নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

আমার অস্তিত্ববাদ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩


আমার অস্তিত্ববাদ―
দীর্ঘদেহী দীর্ঘশ্বাসের মুঠো মুঠো অভিশাপ
অতীত হতে জন্মিয়া ফের সস্তায় বিকোবার

বধির ইচ্ছার পঙ্গু পদে বস্তুগত বসবাস
পরস্পরে অনুভূত হয় হিম গন্ধে
হেমলকেরও পিপাসিত দাস।

কেননা সবার অগোচরে গাঁথা সুচতুর কৌশল
প্রলুব্ধকারী ব্যাখ্যাতে সব অসম্ভবও সম্ভব
প্রবর্তিত প্রতিটি প্রশ্নে উন্নত মিথ্যাচার
আওড়ে গিয়েছে অজস্র কণায়;
ম্যাপল পাতায় ব্যথিত-বিষাক্ত সে লাল।।

আমার অস্তিত্ববাদ―
উদাহরণ টেনে যাচ্ছে কষে চতুষ্কোণ বিশ্বাস
চিন্তারাজির মরীচিকায় অজ্ঞাতের আহ্বান।।
আরো নিচে ফুরিয়ে যায় তেজস্ক্রিয় আভা
মাপক দেহের যাত্রাপথে ওজন বিস্তর
উবে যায় ক্রমের সহ্যসীমা...

যেভাবে,
মাছিগুলো নিবেদিত ছেঁড়া কাঁথায়, মজ্জা, মাংসে
বিরান ঝিলের তলে, তছনছ করে এপাশ ওপাশ
উত্তপ্ত আলিঙ্গনে। সুযোগ পেয়েই কালো কাক
টা জানিয়ে যায় খবর, খুব করে হাতের রেখায়
মৃত্যু মাতাল কবর- মিলতে চায় মেলাতে চায়
সাধ্য ছাড়া জীবন। এই মানুষের সারাবেলা
চিমটা দিয়ে চলে, দৃশ্যাবলীর ব্যবচ্ছেদে
দরদালানের আলাপ, কাহারবা নিজের
আড়াল, দু-হাত সেঁটে চুপিচুপি
আসবে ফিরে বাড়ি―

লেপটে থাকা মুখোশটা যে লেপটে গেছে আরো
চেনা-জানা চারিদিকের জোয়ারটা সামলানো।
গুছিয়ে রাখা নিঃশ্বাসে হায় কতটুকুই খোয়াব
ভিড় করে ছিন্নস্মৃতি ও ঢিমেতালের আওয়াজ
এসব ভেবে মগজে তার ভীষণরকম বিপাক
তারপরেতে পাশ কাটিয়ে খুলে যাবে কপাট।
গাছগাছালি সাক্ষী র’বে, বোবা বাতাস
দেখবে ফিরে, প্রাণ লুটাতে অতিথি
কার, আরও একটি রাত !

ততক্ষণে উঠবে জেগে আমার সত্তাবাদ
অতীত হতে জন্মিয়া ফের সস্তায় বিকোবার।





০৪ আশ্বিন ১৪২২
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আর ততক্ষণে উঠবে জেগে আমার অস্তিত্ববাদ
অতীত হতে জন্মিয়া ফের সস্তায় বিকোবার।

সুন্দর +

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

অন্ধবিন্দু বলেছেন: শুভ কামনা রইলো।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,




পঞ্চম স্তবকটি ভালো লেগেছে এর অদুরগম্যতার কারনে ।

তবে ---

অস্তিত্ববাদ― নহে অভিশাপ
নহে সস্তায় বিকোবার,
সবল পুরুষ নাশিয়া যতো পাপ
অস্তিত্বকে জানায় দূর্বার ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

অন্ধবিন্দু বলেছেন: বিশ্বাস করুন এবং কর্মে তাহার প্রকাশ ঘটুক। শুভ কামনা রইলো, আহমেদ জী এস।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

গেম চেঞ্জার বলেছেন: ( চমৎকার কাব্য । দুর্বোধ্যও বটে ।
++নিন সাথে এই কাব্য কমেন্ট )



চিন্তা উপত্যকার সপ্তবলয়ের শেষ পাকে আমি মুখ থুবড়ে পড়ে আছি
মৃত্যুর পাখিরা পেখমহীন মস্তক নিচের দিকে করে দিচ্ছে ভয়ানক চিৎকার ।
কান ঝালাপালা হয়ে গেছে । আর নয় । আর নয় টর্চার ।
আঁধার ধেয়ে আসছে, ধীরে, বেশ ধীরে, পশ্চিমের শেষ আলোর রেখাটা এখনও দেখছি ।
পুর্বের আকাশ বোধহয় আজ মৃত্যু নিহারীকাকে অসীম থেকে নিয়ে আসবে আমার মস্তকের ওপর ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৬

