নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

রহস্য গল্প ; উইন্ড মিল

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০


মানুষের ভাবনার সাথে বাস্তবতার অনেক দূরত্ব । বাস্তবতার কাছে বিশ্বাস কিংবা অবিশ্বাস দুটোই সমান্তরাল । তবুও কখনও মানুষ তার ভাবনা দিয়ে বাস্তবতা কে অতিক্রম করতে পারে না ।প্রচণ্ড খুশি লাগছিল যখন বিজয় পি এইচ ডি শেষে বাংলাদেশে ফিরে যেতে চাইলো । বিনীতা দেশের বাইরে পরবাসী জীবন পার করতে চায়নি । স্বামীর সাথে আমেরিকায় সুখ বিলাসে জীবন কাটলেও মনের ঘাটতি থেকেই যেতো । বিজয় বাংলাদেশে ফিরেই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে বিজ্ঞানী হিসেবে যোগদান করলো । গবেষণাগারের ভিতরের আবাসিক এলাকায় বড় ফ্ল্যাট । দুজন মানুষের জন্য এই পাঁচ রুমের ফ্ল্যাটটা একটু বড় । প্রতিটা ফ্ল্যাটে কাজের মানুষের জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে । নতুন জায়গায় বিনীতার ও একটু একটু করে ভাল লাগা শুরু হয় । প্রতিটা মেয়েরই সংসার সাজানোর জন্য আলাদা স্বপ্ন থাকে । নিজের মতো করে বিনীতা নানা রকম ফুল গাছ দিয়ে বাসার চারপাশ সুন্দর করে তুলল । প্রায় একশ একর জায়গা জুড়ে চট্টগ্রাম গবেষণাগার । গবেষণার প্রয়োজনে বেশির ভাগ জায়গা জুড়ে শুধু গাছ আর ক্ষেত । দেশে ফেরার পর গবেষণার কাজে বিজয় খুব ব্যস্ত হয়ে পড়ে । প্রথম কয়মাস ঘর গুছানো আর সংসারের কাজ নিয়ে বিনীতার খুব ব্যস্ততায় কাটে । তারপর হঠাৎ কোন একদিন থেকে নিজের ভিতর গভীর একাকীত্ব অনুভব করতে শুরু করে । সাজানো সংসার আর চোখের সামনে নিজের ফুল বাগান অর্থহীন মনে হতে লাগলো । ধীরে ধীরে বিজয় যেন অচেনা অনুভূতিহীন মানুষে পরিণত হল । প্রচণ্ড ব্যস্ততায় বিজয় আর বিনীতার মধ্যে গভীর দূরত্ব তৈরি হল । দূরত্বটা ঠিক কোথায় বিনীতা কিছুতেই আবিষ্কার করতে পারেনা । তবে প্রতি মুহূর্তে নিজেকে ভীষণ অপ্রয়োজনীয় মনে হতে লাগল । নিজের ভিতরের অচেনা অনুভুতি গুলোর ভাষা বিনীতার কাছে নেই । চারদিকের ভয়ংকর স্বার্থপরতায় বিনীতা সংকুচিত হয়ে যেতে লাগল । প্রতিটা সকাল যেন প্রতারনায় ভরা । প্রতিটা রাত যেন স্বপ্নহীন । বিজয়কে খুব কাছে পেয়ে ও বিনীতা নিজেকে প্রকাশ করতে পারে না । অদ্ভুত অচেনা দ্বন্দ্ব নিজের বর্তমান অনুভুতি গুলোর গলা টিপে ধরে । সম্পর্ক আর স্বপ্ন ভাঙার ভয়ে নিজের মনটা নিজের কাছেই বন্দী রাখে খুব গোপনে । কোথাও কিছু ভুল নিজের জীবন ঘিরে । বিকেলের কিছু সময় বিনীতা নিজের থেকেই বিনয়ের কাছে ল্যাব এ চলে আসে । আবাসিক এলাকা থেকে সংরক্ষিত এলাকা দিয়ে ল্যাব এর দূরত্ব কম । অনেকটা পথ গভীর অরণ্য । সেই গা ছিম ছিম অরণ্য পথে একটা উইন্ড মিল আছে । সেটার কাছাকাছি এলেই হঠাৎ উইন্ড মিলের পাখা গুলো ঘুরতে থাকে । তখন কেন জানি বিনীতার গা বিনা কারনেই হীম শীতল হয়ে উঠে । মার্চের গরমেও হাড় ধরা কাঁপুনি । সব সময় মনে হয় কেউ যেন আছে সাথে । কেউ কিছু দেখছে । পেছনের বারান্দার সাথে কাজের মানুষের জন্য যে রুমটা প্রতি রাতেই বিনীতা বন্ধ করে রাখে । সকাল হলেই যেন খোলা । পুরো ফ্ল্যাটের প্রতিটা রুম যেন নিস্তব্ধতার শব্দ করে উঠে । একদিন একা বাসায় বিনীতা চিৎকার করে উঠে । গভীর আর্তনাদে ফেটে পড়ে । ঘুমের ঘোরে কেউ যেন বলে যায় । এই পৃথিবীরে মাঝে অন্য পৃথিবী আছে । সেই পৃথিবীর সবাই সব গোপন রহস্য ধারণ করে । প্রাপ্যর প্রাপ্তি থেকে বঞ্চিত করে না । ধৈর্যশীলরা চিরকাল বেঁচে থাকে ।কোন প্রতারণাই গোপন নয় ।প্রকৃতির নিয়মে সব প্রাপ্তি ফিরে আসে । কখন দিন শেষে রাত হয়ে গেছে টের পায়নি । বিনয়ের ডাকে বিনীতার ঘুম ভাঙে । নিজের ভিতরের সেই অনুভুতি গুলো আর নেই । বিনয় যেন এই কয়দিনে অনেক বেশি যত্নবান আর দায়িত্বশীল হয়ে উঠেছে । এক সপ্তাহ পর বিনয় একটি ফেসবুকে মেসেজে বিনীতাকে জানায় । যতোটা ব্যস্ততা সে দেখিয়েছে ততোটা ব্যস্ত ছিলনা ।আসলে সে অন্য সম্পর্কে জড়িয়ে ছিল মনের অজান্তে । সে মনই তাকে থামিয়ে দিয়েছে । কোন কিছুই বিবেকের কাছে লুকানোর নেই । মানুষের জীবন বিচিত্র । মন তার চেয়েও বেশি রহস্যময় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩

Foe বলেছেন: অসাধারণ লিখেছেন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.