নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

অভিজ্ঞতার গল্প ; জাপানিজ পুলিশ এবং বাংলাদেশ প্রেক্ষাপট

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫১

জাপানি পুলিশ । শব্দ দুইটা শুনলেই বিনয় এবং বন্ধুত্ব শব্দ দুইটিও সাথে সাথে চলে আসে ।ইতিহাসে জাপানিজ নিয়ে অনেক গল্প আছে । কিন্তু আধুনিক এই বিশ্ব মানচিত্রে জাপানিরা যে বিনয়ী এবং পরিশ্রমী জাতি তা অস্বীকার করার কোন উপায় নেই । জাপানি পুলিশ যে কতোটা নীরবে অপরাধী ধরে তার কিছু অভিজ্ঞতা অর্জন করলাম । আর মুগ্ধ হলাম । যে অপরাধী সে তো বুঝতে পারে না যার সাথে অপরাধ করেছে সে ও মাঝে মাঝে বুঝতে পারে না । কয়েক মাস আগে আমি রাস্তা পার হচ্ছিলাম ।গ্রিন সিগন্যাল ছিল হঠাৎ বাম দিক থেকে একটা কার আমাকে ক্রস করে ডান দিকে মোড় নিলো । গাড়ি চালনার নিয়ম অনুযায়ী গ্রিন সিগন্যাল থাকলে ঠিক ঐ ভাবে মোড় নিতে পারে । আমি ও একটু জোরে হাটতে গিয়ে পরে যাই । এবং উঠে খুব সাধারন ভাবে আমার বাসার দিকে যেতে থাকি । দুই তিন মিনিটের মধ্যে হটাৎ আমার সামনে পুলিশের গাড়ি থামল । সুমিমাসেন ...সুমিমাসেন...। বাংলা অর্থ ক্ষমা করবেন ...বলতে বলতে তিন জন পুলিশ একজন তরুন ছেলে নেমে এলো । আমি আচমকা ভরকে গেলাম । ওরা আমার সামনে অজিগি মানে মাথা নত করে রইল । ততক্ষণে আমি কিছুই বুঝলাম না । কয়েক সেকন্ড এর মধ্যে আরও একজন পুলিশ নেমে এলো সে ইংরেজিতে তার কার্ড দেখিয়ে বুঝাল সে কর্তব্যরত কর্মকর্তা । আমার কাছে জানতে চাইল আমি ঠিক আছি কি না !! আমি তাতে ও পরিস্কার না আসলে কি ঘটেছে । তারা ওই তরুন ছেলেটা যে অজিগি করে মানে মাথা নত করে আছে তার সম্পর্কে জানাল যে সে ভুল করে বেশি গতিতে গাড়ি চালিয়েছে । সে বুঝতে পারেনি। আমি যেন ক্ষমা করি । তখন আমি স্বভাবসুলভ ভাবে হেঁসে দিয়ে জানালাম আমি সম্পূর্ণ ঠিক আছি । তারা আমার আইডি দেখতে চাইল আমাকে বাসায় পৌঁছে দিতে চাইল । আমি আমার বাসা দেখিয়ে বললাম ওই যে আমার বাসা । সাথের মেয়ে পুলিশটা বাসার নিচের সিঁড়ি পর্যন্ত আসলো ।আবার অজিগি মানে মাথা নত করল। তারপর বাসার লক খুলতে খুলতে আড় চোখে নিচ তলার রাস্তার দিকে তাকালাম ।দেখি ততোক্ষণ ওরা অজিগি মাথা নত করে আছে । আমি দরজা বন্ধ করলাম । এই হল জাপানি পুলিশ । কোন হাব ভাব নেই । বাতাস ও টের পাবে না ।কোন ফাঁকে ওরা লুকিয়ে থাকে । আমি ভাবতাম এত রাতে ফাঁকা রাস্তা মানুষ সিগন্যাল ক্রস করে না কেন?