নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

মেড ইন ভালবাসা

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২


গোটা ছবিটায় রইবে সীমান্ত
তারও দূরে চৈত্র এসে দাঁড়ালে
মেঘেদের বাহু অজান্তেই জড়ালে
পাশে রেখো শস্যখেত-গেরস্থালি,
প্রিয় মানুষের অশ্রু-মুছে অবিকল,
বাক্যহীনা গাভীটির ঢ্যাবঢ্যাবে চোখ,
ছোট ছোট ঘাম, চুরমার ক’রে দরদাম,
ধানি মরিচের টালে ঘর বেঁধো উইপোকার!
অঢেল সবুজে নিয়ো চোরাপাথরের মাতলামি
বটবৃক্ষ প্রাণের উতলা ঘ্রাণে উড়ুক শীতল পাটি।
বালু-বিবরে; আলুথালু করো লোকালয়ের সকাল!

ক্যানভাস ঠাঁসা
অনেক হিসেব-নিকেশ, ভুল করেও
আমায় এঁকো না-কো, কোনও রঙে।
দেখুক সবাই, যা আঁকে নি তুলি আনাচে
কানাচে। যেন সব চেনা লাগে, তবু
এ-ছবিতে কেউ না দেখে—
যা আঁকড়ে ধরেছি ফোঁটায় ফোঁটায়;
যার চিত্রিত ভাষা কল্পজগতে মেলল পাখা—

ক’টি প্রবাল ক্রোধে সোনার কলস পড়ুক খসে,
কেবল দু’হাত ছেড়ে চুপটি করে নড়লো কিছু;
আড়াআড়ি দাগগুলোতে ঘুড়ির মতন, ইতস্তত।
বাসতে ভালো রাখাল-বাঁশি আসল ছুটে, তীক্ষ্ণ-
আলোয়। সেও তরুণ প্রেমে বুনতে থাকে
ব্যাকুলতা, ক্ষণিক প্রহর তোমায় ভেবে।

—না হয় ভালবেসো
আড়ি পেতে হৃদয়ে হৃদয়, যৎসামান্য।

—না হয়
আড়াল থেকে তাড়িয়ে দিও প্রতিধ্বনি অগণিত

—না হয়
বোতাম ঘরে মলিন থাকুক কাকতাড়ুয়ার উপস্থিতি,
পোড়া মাটির অধর চুমে ভেংচি কেটো, চক-খড়ির।

ভালোবেসে প্রতি টানের দিক অবধি—
মাঝ-দুপুরে তৃষ্ণা বুকে পথিকটারে ছায়াও দিও,
ইচ্ছে হলে তৃণের ডগায় কিরণ মেখো ইকটুখানি।।





(ঈষত্ সংক্ষেপিত)
০৭ আশ্বিন ১৪২২
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: না হয় চরণগুলো বেশি ভাল লেগেছে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
জেনে আনন্দিত, কথাকথিকেথিকথন। আমার শুভেচ্ছা জানবেন।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
আপনার ছড়া পড়ে খুব আনন্দ পাই, প্রামানিক। ভালো লাগা দিতে পেরে আনন্দিত হলেম।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগলো।সুন্দর কবিতা

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

অন্ধবিন্দু বলেছেন: জেনে আনন্দিত, রুদ্র জাহেদ। আমার শুভেচ্ছা জানবেন।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

সুমন কর বলেছেন: নিয়মিত হচ্ছেন বলে, ভালো লাগল।

কবিতায় ভালো লাগা রইলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

অন্ধবিন্দু বলেছেন: এমনিতেই বিচ্ছিন্ন আমি; সময়ের সাথে সবসময় পেরে ওঠা হয় না। এখন আছি আবার নাই। কখনো অন্যকোথাও ... জগতটা অনেক বড়, হারিয়ে যাই। হাহ হাহ হা। সাথে আছেন, ভালো লাগে। শুভ কামনা জানাই।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩০

ঢাকাবাসী বলেছেন: সুন্দর শব্দ দিয়ে সাজানো সুন্দর কবিতা। ভাল লাগল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

অন্ধবিন্দু বলেছেন: কৃতজ্ঞতা পাঠকের সুন্দর দৃষ্টির প্রতি।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!!!