অন্ধবিন্দু বলেছেন: আশা রাখুন, ভালোবাসুন যত সুন্দরে ...
শুভ কামনা, গেম চেঞ্জার।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৫

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

অন্ধবিন্দু বলেছেন:
সুন্দরের জয় হোক। ভালো থাকুন, মহান অতন্দ্র।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

আমিই মিসির আলী বলেছেন: চমৎকৃত হইলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

অন্ধবিন্দু বলেছেন: তাই ! বেশ তবে। আমি আনন্দিত হলেম।

শুভ কামনা।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার কবিতা পেলাম।

পড়ে গেলাম। আমার মতো সাধারণ পাঠকের আছে, একটু দুরূহ বটে !

ভালো লাগা রইলো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

অন্ধবিন্দু বলেছেন: শরৎচন্দ্র বলছেন- “মানুষের মন ছাড়া ত সাহিত্যের দাঁড়াবার জায়গা নেই। মানব চিত্তেই ত তার আশ্রয়, তার সকল ঐশ্বর্য বিকশিত হয়ে উঠে।” আমি এখানটাতে সাধারণ-অসাধারণ বুঝতে চাইনে, আমি কেবল মানুষ বুঝি। যা কিছু আজ দুরূহ, সামনের সময়টাতে দেখবেন সয়ে গেছে আপনার ভাবনায় ... ভালো থাকবেন জনাব সুমন। সত্য ও সুন্দরের আরাধনায় থাকবেন।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো। কেমন আছেন। ভালো আশা করি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২

অন্ধবিন্দু বলেছেন: জনাব হানিফ,
এককভাবে ত ভালোই আছি। আলহামদুলিল্লাহ। তবে সকলে অথাৎ দেশ-জাতি-সমাজ আমরা ভালো আছি কী ! উত্তরটি আমাকে ভালো থাকতে দিচ্ছে না ... ভালোলাগা যতন করে রাখলুম আর প্রার্থনা করি, আপনিও ভালো থাকুন।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

কলমের কালি শেষ বলেছেন: বেশ লেগেছে কবিতায় ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

অন্ধবিন্দু বলেছেন: যেথায় লেগেছে, আশা করি সেথায় জাগরণ ঘটবে আপনার অস্তিত্ববাদের। শুভ কামনা রইলো।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: বুঝতে বেগ পেতে হচ্ছে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

অন্ধবিন্দু বলেছেন: আপনার আন্তরিকতায় ভালোলাগা রইলো।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৭

মাহমুদ০০৭ বলেছেন: কবিতার দেহ বাস্তবতা থেকে গড়া ।
আর ততক্ষণে উঠবে জেগে আমার অস্তিত্ববাদ
অতীত হতে জন্মিয়া ফের সস্তায় বিকোবার।
এর পর আর বলার কি আছে ।
কবিতার গুমোট ভাবটা ভাল লাগছে ।
ভাল থাকবেন ,

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

অন্ধবিন্দু বলেছেন: জনাব মাহমুদ,
বাস্তবতা থেকে মুখ ফেরাতে পারি নে। পারি নে ফেরাতে তাই-

‍‍‍"একটি মায়ের চোখ থেকে
করুণ প্লাবন মুছে যেতে না যেতেই
আরেক মায়ের চোখ শ্রাবণের অঝোরে আকাশ হ’য়ে যায়।
একটি বধূর
সংসার উজাড়-করা হাহাকার থামতে না থামতেই, হায়,
আরেক বধূর বুক খাঁ-খাঁ গোরস্থান হ’য়ে যায়,
একটি পিতার হাত থেকে কবরের কাঁচা মাটি
ঝ’রে পড়তে না পড়তেই
আরেক পিতার বুক-শূন্য-করা গুলিবিদ্ধ সন্তানের লাশ
নেমে যায় নীরন্ধ্র কবরে।"

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
দৃশ্যমৃত্যু/অন্তঃসারশূন্যতার আত্মপ্রতিকৃতি ৷বহুবচনে সমৃদ্ধি হোক ৷

........................................................................
এখন প্রাচীন ভগ্নস্তুপের নিচ থেকে বেড়িয়ে এসে
ফিনিক্স পাখি মেলে দেয় তার বিক্ষুব্ধ ডানা
পাথর ছুড়ে ছুড়ে ক্ষতবিক্ষত হাত,
এখন জাগ্রত ফসলে ডুবে যায় .......................দুপুর/ ইংগেবর্গ বাখমান