কারন পুরো শহরটা বিশেষ প্রযুক্তিতে মনিটর করা হয়। আইন ভাঙার আগেই আইন মানতে বাধ্য । আইনের প্রতি তখনই শ্রদ্ধা বাড়বে যখন কঠিন শাস্তি থাকবে । শাস্তি অপরিহার্য। অনেক গুলো অভিজ্ঞতা আছে জাপানিজ পুলিশ এবং তাদের দেশের প্রতি শ্রদ্ধা নিয়ে। কোন সামাজিক মাধ্যম বা মিডিয়াতে খুব কম কিন্তু ওরা ঠিক ঠিক নিরবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে ।পৃথিবীতে এমন কোন দেশ নেই যে সেখানকার মানুষ অপরাধ করেনা । কিন্তু আইন এর ব্যবহার এবং প্রয়োগ যথাযথ হলে অনেকটা অপরাধ করার প্রবনতা কমে আসে। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থা বাড়ানোর জন্য মিডিয়া এবং সামাজিক সচেতনতা অনেক দরকার । দিনে দিনে আমাদের দেশে যে পরিমানে মানুষের ভিতর অপরাধ করার প্রবনতা বেড়েই যাচ্ছে । কিছু দিন পর এই দেশ মানুষের দেশ বলতেও ভয় লাগবে । কয়েক মাসের মধ্যে যে কয়টা ঘটনা ঘটেছে যা কিছু দিন হয়তো চলবে কিন্তু আবার সময়ের চাপে ঢাকা পরে যাবে । কোন মানুষ অপরাধ করলে তার ভয়াবহতা যে কতো ভয়ংকর হতে পারে সেটাও প্রকাশ করা উচিত । বাংলাদেশে শত শত মানুষের সামনে শিশু হত্যার মতো জঘন্য ঘটে যাচ্ছে । বাংলাদেশে অপরাধ প্রবণতা অনেকটা মজা করার মতো । জ্ঞান এবং মানবিক চর্চার অভাব । আমাদের দেশে ছোট শিশু কে ছোট বেলা থেকেই খুব হিংসাত্মক পরিস্থিতি দেখতে দেখতে বড় হতে হয় । মানুষের ভিতরের সূক্ষ্ম ভালবাসার অনুভূতি মানুষের মধ্যে নেই । যে কারনে আমাদের দেশে সবাই সবাইকে শাসন করতে চায় । একটা দেশ তখনই সুন্দর হয় যখন সে দেশের মানুষ গুলো দেশের পথে ধুলি কনা থেকে শুকনো পাতা কে আপন ভাবতে পারে । যখন দেশের সবাই কাজ কে ভালবেসে দেশের অর্থনীতিকে সচল রাখতে কাজ করতে ঝাঁপিয়ে পরে । আমাদের দেশ কাজ করার চেয়ে কাজের সমালোচনা করার লোক বেশি ।সব দেশেই কিছু না কিছু সমস্যা আছে । কিন্তু আমাদের দেশের সমস্যা গুলো আমরাই সমাধান করতে পারি ।প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশে ভালোবাসার সংস্কৃতি তৈরি করি । কাজ কে অবহেলা না করে কাজের মধ্য দিয়ে নিজেদের পরিচয় খুঁজি । বিশ্ব মানচিত্রে নিজেদের নাম উজ্জল করি । নিজের দেশ ,জাতি ,মানুষ আইন ,নিয়ম , অর্থনীতির প্রতি শ্রদ্ধাশীল হই । তখন দেখব পত্রিকার অপরাধ পাতা হারিয়ে যাবে । আমরা মন থেকে দেশের মানুষ ,সম্পদ, প্রকৃতি কে ভালবাসতে শিখি । আমরা দেশের আইন নিয়ম কানুন মেনে চলি । আরও একটু সচেতন হই । আরও একটু মানবিক হই । সত্যি একদিন বাংলাদেশ সারা বিশ্ব মানচিত্রে বিউটি ফুল বাংলাদেশ হিসেবে পরিচিতি পাবে ।