সুমন করের মন্তব্যের জবাবে বলেছেন,

এমনিতেই বিচ্ছিন্ন আমি; সময়ের সাথে সবসময় পেরে ওঠা হয় না। এখন আছি আবার নাই। কখনো অন্যকোথাও ... জগতটা অনেক বড়, হারিয়ে যাই।

আপনি কবি। অবশ্যই জানেন, 'হারিয়ে যাওয়া' নিজেই একটি বিদ্রোহী কবিতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

অন্ধবিন্দু বলেছেন:
অভাজনেরে কবি বললেন, কাল্পনিক ভালোবাসা। এ আপনার বিনয়। কোঅকারেন্স রেস্ট্রিকশন ধ’রে কবিত্ব কী আর আমার মত মূর্খের সাথে যেতে পারে। হাহ হাহা। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথাটা খুব মনে করছি- “কবিতাকে মন্ত্র করার নিয়ম/ শিখতে আমার বয়েস গেল।”

হৃদয় বিকল হতে থাকলে হারিয়ে যাবার ছল আকাঙ্ক্ষিত, It deals too much. ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ একাধিক।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।


ভাল লাগল খুব।

অাগাম ঈদ মোবারক।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

অন্ধবিন্দু বলেছেন:
জেনে খুশি হলেম আমিও। আমার পক্ষ থেকেও অাগাম ঈদ মোবারক। প্রার্থনা করি- খুব ভালো থাকুন।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

দীপংকর চন্দ বলেছেন: —না হয়
বোতাম ঘরে মলিন থাকুক কাকতাড়ুয়ার উপস্থিতি


অদ্ভুত সুন্দর!!!

গোটা ছবিটায় রইবে সীমান্ত
তারও দূরে চৈত্র এসে দাঁড়ালে
মেঘেদের বাহু অজান্তেই জড়ালে
পাশে রেখো শস্যখেত,গেরস্থালি,
প্রিয় মানুষের অশ্রু-মুছে অবিকল,
বাক্যহীনা গাভীটির ঢ্যাবঢ্যাবে চোখ
ছোট ছোট ঘাম,চুরমার ক’রে ঝংকার
ধানি মরিচের টালে ঘর বেঁধো উইপোকার !


অসাধারণ চিত্রকল্প!!

মুগ্ধপাঠ এবং মুগ্ধপাঠ সর্বোপরি!!!

অনিঃশেষ শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

অন্ধবিন্দু বলেছেন: জনাব দীপংকর চন্দ,

সামান্য লিখাখানি আপনার সুক্ষ ভাললাগার আস্বাদ পেয়ে যতটা প্রাণবন্ত হলো; তাতে আমার অনেক ভালবাসা রইলো। আমি একটা গল্প বলতে চেয়েছিলুম, আশা করছি আপনি তার শ্রোতা/দর্শক হতে পেরেছেন। কারন কবিরাই পারে যে !

আপনিও অনেক ভালো থাকবেন। সৃজনের প্রতিটি শুভলগ্ন আপনার অতিথি হোক।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

শায়মা বলেছেন: এ্যবস্ট্রাক্ট ভালোবাসা!:)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

অন্ধবিন্দু বলেছেন:
সামটাইমস ইট ইজ। আমাদের চোখ সব রহস্য ভেদ করতে পারে না তাই ...

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।

শুধু চোখ দিয়ে সব রহস্য ভেদ করা যায় না!

ঈদ মোবারক। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

অন্ধবিন্দু বলেছেন:
ঈদের শুভেচ্ছা, জেন রসি ! ভালো আছেন আশা করছি। হুম, যদি যেতো তবে নিরস হতো দৃষ্টির সকল গভীরতা ! তাই না !
ভালো থাকুন। পরিবার-পরিজন-প্রতিবেশী নিয়ে একটা চমৎকার ঈদ হোক আপনার, কামনা করছি।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

অন্ধবিন্দু বলেছেন:
কৃতজ্ঞতা, এহসান সাবির।
ঈদ শুভেচ্ছা।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: সংক্ষেপিত!! পুরোটা পড়তে চাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০

অন্ধবিন্দু বলেছেন: ছেঁড়া পাতায় কিছু কথা একলাই থেকে যাক ...
আন্তরিক মন্তব্যে ভালোলাগা রইলো।।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

অন্ধবিন্দু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ! অনেক ভালো থাকা হোক।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০

অন্ধবিন্দু বলেছেন:
ভালোলাগা জেনে আনন্দিত হলেম। অনেক অনেক ভালো থাকুন।
শুভ কামনা সতত।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫১

