নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

কবিতা:ফিরে দেখা

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৪




কবিতা:ফিরে দেখা
নুরুন নাহার লিলিয়ান
রচনাকাল:০২/০৩/২০০৫

ছায়া দুটি হেটে যায় পাশাপাশি
আজও
হতে পারেনা পরস্পরের মুখোমুখি
তবুও
হেটে যায় অন্ততকাল
বিবেকের চোখ আজ অন্ধ
স্বার্থপরতার রাস্তা আজ বড় বেশী প্রশস্ত
এই জায়গায় যবনিকাপাত হয়েছিল
একটি অনু্ভূতির!
একই অনু্ভূতির একটি অঙ্গীকার
ছায়া দুটি বেচেঁ আছে
তবুও
অনু্ভূতিরা মরে গেছে
অনেক গুলো জোসনার রাত অতীত
ল্যাম্পপোস্টের আলোতে ভালোবাসার নিস্পাপ চেহারা
আজ বিভৎস শকুনের মৃতদেহ।

আবারো মুখোমুখি বসে
মাঝখানে বিরাট এক ব্যবধান রেখে
ছায়া দুটি আবারো মিশে যায়
একে অন্যতে
তবুও
পুরনো স্বপ্নের ভেতর নতুন এক
অনু্ভূতির জন্ম হবে বলে।
অনাগত স্বপ্ন ছুঁয়ে যায়
নতুন অনু্ভূতির কান্নার অপেক্ষায়
তবুও।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা রেখে গেলাম আপু!

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার ভালো লাগা আমি খুব ভালোবেসেই নিয়ে নিলাম। ধন্যবাদ।

৩| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

মার্কো পোলো বলেছেন: অনেক আগে এত সুন্দর লিখতেন! আপনার প্রতিভা ছড়িয়ে দিন। আমরা প্রতীক্ষায় থাকলাম। খুব ভাল লাগলো।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মার্কো এই প্রথম আপনার মন্তব্য পেলাম।২০০৬ সালে প্রথম উপন্যাস প্রকাশ হয়েছিল। এই সমাজে নিজের প্রতিভা ছড়াতে গেলে নিজেকে হারানোর ভয় থাকে। আমি হয়তো একটু বেশি ভীতু। লেখা ছাড়া নিশ্বাস নিতে পারি না। তাই লিখি। ধন্যবাদ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫

প্রথমকথা বলেছেন:




আবারো মুখোমুখি বসে
মাঝখানে বিরাট এক ব্যবধান রেখে
ছায়া দুটি আবারো মিশে যায়
একে অন্যতে
তবুও
পুরনো স্বপ্নের ভেতর নতুন এক
অনু্ভূতির জন্ম হবে বলে।

খুব সুন্দর লিখেছেন।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: প্রিয় প্রথম কথা প্রথমেই অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.