নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা বড়ো বর্ণচোরা। সে নানা রকম বর্ণ ধারণ করতে খুব পটু। এই রঙ হলুদ,নীল, বেগুনী কিংবা আকাশী নয়, অদৃশ্য কিছু হাজার রকম রঙের ছুড়োছুড়ি এ মনে।।ফেসবুকের: অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে

একজন অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে › বিস্তারিত পোস্টঃ

কোন মেয়ের মনের ইচ্ছাটাই হয়ত এমন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২

তোমার রাজকুমারি আজ আগের মত তোমায় কাছে পায় না। কারণ কাছে পেতে গেলে যে তোমার সান্নিধ্যের প্রয়োজন। আর সেই সুযোগের স্বাধীনতা আজ পরাধীনতায় পরিণত। যে পরাধীনতা আমাকে তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে, আর এই ক্ষতের ব্যাথ্যা শুধু আমিই পাচ্ছি। তবে একটা কথা সত্য, আমি আজোও তোমাকে খুঁজে পাই আমার জেগে থাকা স্বপ্নের মাঝে। যেখানে তুমি লাল গোলাপ আর রঙ বেরঙের চুড়ি নিয়ে আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকো। কখনো কখনো ভুলে যাই যে তুমি বাস্তব জীবন থেকে অনেক সুদূরে বাস করছো। আর এ কল্পনার মাঝে তোমাকে আবারো হাড়ানো আমার কাছে অসম্ভব। একটা কথা কি জানো, “ভুলে যাব” কথাটা বলা যতটুকু সহজ “ভুলে ফেলা” তার থেকে কঠিন বাস্তবতা। কারণ, ভুলে যেতেও যে মনে করতে হয়!! আর মনে করতেই তো তোমায় নিয়ে স্বপ্ন দেখা ছাড়া আর কিছু করার থাকে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.