নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভণ্ড পীর !!

১৪ ই জুন, ২০২২ দুপুর ২:২২


ভণ্ড পীর !!
© নূর মোহাম্মদ নূরু

ভণ্ডরা সব পীর সাজিছে পীর কভু নয় ভণ্ড
কি যে এক প্যাচ লাগিলো ঘুরছে মাথা মুণ্ড!
খাটি গরুর দুধ পাওয়া যায় দুধতো পাইনা খাটি,
আসল নকল বাছতে বাছতে জীবন হলো মাটি।

পীরকে যদি ভণ্ড বলি, ভণ্ড নিবে মজা
খাটি পীরকে ভণ্ড বলার পেতে হবে সাজা।
আসল নকল চেনার মতো জ্ঞান গরিমা নাই
সঠিক পথে চলতে গিয়া শুধুই হোচট খাই।

লাল শালুর নিচে দেখি চোখ বোজা হুজুর
লেবাস দেখে ভাবি মনে এইতো আসল পীর।
ভক্তি ভরে নিয়ে ঘরে পদ সেবা করি
ঘৃত মধু খাওয়াই তারে মাণ্ডা থালা ভরি।

আসল নকল চেনার মতো জ্ঞান গরিমা নাই
সঠিক পথে চলতে গিয়া শুধুই হোচট খাই।
লেবাস দেখে ভাবি মনে এইতো আসল পীর,
ঘৃত মধু খাওয়াই তারে দেই যে পাতে ক্ষীর।

খেয়ে দেয়ে ঢেকুর তোলে নজরাণা চায় গাড়ি,
গভীর রাতে তারই সেবায় দিতে হবে নারী!
এমনি তরো হাজার বায়না করে ভণ্ড পীর
লাল শালুর শামিয়ানায় মানুষ করে ভীড়।

পীরের বেশে অনেক ভণ্ড আশে পাশে আছে
লেবাস দেখে ভুল করোও যেওনা তার কাছে।
মগজ তোমার তুলে নিয়ে ভরে দেবে গোবর
ভণ্ড পীরের কথাই তখন কাটবে শুধু জাবর।

ভণ্ড কে যে আসল নকল বোঝা বড়ই দায়
ডুববে তরী মাঝ নদীতে উঠলে ভণ্ডের নায়।
ভণ্ড পীরের কথা মতো ভুল পথে কেউ গেলে
পড়বে ধরা র‍্যাবের হাতে পঁচতে হবে জেলে।

আসল পীরে সকল সময় সত্য কথা বলে
বিপদে পড়িবেনা কেউ তাদের সাথে চলে।
আসল পীরে তরাই নিবে ঝড় তুফানের কালে
কি জানি কি আছে লেখা এই অধমের ভালে।

প্রকাশকালঃ ঢাকা-১৪ জুন ২০২২ ইং

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৩:০৩

জুল ভার্ন বলেছেন: ব্যক্তিগত ভাবে আমি জীবনের কোনো পর্যায়েই পীর প্রথায় আগ্রহী নয়।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৩:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও কোন পীরের মাজারে যাই না। তবে অনেক পীরকে
সম্মান, শ্রদ্ধা করি, যেমন বড় পীর আব্দুল কাদের (রঃ) জিলানী।

২| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৩:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

সভ্যতার ইতিহাসে পীর নামের বস্তুতে কখনো অ্যাধ্যাত্নিকতা ছিলো?

১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পীরদের যায়গা যখন ভণ্ডরা দখল করে
নিয়েছে তখনই অ্যাধ্যাত্নিকতা বিলুপ্ত
হয়েছে।পীর আউলিয়ার পবিত্র ভূমি
আমাদের প্রিয় বাংলাদেশ।
কিন্তু ভণ্ডরা তাঁদের সম্মান
ক্ষুন্ন করেছে।

৩| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

সোনাগাজী বলেছেন:


পীর শব্দটাই অপ্রয়োজনীয় শব্দ।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যিই না। তবে ভণ্ডামি অবশ্যই
বজ'নীয়।

৪| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৪০

ছাকিব নাজমুছ বলেছেন: এভাবেই মন্দের আড়ালে ভালো চাপা পড়ে যায় সবসময়।
জানার ভুল থাকতে পারে, কিন্তু আমি যতদূর জানি পীর প্রথা এই দক্ষিণ এশিয়ারই আবিষ্কার।
আমি সবসময়ই পীর প্রথার বিরুদ্ধে।
আপনার কবিতাটি ভালো লেগেছে।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য।
পীর কোন প্রথা নয় এটা শ্রদ্ধা, ভক্তি আর
বিশাসের ব্যাপার। বত'মানে যা দেখি তা
প্রিথা যেখানে ভক্তি শ্রধা নাই আছে ভণ্ডামি!

৫| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, কখনো পরেছিলেন নাকি খপ্পরে?

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পড়তে পরতে বেচে গেছি!
এক পীর বাবা রাত তিনটায়
ফোন করে কোটি পতি বানাতে
চেয়েছিলো, আমি রাজী না
হওয়াতে লাখো পতিই
রয়ে গেলাম।

৬| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ফোন একবার আ্মিও পাইছিলাম।

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি গ্রামীণ ফোনের কাষ্টমার কেয়ার (ভূয়া) থেকে
একবার ফোন পেয়েছিলাম আমার হিসাব আপডেট
করার জন্য। পাত্তা দেই নাই। এখনো সেই নাম্বারটি
বন্ধ আছে।

৭| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: একজন জীবিত আছে এমন একজন পীরের নাম বলুন?

