নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

কবিতা : উপকূলের রোয়ানু।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০০




কবিতা:উপকূলের রোয়ানু।
নুরুন নাহার লিলিয়ান
রচনাকাল :২৪/০৫/২০১৬
গতকাল হঠাৎ অন্ধকারে ডুবে চিটাগাং শহর
ধংস হলো যা কিছু চোখের সামনে সুন্দর
বহমান সমুদ্র ভাসিয়ে দিলো তীর
ভেঙেগ গেল স্বপ্ন সুখের নীড়
চির চেনা প্রকৃতির বিচিত্র খেয়াল
স্রোতস্বিনী নদীতে মাঝি তুললো না পাল
কতো ছোট বড় ঘর বাড়ি উপকূল ঘেষেঁ
এলো মেলো ধংসস্তুপ মানুষ নেই পাশে
হয়তো সরকারের কানে যাবে দুদিন পর
ততোক্ষনে রোয়ানু ফিরে নিয়ে যাবে ঘর
মানবাধিকার সংস্থা আর এনজিও গুলো
তাদের হাতে প্রদ্বীপ আছে নেই কোন আলো
উপকূলের স্বপ্ন ভাঙা টিনের ঘর
মুহুর্তে ভাঙে জীবন মুহুর্তে সব পর
তবুও থামেনা উপকূলের মানুষের প্রতিদিনের জীবন
সব মেনে নিয়ে ভাঙা বেড়া জোরা দিয়ে বাঁধে সুখের বাধঁন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১০

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কোন প্রশংসা শোনার জন্য নয় ভাই। আমি তখন চিটাগাং ছিলাম। কি যে ভয়ংকর প্রকৃতি!!!

২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন: প্রকৃতির কিছু খেলায় ভাষা থাকেনা । ধন্যবাদ আপু

ভালো থাকুন।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: প্রকৃতির ধংস লীলা কি যে ভয়ংকর!!! প্রতি মুহুর্তে আমি শুধু এই পৃথিবী আর জীবনের জন্য প্রাথর্না করি।

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

ধ্রুবক আলো বলেছেন: প্রকৃতি আর মানুষের জীবন খুবই বিচিত্র
লেখা অসাধারন হইছে।।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আলোকিত মন্তব্য।

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রকৃতি শান্ত। তার বলয়ে সে বহমান।
আমরাই বিরুদ্ধাচরণ করি। সে তাণ্ডব করে।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার কথাই ঠিক। হয়তো প্রকৃতির প্রতিশোধ। ধন্যবাদ।

৬| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা।

অনেক ভালোলাগা রেখে গেলাম।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.