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

অন্ধবিন্দু বলেছেন: জনাব জাহাঙ্গীর আলম,

নেত্রপাতে ভর করেছে অন্তঃসারশূন্যতা। অথবা হতে পারে আমি একলাই ডুবছি ওতে। আমার কী সাহস আছে বলবো- জগতটাকে অন্তঃসারশূন্য করা হচ্ছে কোনো এক সোনার হরিণ সন্ধানে ...; নেই।

বাখমান থেকে যা আহরণ করলেন। সত্যি আপনার সাহিত্যপ্রেম-বোধ বেশ জানাশুনা, এবং ঊর্ধ্বে বিকশিত। ভালো থাকবেন।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য। অনেক ভাল লাগল। ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

অন্ধবিন্দু বলেছেন: আপনাকেও ধন্যবাদ, জনাব। ভালো থাকুন সমস্তটাই।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯

পরী আন্টি বলেছেন: অনেক সুন্দর ভাইয়ামনি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

অন্ধবিন্দু বলেছেন: সুন্দর বেঁচে থাকুক মানবহৃদয়ে, অনেক অনেক সুন্দর হয়ে। শুভ কামনা রইলো।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

পরী আন্টি বলেছেন: ভাইয়া তুমি কি আইনজীবী নাকি?বলো তো কেনো জিজ্ঞেস করলাম?উত্তর দিতে পারলে তোমাকে পরীর দেশে দাওয়াত দেওয়া হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

অন্ধবিন্দু বলেছেন: কী উত্তর দেয়া যায় ভাবতে ভাবতে উত্তরটিই ভুলে গেলুম। হাহ হাহ হা।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৯

সায়েদা সোহেলী বলেছেন: " আমার অস্তিত্ববাদ―
দীর্ঘদেহী দীর্ঘশ্বাসের মুঠো মুঠো অভিশাপ
অতীত হতে জন্মিয়া ফের সস্তায় বিকোবার

বধির ইচ্ছার পঙ্গু পদে বস্তুগত বসবাস
পরস্পরে অনুভূত হয় হিম গন্ধে
হেমলকেরও পিপাসিত দাস।

-----এখানেই যেন বলা হয়ে যায় জীবনের সবটা ।

অযাচিত বাস্তবতার দুর্বোধ্য প্রকাশ কবিতায় , সবটুকু পুরোপুরি বুঝতে না পারলেও ভালো লেগেছে । আপনি অনেক ভালো লিখেন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

অন্ধবিন্দু বলেছেন:
বহুদিন বাদে আপনার কথা শুনলেম। আশা করছি ভালো আছেন আপনি। আমার সামান্য লেখাতে আপনার অভিজ্ঞ পাঠক-দৃষ্টি পড়ল বলেই না প্রকাশটুকো করতে পারলেম। সবটুকুই বুঝতে পেরেছেন, হয়তবা যাপনের ভিন্নতায় দুর্বোধ্য লাগল কিছু অংশ।

কৃতজ্ঞতা নিবেন। ভালো থাকবেন। আসসালামু-আলাইকুম।

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আর ততক্ষণে উঠবে জেগে আমার অস্তিত্ববাদ
অতীত হতে জন্মিয়া ফের সস্তায় বিকোবার।


দারুণ লাগল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
বঙ্গভূমির রঙ্গমেলায়,

বিকোতে চাই নে, বিকশিত হতে চাই ...

শুভ কামনা।

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

জুন বলেছেন: আরো বিকশিত হোন, যা চেয়েছেন আগের মন্তব্যে। মনবাসনা পুর্ন হোক এই কামনায় ।
ভালোলাগা
+

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

অন্ধবিন্দু বলেছেন:
আপনার এ সুন্দর কামনা পরিভাষা পাক বিশ্বের কোটি কোটি মানুষে। মানব সভ্যতা ও তার অস্তিত্বের গভীর বোধ ও বিশ্বাসে সুস্নিগ্ধ হোক বিকাশের দুর্বার অগ্রযাত্রা। জয় হোক প্রগতির মানবিক অনুভূতি...

অনেক ভালো থাকুন। আসসালামু-আলাইকুম।

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২

নেক্সাস বলেছেন: বধির ইচ্ছার পঙ্গু পদে বস্তুগত বসবাস
পরস্পরে অনুভূত হয় হিম গন্ধে
হেমলকেরও পিপাসিত দাস।


এমন কবিতা কবে লিখতে পারবো?

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
জনাব,
বড় কঠিন প্রশ্ন করলেন। আমি লজ্জায় পড়লাম।

সাধারণ মানুষ আমরা সাধারণ দু-চারটে কথা বলি। কবিতা আদৌ হয় কিনে কে জানে ...

শুভ কামনা রইলো।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: সবটাই ভাল লেগেছে:D:D:D:D:D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

অন্ধবিন্দু বলেছেন:
দেবজ্যোতিকাজল,
জেনে প্রীত হলেম। অনেক ভালো থাকুন। শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.