নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

সূর্যোদয়ের অন্ধকারে

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪


আম্রমুকুলের মউ মউ পরে, বিশাখা নক্ষত্র জানান দিল―কাল-ঝড় আসলো ব’লে/ উন্মনা নদী পর্দা তুলে গুনগুন স্রোতে উত্তাপ গ’লে/এই মাটি হাওয়া মাঠ আলো/ পহেলা দিনে কাঁপন জাগালো―‘জমিদার গেছে বাপু; ধার-দেনা তো শোধ হয়নি অখনও !’

ধনিক বনিক হুল্লোড়ে যারা/ অন্য ভাষায় বলছে কথা/ বয়স যুবা শহরের চোখে, সূর্যোদয়ের অন্ধকারে/ জারি-সারি-পালা-যাত্রা কোথায়?/আনাচে-কানাচে গর্ত গুহায়!/ বাউল-মুর্শিদ-ভাটিয়ালি কবি গান/ সোনামাটির সোনার কৃষাণ/ মজুর, কামার, কুমার, তাঁতি, জেলে আর সার্থক জনম আমার/ মাগো, ধরার প্রবাহে শেকড় খুঁজে/ প্রাণের দুয়ারে ধুকছে কেনোও/ হাজার বছরের চিরায়ত আবহ!

সবার মুখে এ’কি শুনি-
মুখোশ পড়ে মঙ্গলধ্বনি। চাহিদা-জোগান হিসাব কষি-
আমি বাঙালি পোস্টার খুলে, থলেতে ভরেছে
লাল-সবুজের পতাকাখানি !

রাতে খেলে সকালে কি খাবি! সে চিন্তা ঘুমতে রেখে/ পান্তা ঠিকই জেগে থাকে-গো, প্রবোধ মেখে অনায়াসে/ ফ্লেভার বিহীন নিত্য-পান্থ পান্তার সাথে/ ইলিশ জুটেনি পাতের কোলে// সাদা শাড়ির লাল পাড়ে, আমার কৃষাণী স্বপ্ন দেখে/ ক্ষেতের ফসল উঠলে ঘরে/ স্বপ্ন ওঠে না সত্য হয়ে/ বোশেখ আসুক উৎসব ল’য়ে/ কৃষাণীর তৃষ্ণা ধু’য়ে/ ছুঁয়ে যাক আশা যতো শুকিয়েছে রৌদে পুড়ে।

একদিন করে প্রতিদিন দেখি/ বাঙলা বাঙালি অতীত হয়েছে/ ভিন রঙের কালি মাখি// বাঙলা যাদের জীবনসঙ্গী; তাঁরা কী আর সদ্য প্রেমে বর্ষাভেজা গন্ধ শুকে ?/ বোশেখ আসুক তীব্র হ’য়ে/ পাগলা হাওয়ায় মিছিল করে/ নাগরদোলায় চরুক সবাই/ দেখুক ক্যামন ঘূর্ণি লাগে/বোশেখ বলুক জাতের কথা/ যে জাতেরা লড়াই জানে/ এক একতায় মরতে পারে/ মাতা প্রকৃতির আঁচল ধ’রে।







(ঈষত্ সংক্ষেপিত)
০১বৈশাখ ১৪২২
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
চিত্রকর্ম: এস এম সুলতান

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আচ্ছা, আমি লক্ষ করেছি এস এম সুলতানের অনেক চিত্রকর্মে যেসব চরিত্র থাকে তাদের শরীর অনেক বলশালী বা সুঠাম হয় যেমন : কেন?

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৩

অন্ধবিন্দু বলেছেন:
“আমাদের দেশের মানুষ তো অনেক রুগ্ন, কৃষকায়। একেবারে কৃষক যে সেও খুব রোগা, তার গরু দুটো, বলদ দুটো -সেটাও রোগা…। (আমার ছবিতে তাদের বলিষ্ঠ হওয়াটা) মনের ব্যাপার। মন থেকে ওদের যেমনভাবে আমি ভালোবাসি যে আমাদের দেশের কৃষক সম্প্রদায়ইতো ব্রিটিশ সাম্রাজ্য গড়েছিলো। অর্থবিত্ত ওরাই তো যোগান দেয়। …আর এই যত জমিদার রাজা মজারাজা আমাদের দেশের কম কেউ না। সবাই তো কৃষিনির্ভর একই জাতির ছেলে। আমার অতিকায় ছবিগুলোর কৃষকের অতিকায় অতিকায় দেহটা এই প্রশ্নই জাগায় যে, ওরা কৃশ কেন ? ওরা রু্গ্ন কেন- যারা আমাদের অন্ন যোগায়। ফসল ফলায়।

