নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

রহস্যময় বিষাক্ত ফল ‘রক্ত গোটা’

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

’রক্ত গোটা’ ফলের এই নাম পাহাড়ে শোনা যায়। প্রকৃতই এই ফলের সাধারণ প্রচলিত কিংবা বৈজ্ঞানিক নাম আমার জানা নেই। ফলের খোসা ছাড়িয়ে হাতে নিলে হাত তাজা রক্তে ভরে যায়।আসল নয়। ফলের রস মানুষের তাজা রক্তের মতো । শোনা যায় রাঙামাটির পাহাড়ে এই ফলের চাষ হয়। তবে চিটাগাং বাজারেও এই ফল গুলো ডায়াবেটিক ফল হিসেবে বেশি দামে বিক্রি করছে। বিশ্বের সকল বিজ্ঞানীদের চোখ আর দেখার দৃষ্টি আলাদা থাকে। পৃথিবী এবং মানুষকে বিচার করে অন্য দৃষ্টি ভঙ্গি নিয়ে। তারা প্রতিটি জিনিসকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে। তাদের আশে পাশে যারা থাকে তাদের সবাইকে বড় ভালোবেসে গিনিপিগ বানায়। তেমন একজন মানুষের সাথে আমার যাপিত জীবন। সম্পর্কের শুরু থেকেই তিনি আমাকে নিয়ে পাহাড়ে ঘুরে বেড়াতেন আর প্রকৃতির বিচিত্রতা উপভোগ করতেন। সংগ্রহ করতেন নানা বিচিত্র গাছ কিংবা পোকা মাকড়। আবিস্কারের অন্যতম ক্ষেত্র নাকি প্রকৃতি। সেদিন এই অজানা ফলগুলো এনে আমাকেই খেতে দিলেন। ভালোবেসে বিষ খেলেও নাকি হজম হয়ে যায়। আমি খোসা ছাড়িয়ে লেবু, লবণ দিয়ে মিক্সড করলাম।

টক আর হালকা মিষ্টির সংমিশ্রণে অদ্ভুত স্বাদ। কিন্তু মজা করে খেতে খেতে সামনে বসা মানুষটাকে দেখে ভয় পেয়ে গেলাম। তার দুই ঠোট বেয়ে রক্ত ঝরছে। আমার নিজের হাতের দিকে তাকিয়ে দেখি রক্তে একাকার। মনে হল কাউকে কামড় দিয়ে রক্ত শুষে খেয়েছে। খুব ভয় পেলাম। যত যাই হোক বিজ্ঞানীর সাথে বসবাস। তার কিছুক্ষণ পর তিনি আমাকে বুঝালেন ফলের রস সম্পর্কে। গুগল ঘেঁটে এর বৈজ্ঞানিক নাম পাওয়া গেল না। রহস্যময় এই ফলের পরিচয় অনেক রহস্য তৈরী করলো। আশা করা যায় এই ফলটি নিয়ে অনেক গবেষনা হবে। কিংবা কোথাও হচেছ।বাজারে হাজারো ফলের মাঝে ’রক্ত গোটা’ নিজস্ব পরিচয় নিয়ে মানুষের রুচিতে জায়গা করে নিবে।
উল্লেখ্য গতকাল এই ফলের সাধারন গবেষনায় দেখা যায় এই ফলে বিষাক্ত লেড বা শিষার পরিমান অনেক বেশী যা মানব দেহের জন্য ক্ষতিকর। অথচ বাজারে এই ফল অনেক দামে বিক্রি হচ্ছে।

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

পুলহ বলেছেন: মারাত্মক অবস্থা... শুনি নাই আগে।
ছবিগুলা দিয়ে খুব ভালো করেছেন।
প্লাস

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমিও প্রথম এ ফল সম্পর্কে জানলাম। পোষ্ট টা পড়ার জন্য ধন্যবাদ।

২| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



চিটাগাং'এর পাহাড় রহস্যময় যায়গা, ওখানে ফলে রক্ত থাকে; গাছে ময়না থাকে, গভীর বনে হাতী থাকে

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: চিটাগাং আসলেই রহস্যময় এবং ভয়ংকর জায়গা।

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: বাব্বাহ আপনার সাহস আছে। অজানা কিছু অথবা পরিচিতরা আগে খায়নি এমন জিনিস খেতে আমার ভয় করে।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: নতুন কিছু আবিস্কার এর মধ্যে ও আলাদা সুখ আছে।

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ফলের নাম ও চেহারা এই প্রথম শুনলাম ও দেখলাম।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমিও প্রথম দেখলাম। পোষ্ট টা পড়ার জন্য ধন্যবাদ।

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪

অন্তু নীল বলেছেন: প্রথন দর্শন।
ভালোলাগা রইল।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

৬| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই রক্তাক্ত ব্যাপার স্যাপার দেখছি!


ধন্যবাদ শেয়ারে

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই ভাই! ধন্যবাদ।

৭| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩

নিতাই চন্দ্র পাল বলেছেন: বিডি নিউজ ব্লগে আমার মন্তব্য দেওয়া আছে,এখানে আর নতুন করে মন্তব্য দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা৷ কী বলেন সন্মানীত দিদিঠাকুরানি?

