নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা বড়ো বর্ণচোরা। সে নানা রকম বর্ণ ধারণ করতে খুব পটু। এই রঙ হলুদ,নীল, বেগুনী কিংবা আকাশী নয়, অদৃশ্য কিছু হাজার রকম রঙের ছুড়োছুড়ি এ মনে।।ফেসবুকের: অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে

একজন অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে › বিস্তারিত পোস্টঃ

তুমি নীল শাড়ি পরে আমার অপেক্ষায় বসে থাকবে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

আবারো তোমার ওই নীল নয়না চোখে দুটোর প্রেমে পরতে চাই। ভাবনার আকাশটা আবার ছুয়ে স্বপ্নগুলো বাস্তবে রূপ দিব। আর ভালবাসার চাদরে তোমার টোল পরা মুচকি হাসিটা হৃদয়ে ধরে রাখব, কখনোবা কান পেতে রাখব তোমার কথা শুনার জন্য। আবার কখনোবা গাল পেতে দেবো তোমার ঠোঁটের ছোয়া লাগাব বলে। কোনদিন মান-আভিমান কিংবা খুনসুটিতে সময় পার করে দিয়ে বেলা শেষে তোমার মুখের ভালবাসি কথাটা শুনব। হঠাৎ কোন এক শুভ্র সকালে দুজনে মিলে সুর্যের ঘুম ভাঙা দৃশ্যটা দেখব। তখন সুর্যের সোনালী আলোটা তোমার মায়াবী চেহারায় পরবে আর সেই আলোর মাঝে যেন এক রূপকথার রাজকুমারীকে আমি খুঁজে পাব। আমি সেদিন তোমার হাতটা ধরে বলব “যাবে নাতো কখনো ছেড়ে?” দেবে কি সেই একটা সুযোগ যেই সুযোগের মাঝে আমি আবার কাপুরুষ থেকে মানুষে পরিণত হতে পারব? যে সুযোগটা দিয়েছিলে তোমাকে যেদিন প্রথম পেয়েছিলাম। যেই সুযোগের মাঝে আমি তোমার কান্নার ভাগিদ্বার হতে পারব। দেবে কি ভালবাসার পঙতিমালাগুলো আবার লিখতে যেই কবিতা গুলোর মহীয়সী নারী ছিলে তুমি? দেবে কি আবার সেই নীল নয়না চোখ দুটোর প্রেমে পরতে? কেন বলছি! কারণ তোমার শুন্যতা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আর আমি তোমার শুন্যতাকে ধরে রেখে পৃথিবী ছেড়ে যেতে চাই না, চাই তোমার শেষ নিশ্বাসের সাথে যেন আমিও শেষ হয়ে যাই। দেবে কি আবার ওই সুযোগটা যেখানে তুমি নীল শাড়ি পরে আমার অপেক্ষায় বসে থাকবে আর আমি এক গোছা চুড়ি নিয়ে আসব, আর আমার দেড়ি হওয়ায় তোমার অভিমান মাখা মন ভাঙিয়ে বলব “পাগলি তোমার জন্য চুড়ি কিনতেই দেড়ি হয়েছে”। চোখের কোণে সেদিন দু-এক ফোঁটা পানি হয়ত আসবে, আর তোমার সেই একটা সুযোগই পারবে তোমার চোখের পানিটা মুছে দেওয়ার। সেদিন চোক্ষুলজ্জা না মেনে তোমার কান্নার বেসুরো গলায় আমাকে জড়িয়ে ধরে কাঁদবে আর কতটুকু ভালবাসো সেই কথাটা বলবে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.