আমি মানুষকে খুব বড় করে এঁকেছি, যারা অনবরত বিজি আফটার ওয়ার্ক। আমি সবসময় কৃষকদের এঁকেছি, কৃষকরা যুগ যুগ ধরে অমানবিক পরিশ্রম করে চলেছে। ওদের উপজীব্য করেই সমাজটা গড়ে উঠেছে। কিন্তু ওদের চিরকালই বিট্রে করা হয়েছে। ব্রিটিশরা করেছে, পাকিস্তানীরা করেছে, ‘৭১ এ স্বাধীনতা যুদ্ধে তাদের অনেক আশা দেয়া হয়েছিল কিন্তু দে ওয়ার বিট্রেড। এই যে একটা এক্সপ্লয়েটেশন প্রসেস, আমার ছবি তার প্রতি একটা চ্যালেঞ্জ। শোষণ করো, কিন্তু কোন মশা এদের শেষ করতে পারবে না, ব্রিটিশরা করেছে, পাকিস্তানীরা লুটেপুটে খেয়েছে, এখনো চলছে, কিন্তু এরা অমিত শক্তিধর। কৃষককে ওরা কখনো শেষ করতে পারবে না, আমার কৃষক এ রকম।


- এস এম সুলতান

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে। ++++

১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১০

অন্ধবিন্দু বলেছেন:
হুম। ভালো থাকুন, শতদ্রু একটি নদী...।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সাইলেন্ট পেইন বলেছেন: লেখা ভাল লেগেছে।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০২

অন্ধবিন্দু বলেছেন:
ভালো থাকবেন, সাইলেন্ট পেইন। শুভ কামনা।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: সাদা শাড়ির লাল পাড়ে, আমার কৃষাণী স্বপ্ন দেখে
ক্ষেতের ফসল উঠলে ঘরে। স্বপ্ন ওঠে না সত্য হয়ে।
বোশেখ আসুক উৎসব ল’য়ে। কৃষাণীর তৃষ্ণা ধু’য়ে
ছুঁয়ে যাক আশা যতো শুকিয়েছে রৌদে পুড়ে।


সুন্দর !!

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০২

অন্ধবিন্দু বলেছেন:
ভালো থাকবেন, সুমন। শুভ কামনা।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৭

কলমের কালি শেষ বলেছেন: রাতে খেলে সকালে কি খাবি ? সে চিন্তা ঘুমতে রেখে
পান্তা ঠিকই জেগে থাকে-গো, প্রবোধ মেখে অনায়াসে।
ফ্লেভার বিহীন নিত্য-পান্থ পান্তার সাথে,
ইলিশ জুটেনি পাতের কোলে।।


অসাধারণ । পুরো কবিতায় বাঙলার ঐতিহ্য ফুটে আছে । আরো ফুটে আছে হারিয়ে যাওয়ার কিছু আক্ষেপ।
++++

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,

পৃথিবীর গতির সাথে পাল্লা দিয়ে বর্তমান প্রতিক্ষণেই অতীত হচ্ছে। হারিয়ে যাওয়াটাও তারই কৌশল। তবে সবকিছু হারিয়ে দিতে যেতে দিতে নেই; আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রয়োজনেই ...