ধূর্ত উঁই বলেছেন: ভাল লাগলো +

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০২

অন্ধবিন্দু বলেছেন:
জেনে আনন্দিত হলেম। আমার শুভেচ্ছা জানবেন।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: অদ্ভুত ভাল লাগা কাজ করল। মনে হল গ্রামে বসে প্রেমিকা কে আবেগময় ডায়লগ দিচ্ছি। দারুন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

অন্ধবিন্দু বলেছেন:
অদ্ভুত ভাল লাগা দিতে পেরে আমিও ভালোলাগা পেলেম, ভ্রমরের ডানা। আপনার মনের মধ্যে যে গ্রামের দৃশ্যটি আপনাকে আবেগআপ্লুত করছিলো। তাকে বাঁচিয়ে রাখবেন এই কামনায় অন্ধবিন্দু।

ভালো থাকুন। সুন্দর থাকুন।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,



এতোদিন পরে একটা দারুন চিত্রকল্প নিয়ে সাদা ক্যানভাসের কবিতা লিখলেন ।
যাতে পাঠক তার মনমতো ছবি এঁকে যাবেন মনের ইজেলের রং দিয়ে । যদিও লিখেছেন --
অনেক হিসেব-নিকেশ,ভুল করেও
আমায় এঁকো না-কো, কোনও রঙে।
এতো সাদা ক্যানভাসের কবির মেড-ইন-ভালোবাসার অভিমান । পাঠকেরা "মেড এজ ভালোবাসা " দিয়ে আবাহন করে যাবেন কবিকে , সে তো আপনিই মনে করিয়ে দিয়েছেন এখানে -
মাঝ-দুপুরে তৃষ্ণা বুকে পথিকটারে ছায়াও দিও ..........

অনেক ...অনেক....অনেক সুন্দর ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
সামান্য অভাজন লিখাটিকে অনেক ভালবাসা দিলেন, আহমেদ জী এস। বাচ্চারা আইসক্রিম খেতে পছন্দ করে, কিশোর থেকে যুবা টক-জাল-মিষ্টি, বুড়োদের চিন্তা সুস্থ থাকা যাবে তো ! মধ্যবয়সধারীদের আনতে হয় ভারসাম্য। কার মুখে কখন কি স্বাদ লেগে যায়; বলা অসম্ভব তবুও।

আমি কবি নই, নই লেখক। তাই ক্যানভাসে আমার কোনও রঙ নেই ... হাহ হাহ হা।

শুভেচ্ছা রাখছি।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: ছবির কবিতাটি দারুন। এক কথায় আহমেদ জী এস ভায়ের ভাষায় চিত্রকল্প। দারুন লাগলো। শুভকামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

অন্ধবিন্দু বলেছেন:
সাহিত্যে চিত্রকল্প না থাকলে সেটা তো পত্রিকার প্রথম-পাতা হয়ে যাবে ! তাই না ? আহমেদ জী এস কে দেয়া উত্তরটি দেখতে পারেন, আমি ময়ূরাক্ষী। আপনার ভালোলাগা ও শুভ কামনায় আনন্দিত হলেম।

ভালো থাকুন। চমৎকার থাকুন।

১৯| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫

জুন বলেছেন: বোতাম ঘরে মলিন থাকুক কাকতাড়ুয়ার উপস্থিতি
তবু পোড়া মাটির অধর চুমে ভেংচি কেটো, চক-খড়ির


এই রকম কাক তাড়ুয়া অন্ধ বিন্দু ? সুযোগ পেয়ে এই মাত্র আকলাম আপনার সাদা ক্যনভাসে :) দেখেন্তো ঠিক ঠিক হলো কি না ?


০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
ঠিক-বেঠিকের প্রশ্ন নয় বরং আমার সামান্য শব্দ-বাক্যের সাধারণ দৃশ্যটি আপনার মনন-সৃজনে সন্ধি করে যা এঁকেছে এই কৃত্রিম ক্যানভাসের প্রতিটি ডটে; আমি মুগ্ধ হলেম। আপনার অভিজ্ঞ অন্তর-মস্তিষ্কের খানিক পলক এখানে রাখলেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি।








আপনার সবরকম মঙ্গল হোক। শুভ কামনা।

২০| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

রোদেলা বলেছেন: ভালোবেসে প্রতি টানের দিক অবধি;
মাঝ-দুপুরে তৃষ্ণা বুকে পথিকটারে ছায়াও দিও,
ইচ্ছে হলে তৃণের ডগায় কিরণ মেখো ইকটুখানি।।-------------------

