নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

এবারের বই মেলার নিরাপত্তা ব্যবস্থা ।

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

শেষ হয়ে গেল অমর একুশে বই মেলা ২০১৬ । মাস জুড়ে বাংলাদেশের এবারের বই মেলা নিয়ে ভিতরে ভিতরে সবার মধ্যেই আলাদা শঙ্কা কাজ করেছে । কারন বই মেলার আগে ঘটে যাওয়া কিছু ঘটনা পুরো বাংলাদেশকে আতংকিত করেছে । তাই এবারের বই মেলা ছিল কঠিন নিরাপত্তার বলয়ে । এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মানুষ বই কিনেছে । সাহিত্য আয়োজনে নিজেকে সম্পৃক্ত রেখেছে । বই এর প্রতি ভালবাসা বাঙালির চিরন্তন । প্রানের টানে দেশের এবং দেশের বাইরে থেকে মানুষ বই মেলায় অংশ গ্রহণ করেছে । লেখক আর পাঠক এর মিলন মেলা ছিল যেন স্বতঃস্ফূর্ত । একটি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর একটি দেশের উন্নতি অনেকাংশে নির্ভরশীল । বর্তমান বিশ্ব সংস্কৃতিতে নিজেদের ভাষা ,সাহিত্য আর সংস্কৃতিকে তুলে ধরতে আর গতিশীল রাখতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরী । নিরাপদ পরিবেশ সুস্থ চিন্তার জন্ম দেয় । মানুষ সুন্দর কে লালন করতে পারে । এবারের বই মেলা ছিল একটি সফল বই মেলা । যেখানে প্রচুর লেখক এবং পাঠকের সমাগম ঘটেছে । বিক্রি হয়েছে প্রচুর বই। মাঝে প্রাকৃতিক বিপর্যয় না থাকলে হয়তো আরও অনেক বেশি লাভের হিসাব করা যেত । তৈরি হয়েছে নতুন নতুন লেখক পাঠক । মৌলিক বইয়ের চাহিদা বেড়েছে । লেখক আর পাঠক তৈরিতে বই মেলার বিকল্প কিছু নেই । পাড়ায় পাড়ায় ,জেলায় জেলায় ,বিভাগে বিভাগে বছর জুড়ে টিকে থাক বই মেলা । বইয়ের বিচিত্রতায় মানুষ খুঁজে নিতে শিখুক নতুন জীবনের সুর ।যতো বেশি বই পড়ার চর্চা থাকবে তরুন প্রজন্ম ততো বেশি জীবন কে উপলব্ধি করতে শিখবে । একদিন এই বই মেলা থেকে তৈরি হতে পারে বৃহৎ সাংস্কৃতিক শিল্প এলাকা । তরুন প্রজন্ম এর জন্য নতুন নতুন কর্ম ক্ষেত্র ।সরকারের জন্য তৈরি হতে পারে গুরুত্বপূর্ণ রাজস্ব খাত । তাই এই নিরাপত্তা ব্যবস্থা যেন নিয়মিত থাকে । পরবর্তীতে প্রাকৃতিক সমস্যা গুলো মোকাবেলা করতে প্রয়োজনীয়ও ব্যবস্থা থাকবে । একটি দেশ একটি কবিতার মতো হতে পারে যদি মানুষ গুলোর অনুভুতি গুলো সুন্দর হয় । আমাদের দেশের সবার মধ্যে বই এর প্রতি আরও ভালোবাসা আরও সমৃদ্ধ হোক । এই প্রত্যাশায় আর স্বপ্ন নিয়ে আগামি বছরের জন্য অপেক্ষায় রইলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.