ভালো থাকুন, শুভ কামনা রইলো।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,




কিছু প্রকৃতি, কিছু মানুষ , কিছু কিছু স্বপ্ন আর তাদের ভেঙে যাওয়া , কিছু কটাক্ষ , কিছু আশা ... এইসব নিয়ে সুলতানের ছবির মতোই হৃষ্টপুষ্ট ভাবের লেখা ; মাটির গন্ধ মাখা । গন্ধ মাখা বোশেখের ও ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৭

অন্ধবিন্দু বলেছেন:
“ঐ যে কৃষক, ওদের শরীরের অ্যানাটমি আর আমাদের ফিগারের অ্যানাটমি, দুটো দুই রকম৷ ওদের মাসল যদি অতো শক্তিশালী না হয় তাহলে দেশটা দাঁড়িয়ে আছে কার উপর? ওই পেশীর ওপরেই তো আজকের টোটাল সভ্যতা৷” এস এম সুলতানের এই ইতিহাস সচেতন খাঁটি কথাগুলো কিছু কিছু করে আমার/আমাদের অস্তিত্বকেই প্রবল করে। নিজে একজন বিশ্বপাঠক বা বিশ্বনাগরিক হলেও শেকড়চ্যুত নই। বরং শেকড় ধরে এগিয়ে চলার ছন্দে সর্বজনীন হয় হৃষ্টপুষ্টতার মাত্রাখানি।

নজরুল থেকে পড়ছি-
জাগরণের লাগল ছোঁয়া মাঠে মাঠে তেপান্তরে
এমন বাদল ব্যর্থ হবে তন্দ্রা-কাতর কাহার ঘরে ?
তড়িৎ-তরা দেয় ইশারা, বজ্র হেঁকে যায় দরজায়,
জাগে আকাশ, জাগে ধরা-ধরার মানুষ কে সে ঘুমায় ?


জনাব আহমেদ জী এস,
সূর্যোদয়ে অন্ধকার নয় আলোই দেখতে চাই। যে আলোয় আমাদের ঘুম ভাঙবে নিশ্চয়ই। আপনারা আছেন যারা জেগে, তাদের সাথে গাইবো আমার ঘুম ভাঙানিয়া গান ...

৭| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭

সায়েম মুন বলেছেন: সুন্দর কবিতায় অনেক ভাললাগা!

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১১

অন্ধবিন্দু বলেছেন:
জনাব সায়েম,
কবিতা সে আপনাদের হাতেই ছেড়ে দিলুম। আমি প্রতিক্রিয়া জানাই; সমাজে বসবাসরত একজন প্রাণী(মানুষ হবার চেষ্টায়) হিসেবে। হাহ হা হা।


শুভ কামনা সতত।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১২

অন্ধবিন্দু বলেছেন:
প্রামানিক,

অনেক ভালো লাগা, অনেক উপলব্ধির সহযাত্রী হোক। শুভ কামনা।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
তাপনিয়ন্ত্রিত চার দেয়ালে কল্পঘুম ভেঙ্গে মাটির মায়ার গন্ধ ভেঁসে আসে ৷ শুনতে পাই ঐ তো পিতার লাঙ্গলের ঐকতান ৷

সুখস্মৃতি নাকি বিভ্রম ভাবতে ভাবতে কেটে যায় সারাক্ষণ ৷ মঙ্গল হোক ঘামার্ত দশভূঁজা কৃষাণের ৷

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
জনাব জাহাঙ্গীর.আলম,
লাঙ্গলের ঐকতান ধরেই আজকের তাপনিয়ন্ত্রিত। অস্বীকার করা অসম্ভব। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ! মাটির মায়ার গন্ধে দায় কি কেবল পিতার-ই থেকে যাবে ? আগামীর পিতারা যেনও সে প্রশ্নটি ভুলে না-যায়, কামনা করি।

বিভ্রমে পড়েছি আমিও মানি। তবে সুখস্মৃতি আড়াল করে কাঙাল হতে চাইনে। আশায় বাঁধি ঘামার্ত ক্ষণগুলো; সুদিন ছিলো থাকবে বিশ্বাস করি।

শুভ কামনা রইলো। এবং কলমযুদ্ধে সংগ্রাম-মুখর থাকার অনুরোধ।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০

মাহমুদ০০৭ বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।
ভাল থাকবেন ভাই

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪২

অন্ধবিন্দু বলেছেন:
মাহমুদ,
ভাল লাগা অথবা না-লাগা উপলব্ধির শুদ্ধতাকে অম্লান রাখুক, কামনা করি। শুভ কামনা সতত।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৪

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো কবিতা ।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
ভালো থাকুন, জনাব তাহসিনুল। শুভ কামনা রইলো।

১২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩৯

জেন রসি বলেছেন: ভালো লেগেছে :)

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৩

অন্ধবিন্দু বলেছেন:
জেন রসি,

ভালো থাকুন তবে। আমার শুভ কামনা।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: কি পেইন্টিং! আর কি লেখা!! মুগ্ধ করল দুটোই।

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
ওহে প্রোফেসর শঙ্কু,

এই মুগ্ধতা বেঁচে থাকুক দুর্নিবার আকর্ষণ নিয়ে ...

