেখলে মরা হুমড়ি খেয়ে পড়ে।

এমন তরো বহু সুশীল আছে আমার জানা,
তোমরা কেউ খোঁজ পাবেন রাখছি করে কানা।
সুশীল আমি হাম বড়া ভাব করি সর্বদাই।
আমি আছি মহা সুখে তোমরা লও বিদায়!!


প্রকাশকালঃ ঢাকাঃ বুধবারঃ ৮ জুন ২০২২ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



এখন বাংলার মানুষ শিক্ষাদীক্ষায় পেছনে পড়ে গেছে।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে কারণেই চাটুকারের দল সংখ্যায়
বৃদ্ধি পাচ্ছে। মাথা মোটার দল এ কাজটি
করতে খুবই দক্ষ।

২| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা এদেশের লোকের স্বভাব।এরা নিজে পা চাটা হয়ে আরেকজনকে বলে তুই পা চাটা। এরা ব্রেনলেস। নিজের টা নিজে দেখেনা। অন্যের বগলে মুখ টেনে ঘ্রাণ নিয়ে পেট পুরে ঘুমাতে যায়।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা নিজেকে নিজে ভাবি খুব শিক্ষিত,
কুলীন, ভদ্র। আর সবাই নিচু জাতের মানুষ!
সবাই চোর আর নিজেকে ভাবি সাধু! নিজের
সমালোচনা সহ্য করতে পারি না কিন্তু পরের
সমালোচনায় পঞ্চমুখ! এরাই তথা কথিত
সুশীল মানব!

৩| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:০৫

অরণি বলেছেন: এটাই এখন বাস্তব।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাস্তবতার বাইরে গেলে কবির কবিতা
ধুলায় গড়াবে, কেউ পড়বেনা।
আপনাকে শুভেচ্ছা আমার ব্লগে
আসবার জন্য।

৪| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: সংখ্যা নিয়ে মাথা ঘামাবেন না। দেশের মানুষ এখন অনেক সভ্য। এরা কোয়ালিটি খোজে নট কোয়ান্টিটি। ব্যাবহার এবং এটিচুডে মানুষের ক্লাস নির্ধারিত হয়।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু দুঃখের বিষয় সংখ্যা গিরিষ্ঠতার কারনে
অযোগ্য মানুষ ভালো মানুষের মাথার উপর
ছড়ি ঘুরায়!

৫| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: অন্যের হেডম নিয়ে যারা নাছে তাদের চেয়ে উভয়লিঙ্গরা বেশি সম্মানিত।

০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উভয়লিঙ্গ সংশোধিত
হয়ে এখন তৃতীয় লিঙ্গ!
হয়েছে; Third Gendee!

৬| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই সুশীল সাজতে চায়।

০৮ ই জুন, ২০২২ রাত ৮:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইতো মুখোশধারীর ভীর থেকে
আসল সুশীল খুঁজে নিতে হয়।



৭| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:৪১

ফারহানা শারমিন বলেছেন: এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

০৮ ই জুন, ২০২২ রাত ৯:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে কারণেই উদবিঘ্ন প্রকৃত
সুশীল সমাজ। মুখোশধারী
সুশীলদের কাছ থেকে দূরে
থাকবেন। নিরাপদে থাকুন

৮| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: আমি জীবনে কিছুই হতে পারলাম না।

০৮ ই জুন, ২০২২ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরীর মতো দুইটি মিষ্টি মেয়ের
বাবা হয়েছেন আর কি চাই!
ওদেরকে সময় দিন বাজে
লোকদের কাছ থেকে দূরে
থাকুন। দেখবেন মনে
প্রশান্তি আসবে।

৯| ০৯ ই জুন, ২০২২ ভোর ৫:৫০

বেবিফেস বলেছেন: আমরা প্রত্যেকে এর থেকে বের হয়ে আসার চেষ্টা করি, তাহলে পৃথিবীর সুন্দর হবে।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা সবাই চাই মুখোশের আড়াল থেকে
সুন্দর মনের মানুষটি বের হয়ে আসুক!
কিন্তু আমি নিজে কি তা পেরেছি?
আগে নিজেকে শুদ্ধ করতে হবে।
সবাই যদি নিজে নিজে শুদ্ধ হয়
তা হলেই একদিন সমাজ শুদ্ধ
হবে। ধন্যবাদ বেবিফেস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.