মন্তব্য ২৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: বদলানো প্রয়োজন।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ্কি জানি হয়তো একদিন বদলাবে প্রকৃতির নিজস্ব নিয়মেই .।।

২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা দেশ তখনই সুন্দর হয় যখন সে দেশের মানুষ গুলো দেশের পথে ধুলি কনা থেকে শুকনো পাতা কে আপন ভাবতে পারে । যখন দেশের সবাই কাজ কে ভালবেসে দেশের অর্থনীতিকে সচল রাখতে কাজ করতে ঝাঁপিয়ে পরে । আমাদের দেশ কাজ করার চেয়ে কাজের সমালোচনা করার লোক বেশি ।সব দেশেই কিছু না কিছু সমস্যা আছে । কিন্তু আমাদের দেশের সমস্যা গুলো আমরাই সমাধান করতে পারি ।প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশে ভালোবাসার সংস্কৃতি তৈরি করি । কাজ কে অবহেলা না করে কাজের মধ্য দিয়ে নিজেদের পরিচয় খুঁজি । বিশ্ব মানচিত্রে নিজেদের নাম উজ্জল করি । নিজের দেশ ,জাতি ,মানুষ আইন ,নিয়ম , অর্থনীতির প্রতি শ্রদ্ধাশীল হই । তখন দেখব পত্রিকার অপরাধ পাতা হারিয়ে যাবে । আমরা মন থেকে দেশের মানুষ ,সম্পদ, প্রকৃতি কে ভালবাসতে শিখি । আমরা দেশের আইন নিয়ম কানুন মেনে চলি । আরও একটু সচেতন হই । আরও একটু মানবিক হই । সত্যি একদিন বাংলাদেশ সারা বিশ্ব মানচিত্রে বিউটি ফুল বাংলাদেশ হিসেবে পরিচিতি পাবে ।

দারুন বলেছেন। কিন্তু যারা করার তারাইতো উল্টোটাতেই ইন্ধন দিচ্ছে! ভালবাসার বদলে হিংসা প্রতিহিংসা, প্রতিশোধ, খমত করে দেবার রাজনীতির কাছ থেকে ভালবাসা কিভাবে মিলবে?

মিডিয়া পারে! কিন্তু তারাতো শাসক আর বেনিয়াদের তাবেদার! দুষ্ট চক্রের এই চেইন ভাংগতেই হবে। যদি স্বপ্ন পূরন করতে হয়।

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জনগণ সচেতন হলে সরকার ,মিডিয়ার .।.।।এই গুলোর কি মূল্য আছে ? আমাদের দেশের বৃহৎ অংশ অসচেতন এবং কাজকে সম্মান করতে চায় না । নিজে উন্নত হলে পরিবার হবে ,পরিবার উন্নত হলে সমাজ উন্নত হবে আর যখন সমাজ উন্নত হয় তখন দেশ উন্নত হয় ।

৩| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১০

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: Click This Link

কিছুক্ষণ আগেই পোষ্টটি পড়ছিলাম, এমন হতাশ লোকজন যে দেশে থাকে তাদের ভাগ্য মোটামুটি অনিশ্চিত।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমাদের দেশে কাজের চেয়ে কথা বলার লোক বেশি । কাজকে সম্মান করতে শিখলে । পরিশ্রম করতে শিখলে বাংলাদেশ অনেক সুন্দর হতো ।

৪| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৫

আজাদ মোল্লা বলেছেন: জনাব ,
আমার মনে হয় পুলিশ এর সাথে সরকার কে বদলাতে হবে , তবেই আসবে আসল সুখ ।

উপর মহল থেকে চায় শুধু টাকা ,
পুলিশ বেচারা কি করবে ।
বাপ দাদার জমি জমা বিক্রি করে টাকা দেবে ,
মানুষ রুপি সাপকে ।
অনেক পুলিশ আছে , এখনও ভালো ।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমিও বিশ্বাস করি আমাদের দেশে অনেক পুলিশ আছে ভাল কিন্তু ভাল থাকতে চাইলেও মাঝে মাঝে তারা পরিস্থিতির কারনে নিজেদের ভালটা প্রকাশ করতে পারেনা । ভাই সরকার এর কি মূল্য আছে ?যেখানে জনগণ সকল ক্ষমতার উৎস । জনগণ যখন সব অন্যায় এর ব্যাপারে সচেতন হবে । কাজ কে ভালবাসবে ।দেশের মানুষ এবং সম্পদ কে ভালবাসবে ।স্বাভাবিক নিয়মে দেশ এগিয়ে যাবে ।