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক পীর বংশ পরম্পারায় পীর
হয়ে আছেন, তবে তারা সত্যিকারের
পীর কিনা আমার জানা নাই!

৮| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সব পীর ভন্ড নন।

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভণ্ডরা পীর হয় না।
পীরও কভু ভণ্ড হয়না।

৯| ১৫ ই জুন, ২০২২ ভোর ৫:০৯

সোনাগাজী বলেছেন:



আমি যদি পীর ব্যবসায় যেতাম হাজার কোটি আয় করতে পারতাম, হয়তো।

১৫ ই জুন, ২০২২ সকাল ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হয়তো! নিশ্চিত নয়!
আমার মনে হয় আপনার
বোকামীর কারণে ধরা খেতেন।
পাবলিক মেরে তক্তা বানিয়ে দিতো।

১০| ১৫ ই জুন, ২০২২ সকাল ১০:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পীর নাম শুনলেই আমার রাগ উঠে।

১৫ ই জুন, ২০২২ সকাল ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ভণ্ড পীরের নাম এবং
তাদের ভণ্ডামির কথা শুনলে
রাগ লাগে। তবে সত্যিকারের
পীরদের আমি শ্রদ্ধা করি।

১১| ১৫ ই জুন, ২০২২ সকাল ১১:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যিকারের পীরের সজ্ঞা কি? পীরের কথা কোরআন হাদিসে আছে কি?

১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পীর শব্দটি ফার্সি। আরবীতে বলা হয় মুরশীদ। মুরশীদ শব্দের অর্থ হল পথপ্রদর্শক। যিনি আল্লাহর আদেশ নিষেধ আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে পালন করার প্রশিক্ষণ দেন তার নাম মুরশীদ বা পথপ্রদর্শক। যাকে ফার্সীতে বলে পীর।
মানুষের কল্যানের জন্য দূনিয়ার শান্তির জন্য
মহান আল্লাহর কাছে ফরিয়াদ করেন, দিবা রাত্র আল্লাহর
ধ্যানে থাকেন, যারা মানুষের অকল্যান কামনা করেন না এবং
নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন না তারাই সত্যিকারের
পীর। যেমন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী এবং
ওয়াজ কোরানী, নিজাম উদ্দিন আউলিয়া প্রমুখ।
এদের কথা বড় বড় হক্কানী আলেমদের মুখে শুনেছি।

পীরে-মুর্শিদ বা ওলী ধরতে হবে, এ প্রসঙ্গে
পবিত্র কোরআন পাকে বহু নির্দেশ বা ইংগিত আছে ।
তবে পীর শব্দটি পবিত্র কোরআন পাকে নেই। কারন
পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে।
পবিত্র কোরানে আল্লাহ বলেন, "হে মুমিনগণ! তোমরা অনুস্মরণ কর, আল্লাহ্ পাক এর, তাঁর রাসুল পাক (সাঃ) এর এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের"।
(সুরা নিসাঃ আয়াতঃ ৫৯)
(উলিল আমর এর মানে হল ন্যায় বিচারক/ধর্মীয় নেতা/
ওলি-আউলিয়া/পীর-মুর্শিদ ইত্যাদি শব্দ ধরা যেতে
পারে)

তবে দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, সুরেশ্বরী, ফরীদপুরী, এনায়েতপুরী, চন্দ্রপুরী, কামাল্লার ভন্ড পীর, মাইজভান্ডারী, কেল্লাবাবা, খাজাবাবা, রেজভী, এসব ভন্ড ও ঈমানবিধ্বংসী পীরের কাছে গেলে আখেরাত ধ্বংস হবে এতে কোন সন্দেহ নেই।

তাই পীর ধরার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। স্থানীয় হক্কানী কওমী মাদরাসা পড়ুয়া বড় কোন আলেমের পরামর্শে পীর ধরতে যান। নিজে নিজে পন্ডিতী করে ভন্ড পীরের খপ্পরে পরে নিজের দ্বীন ও ঈমান ধ্বংস করবেন না।
আপনার মন্তব্য লিখুন

১২| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সূরা আন নিসা (النّساء), আয়াত: ৫৯

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَطِیۡعُوا اللّٰہَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ وَاُولِی الۡاَمۡرِ مِنۡکُمۡ ۚ  فَاِنۡ تَنَازَعۡتُمۡ فِیۡ شَیۡءٍ فَرُدُّوۡہُ اِلَی اللّٰہِ وَالرَّسُوۡلِ اِنۡ کُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ  ذٰلِکَ خَیۡرٌ وَّاَحۡسَنُ تَاۡوِیۡلًا ٪

উচ্চারণঃ ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানূ আতী‘উল্লা-হা ওয়া আতী‘উররাছূলা-ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানা-ঝা‘তুম ফী শাইইন ফারুদ্দূহু ইলাল্লা-হি ওয়ার রাছূলি ইন কুনতুম তু’মিনূনা বিল্লা-হি ওয়াল ইয়াওমিল আ-খিরি যা-লিকা খাইরুওঁ ওয়া আহছানু তা’বিলা-।

অর্থঃ হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম।

১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


ধন্যবাদ আপনাকে, শুধু বিচারক নয় ধর্মীয় নেতা/
ওলি-আউলিয়া/পীর-মুর্শিদ ইত্যাদি

এ ছাড়াও সুরা ফাতিহায় বলা হয়েছেঃ
উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
অনুবাদ : আমাদের কে দেখাও সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
এরাই হলেন পীর মুরশিদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.