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দাদা ধন্যবাদ। আশা করি ফল টা খাবেন।

৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬

শামছুল ইসলাম বলেছেন: ‘রক্ত গোটা’ নিয়ে আপনার পোস্টটা পড়ে একটা বিষয় জানা হলে, এটা ডায়াবেটিক ফল।

গবেষণা চলুক, অজানা আরো অনেক কিছু বেরিয়ে আসবে।

প্রিয়তে নিলাম।

ভাল থাকুন। সবসময়।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনিও ভাল থাকুন। ধন্যবাদ।

১০| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৬

জুন বলেছেন: গাছ এর ছবি কি দেয়া যাবে ? মারাত্মক ফল । পাহাড়ী মেয়েরা তাদের কাপড় রঙ্গে ব্যবহার করতে পারে ।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ জুন। এই গাছ খাগড়াছড়ির মহালছড়িতে পাওয়া যায়।সম্ভব হলে গাছের ছবি দিব।

১১| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: নতুন কিছু জানলাম ধন্যবাদ ।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১

কায়েশ খান বলেছেন: দারুন নাম, রক্তগোটা!

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

ভারসাম্য বলেছেন: ফলটির বৈজ্ঞানিক নাম Haematocarpus validus ।

এটি নিয়ে একটা লেখা পড়লাম এখানে। আপনার বিজ্ঞানী সাহেবকেও পড়তে দিয়েন। :D

+++

১৪| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫

ভারসাম্য বলেছেন: উপরের লিঙ্কটা কাজ করছে না মনে হয়। এটা ( Click This Link ) দেখতে পারেন।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

রমিত বলেছেন: সুন্দর লেখা দিয়েছেন। জানা ছিল না এই ফল সম্পর্কে।
অগ্রীম নববর্ষের শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমার ও জানা ছিলনা। জানলাম। তাই শেয়ার করলাম। নব বর্ষের শুভেচ্ছা।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১

প্রামানিক বলেছেন: প্রথম দেখলাম।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই আমিও প্রথম। তাই সবার কাছে শেয়ার করেছি। ধন্যবাদ।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: wow

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২১

আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,



ভালোবেসে বিষ খেলেও নাকি হজম হয়ে যায়........... দৃষ্টি কাড়লো এই বাক্যটিতে । ‘রক্ত গোটা’ ফলের রসের মতোই ভালোবাসার লাল রঙে রাঙানো ।

অঃ টঃ - তা আপনাদের ক্যাম্পাস নিয়ে যে দুশ্চিন্তা ছিলো আপনাদের, তার কিছুটা কি কেটেছে ?
শুভেচ্ছান্তে ।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই আন্তরিকতা নিয়ে পড়ার জন্য। না ভাই আতংক এখনও যায়নি। র‍্যাব,পুলিশ ডিজিএফ সবাইকে জানানো হয়েছে অফিস থেকে। আপনি আর আমি একই দেশের জানেন তো বাংলাদেশের সত্যি অবস্থা। এর মাঝেই বেচে আছি। সব কিছু চলছে নিয়মেই।।।। দোয়া করবেন। চিটাগাং সত্যি ভয়ংকর জায়গা।

১৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৫

নিয়েল হিমু বলেছেন: কুত্‍সিত একটা ফল দেখি এইটা :-<

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বিষাক্ত শিষা বা লেড আছে যা মানব দেহের জন্য ক্ষতিকর।

২০| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

২১| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৩

গোল্ডেন গ্লাইডার বলেছেন: ভয় পাইলাম আপা :-&

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভয় পাওয়ার কিছু নাই। তবে একটু অবাক সবাই হবে।

২২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: পোস্ট বেশ রক্তাক্ত !! চলচ্চিত্র জগত এর কদর করা উচিত ! গবেষণা চলুক ফলটা নিয়ে ।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: গতকাল এক সাধারন বিসিএসআইআর গবেষনাগারেরর গবেষনায় পাওয়া গেছে এই ফলে
বিষাক্ত লেড বা শিষার পরিমান অনেক বেশী যা মানব দেহের জন্য ক্ষতিকর। অথচ বাজারে অনেক দামে বিক্রি হচেছ।

২৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: রহস্যময় ফলের অনেক তথ্য জানা গেল । অনেক ধন্যবাদ । দেখুনতো নীচের ফলটি রক্ত গোটা গোত্রিয় কিনা :এর বৈজ্ঞানিক নাম Cocona Solanum sessiliflorum।

Cocona Solanum sessiliflorum
Cocona fruit is a tropical fruit found in the mountainous regions . It grows on a small shrub, and can miraculously grow from seed to fruit in less than 9 months, after which the fruit will take another 2 months to ripen. The fruit is a berry and comes in red, orange or yellow. It has a similar appearance to tomatoes, and is said to taste like a mixture between tomatoes and lemons

২৪| ১১ ই মে, ২০১৬ রাত ১২:১৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: রক্ত গোটার মতো দেখতে কিন্তু দেখেই বুঝা যাচেছ এটা
টমেটোর মতো নরম। রক্ত গোটা সুপারির মতো শক্ত বাইরের অংশ।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫২

Foe বলেছেন: ভয়ংকর মনে হচ্ছে। সাবধানতা প্রয়োজন।
ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভয়ংকর। ফলটায় অধিক লেড বা শিসা আছে যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপরও রাঙামাটিতে বিক্রি হচেছ।
পড়ার জন্য ধন্যবাদ।

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবছরও চট্টগ্রামে বিক্রি করতে দেখেছি।

না জেনে খেতে চাইনি। এর এখনতো খাওয়ার প্রশ্নই আসেনা।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমার বর ল্যাবে টেস্ট করেছিল লেড বা সীসা আছে প্রচুর এই ফলে .।কিন্তু পাহাড়িরা খায় নিয়মিত কেমনে কে জানে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.