৫| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৬

সুমন কর বলেছেন: নিজের দেশ ,জাতি ,মানুষ আইন ,নিয়ম , অর্থনীতির প্রতি শ্রদ্ধাশীল হই । তখন দেখব পত্রিকার অপরাধ পাতা হারিয়ে যাবে । আমরা মন থেকে দেশের মানুষ ,সম্পদ, প্রকৃতি কে ভালবাসতে শিখি । আমরা দেশের আইন নিয়ম কানুন মেনে চলি । আরও একটু সচেতন হই । আরও একটু মানবিক হই । সত্যি একদিন বাংলাদেশ সারা বিশ্ব মানচিত্রে বিউটি ফুল বাংলাদেশ হিসেবে পরিচিতি পাবে ।

ভালো বলেছেন। প্লাস।

২৫ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:০২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমরা বাংলাদেশিরা যেদিন মন থেকে এই দেশ এর পথ ঘাট ধুলি কনা থেকে সব কিছু ভালবাসতে শিখবো সেদিন হয়তো বাংলাদেশ সুন্দর একটি দেশ হিসেবে পরিচিতি পাবে । সব চেয়ে সত্য হল আমরা কেউই কাজকে সত্যিকার অর্থে ভালবাসতে পারিনা । ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৬| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯

হাসান মাহবুব বলেছেন: শেখার আছে অনেক কিছু। +

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এটাই সত্য যে শেখার আছে অনেক কিছু .।আমাদের অনেক কিছু আছে কিন্তু আমরা জানি না । আমরা কাজ এবং মানুষ এই দুইটি বিষয় কে সম্মান করতে জানলেই দেশ অনেক সুন্দর ভাবে এগিয়ে যেত । ধন্যবাদ ।

৭| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬

মাঘের নীল আকাশ বলেছেন: হুমমম...হয়তো কোনও একদিন আমাদেরও হবে... |-)

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হয়তো একদিন আমাদের দেশ মেধাবীদের সম্মান করতে শিখবে এবং নিজের হাতে কাজ করাটা কে মূল্য দিবে । সুন্দর কর্মময় পরিবেশ তৈরি হবে ।ধন্যবাদ ।

৮| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪

তুষার কাব্য বলেছেন: সত্যি একদিন বাংলাদেশ সারা বিশ্ব মানচিত্রে বিউটি ফুল বাংলাদেশ হিসেবে পরিচিতি পাবে ।

এমনটাই আমরা মনে প্রানে বিশ্বাস করি । শুভেচ্ছা ।

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৯| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুবই খাটি কথা বলেছেন, তবে বিদ্রোহী ভাইয়ের সাথে গলা মিলিয়ে বলতে চাই, শুরুটা নেতৃত্ব থেকেও আসতে হবে, পুরো জাতি আজ পথ হারিয়েছে ...

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জনগন যেখানে সকল ক্ষমতার উৎস সেখানে সরকার আর মিডিয়ার কি মূল্য আছে ? আগে আমরা নিজেরা পাল্টাই নিজেদের ভিতর থেকে বিশ্বাস থেকে মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখি ।নিজের জীবন এবং নিজের চারপাশ সুন্দর রাখি । নিজের পরিবারের সবাইকে স্বাবলম্বী এবং সুন্দর শিক্ষায় শিক্ষিত করি দেখবেন স্বাভাবিক নিয়মে সব পাল্টে যাচ্ছে ।

১০| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাংলাদেশে অপরাধ প্রবণতা অনেকটা মজা করার মতো । জ্ঞান এবং মানবিক চর্চার অভাব ।
কবে যে আমরা বিউটিফুল বাংলাদেশ হব?
প্রহর আর কাটেনা
ভীষন ভালো লাগা একটি পোষ্ট
ありがとう
さようなら

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ । একদিন আমরা বিউটিফুল বাংলাদেশ দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে দেখতে পাব ।

১১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩০

নৈশ শিকারী বলেছেন: আশা রাখি আমাদের দেশেও আইন রক্ষা কারীদের সুশৃঙ্খলতা আসবে, তবে আমাদের জীবদ্দশায় তা দেখার সৌভাগ্য কি হবে?

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: স্বপ্ন দেখি একদিন বিউটিফুল বাংলাদেশ হিসেবে বাংলাদেশ ও বিশ্ব মানচিত্রে জায়গা করে নিবে । যদি আমরা পাল্টে দেই আমাদের গল্প ।

১২| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 全能のは、あなたの願いを受け入れてもよいです

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.