ভালো থাকুন আপনি। শুভ কামনা।

১৪| ০১ লা মে, ২০১৫ রাত ৯:৫৮

দীপংকর চন্দ বলেছেন: সাদা শাড়ির লাল পাড়ে, আমার কৃষাণী স্বপ্ন দেখে
ক্ষেতের ফসল উঠলে ঘরে। স্বপ্ন ওঠে না সত্য হয়ে।


আমাদের সমাজকাঠামোর উন্নয়নের জন্য প্রাকৃত স্বপ্নগুলো সত্যি হয়ে ওঠা প্রয়োজন প্রকৃতপক্ষে!!!

হয়তো একদিন হবেও তা কোন এক সূর্যোদয়ে!!

যে সূর্যোদয়ে অন্ধকার নয় আলোই দেখতে চাই। যে আলোয় আমাদের ঘুম ভাঙবে নিশ্চয়ই।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০২ রা মে, ২০১৫ রাত ১২:২২

অন্ধবিন্দু বলেছেন:
প্রতিটি সূর্যোদয়ে এবং তার অন্ধকারে ভাল থাকা ও রাখার চেষ্টায় শুভ কামনা জানলেম, দীপংকর। আশা ও স্বপ্নে আপনাদের পাশে থাকতে চাই।

১৫| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: এসএম সুলতানের ছবি সবসময় তেজী চেহারায় আঁকা। ছবি এবং লেখা খুবই ভাল লাগল। ধন্যবাদ

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩২

অন্ধবিন্দু বলেছেন: শুভেচ্ছা নিবেন, জনাব।

ভালো থাকুন।

১৬| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:০২

অন্ধবিন্দু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, এহসান সাবির।
আপনার মঙ্গল কামনায় অন্ধবিন্দু।

১৭| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৩

জুন বলেছেন: ভলোলাগলো আম্রমুকুলের মৌ মৌ কবিতা অন্ধবিন্দু
+

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৬

অন্ধবিন্দু বলেছেন: আশা করছি আপনি ভালো আছেন, জুন। আপনার ভালোলাগা চেতনায় রাখলুম।
শুভ কামনা।

১৮| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:২৬

গোর্কি বলেছেন:
প্রত্যুষে জগৎ রাজা হয় আর অন্ধকারে মুখোশধারীরা রাজা হয়। কবিতায় দ্বন্দ্ব ও প্রকৃতির চিত্র সুনিপুণভাবে ফুটে উঠেছে।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৭

অন্ধবিন্দু বলেছেন: প্রত্যুষে জগৎ রাজা হয় আর অন্ধকারে মুখোশধারীরা রাজা হয়

অস্বীকার করিনে, মুখোশ পড়ে আছি যে আমিও ! ...

ভালো থাকুন জনাব।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালো লাগা।

শুভ কামনা।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪১

অন্ধবিন্দু বলেছেন: “যে আছে আলোয়, আছে তার রাতে ফেরার সম্ভাবনা
আছে যে আধাঁরে, তার সামনেই উজ্জ্বল আলোময়
ফুটে উঠবার অপেক্ষা নিয়ে রয়েছে রোদের কণা”


ভালো থাকবেন, এহসানি সাবির।

২০| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৮

এহসান সাবির বলেছেন: নতুন পোস্ট কই?

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৫

অন্ধবিন্দু বলেছেন: জনাব,
পাঠক থাকাই ভালো। লেখেলেখি পারি নে গো ...

২১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২২

অন্ধবিন্দু বলেছেন: ভালো থাকুন, সেলিম আনোয়ার।
শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.