ভালো লাগা

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২৩

অন্ধবিন্দু বলেছেন:
ভালোলাগা জেনে আনন্দিত হলেম। অনেক অনেক ভালো থাকুন।
শুভ কামনা সতত।

২১| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন কবির সাথে পরিচিত হলাম ।

০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
জনাব,

কবি ডাকে আমাকেও শরমিন্দা করলেন। কবিত্ব শক্তির কোনও উপাদানই আমার কলমে নাই হয়তো।
লিখি কিছু কথা আমার মতো করে ...

শুভ কামনা রইলো।

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২

পটল বলেছেন: ফ্রেমবন্দী করে ভালোবাসার সব আটকে রাখতে পারলে ভালোই হতো।

+

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

অন্ধবিন্দু বলেছেন:
হুম! মন্দ বলেন নি। অবশ্য চেষ্টাও কিন্তু হচ্ছে। তবে হৃদয়ই তার উপযুক্ত ফ্রেম!
অনেক অনেক ভালো থাকুন।
শুভ কামনা রইলো।

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫

নেক্সাস বলেছেন: না হয়
বোতাম ঘরে মলিন থাকুক কাকতাড়ুয়ার উপস্থিতি
তবু পোড়া মাটির অধর চুমে ভেংচি কেটো, চক-খড়ির

ভালোবেসে প্রতি টানের দিক অবধি;
মাঝ-দুপুরে তৃষ্ণা বুকে পথিকটারে ছায়াও দিও,
ইচ্ছে হলে তৃণের ডগায় কিরণ মেখো ইকটুখানি।।

দারুন

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
ভালোলাগা জেনে আনন্দিত হলেম। ভালো থাকুন অনেক।

শুভ কামনা।

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর কবিতা। ৫ম ভালোলাগা রইলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

অন্ধবিন্দু বলেছেন:
আমিও ভালোলাগা জানালেম। আপনারা সুন্দর করে পড়েন বলেই সুন্দর হয় তা।

শুভ কামনা রইলো। অনেক অনেক ভালো থাকুন।

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২

অবচেতনমন বলেছেন: —না হয়
বোতাম ঘরে মলিন থাকুক কাকতাড়ুয়ার উপস্থিতি
তবু পোড়া মাটির অধর চুমে ভেংচি কেটো, চক-খড়ির

ভালবাসা মিশ্র এলোমেলো ছন্দের অসাধারন মিতালী, বেশ লাগলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

অন্ধবিন্দু বলেছেন:
ছন্দে মন রাখার জন্য বিশেষ ধন্যবাদ, অবচেতনমন। ভালবাসা ভাললাগায় আপনার প্রতিক্ষণ সুন্দর হোক। আমার শুভ কামনা রইলো।

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

পটল বলেছেন:
কি আর করা। চেষ্টাই সম্বল। সাথে বালিশ, কম্বল। কৈ যায় দেখা যাক ফ্রেম :D ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:২০

অন্ধবিন্দু বলেছেন:
হাহ হা। কোথায় আর যাবে, বালিশ-কম্বলের সাথেই থাকবে।

২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

পটল বলেছেন: খালি ফ্রেমে বালিশ, কম্বল সব কিছু ঠিকমতো আঁটলেই হইলঅ। :P :D

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
বালিশ, কম্বল, ভালোবাসা সব দরকার
তাই মস্তবড় একটা ফ্রেম দরকার



ভালো থাকুন, পটল।

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪

পটল বলেছেন: ঐটাই ভালো। বড় দেইখা এক্টা খুঁজেন ;) ভালো থাকেন, সুস্থ থাকেন। :)

২৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

রমিত বলেছেন: মনযোগ দিয়ে পড়লাম। খুব সুন্দর কবিতা লিখেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

অন্ধবিন্দু বলেছেন:
মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ, রমিত। অনেক অনেক ভালো থাকুন।

শুভ কামনা রইলো।

৩০| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৮

তাশমিন নূর বলেছেন: অনবদ্য। জীবন ভালোবাসায় পরিপূর্ণ হোক।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭

অন্ধবিন্দু বলেছেন:
ভালোলাগা জেনে আনন্দিত হলেম। তাই হোক !

অনেক অনেক শুভ কামনা রইলো, তাশমিন নূর।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.