নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

কলিম ঘুমোচ্ছে (১)

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০


কলিম ঘুমবোর আগে যা খেয়েছিল-

১.গোস্তের ঝোল দিয়ে বাসি একথালা ভাত
২.পরিমাণ মতো লবণ
৩.৩৪০-৩৭০ মিলি পানি
৪.সিগারেট অর্ধেকটা

কলিম আজকে শেষ যার সাথে কথা বলছিলো তাকে পরিচয় করিয়ে দিতে আমরা বাকি অর্ধেকটা পুড়তে দেখবো। শরীরে বার্ধক্যের স্পষ্ট ছাপ বিশেষ করে মুখের অংশটাতে কয়েক পদ রেখার দ্বিগুণ আধিপত্য। কলিমের সাথে তার বাকবিতণ্ডা চলছে প্রসঙ্গ শ্রেণিদ্বন্দ্ব।

কলিম এখন ঘুমোচ্ছে। আমরা তাকে একটি স্বপ্ন দেখাবো। দেখাবো বলতে মস্তিষ্কের ধূসর পদার্থগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা। না সে মরে যাবে না; স্বপ্নের ব্যানারে অন্তত তা-ই লেখা থাকবে। আমাদের টেকনিক্যাল টিম সম্ভাব্য সবরকমের রক্ষণাত্মক ব্যবস্থা হাতে রেখেছেন। কলিম চরিত্রটি দশজন সাধারণ মানুষের মতো রাখার ইচ্ছে ছিলো আমাদের। লেখকের দলটি অবশ্য একমত হলো না। বিশেষ করে ওদের তরুণ সমাজের একাংশ। এদের কেউ কেউ আবার পশ্চিমা কলমে লিখে থাকেন। রুশ উপন্যাস, হলিউডের সাইকো-ইষ মুভি আর বঙ্গভারতের কচকচে লিরিকগুলো খেয়ে খেয়ে স্বকীয়তা হারিয়েছে পিতার আমল থেকেই। এখন যা করছে তা অনেকটাই পকেটমার পদ্ধতি। জাতীয় দৈনিকের সাহিত্যপাতা পর্যন্ত চুরির মাল-পত্রে ভরপুর। কিছছু করার নাই, সব দোষ পাঠকদের ওপরেই বর্তায়। ব্যাখ্যা পরে যে-কোনও একটা সময় হাজির হবে।

কথা হচ্ছিলো কলিম ঘুমোচ্ছে। আমরা এই ঘুমের মধ্যেই ষড়যন্ত্র কাণ্ডটি ঘটানোর চেষ্টা করছি। বলে রাখা ভালো, সে কিন্তু বাংলাদেশের নাগরিক। এবং প্রতি পাঁচ বছর পর পর ভোটকেন্দ্রেও ভ্রমণ করেন ! সর্বশেষ ভ্রমণে সে কিছুটা আহত হয়েছে; ক্ষয়-ক্ষতি সামান্য। নিজের চোখের সামনে সব দেখার পরেও তাঁর আত্মবিশ্বাস— কাজটা ভালো হয়েছে; রাজনীতি অতো বুঝতে নেই, ঝোপ দেখে কোপ মেরে কাবাব থেকে হাড্ডি বের করে দিতে পারলেই হয়। ফাঁকে আপনাদের মতামত জানানোর সুযোগ রাখছি। আমরা জানি, আপনারা এখানটাতে কিছু বলতে ইচ্ছুক। চর্বিত চর্বণ আরোও দফা-দশ মাঠে ছড়ানো-ছিটানো হবে। তাই ভিড় কম করে… হ্যাঁ, লাইন সোজা রাখার চেষ্টা করুন।

কোথায় ছিলাম ! আচ্ছা। কলিম ঘুমোচ্ছে, আমরা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-১৫০০৯ মোতাবেক, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা এর বিপরীতে গণনা করে দেখলাম, কলিমের স্বপ্নে সাতটি সাধারণ ও দুটি মিথ্যা বিজ্ঞাপন বাণিজ্যিকভাবে সংযুক্ত করা যেতে পারে। মানসম্মত ও নান্দনিক উপস্থাপনায় জবাই করার দৃশ্যও বিনোদন উপযোগী করা যায়।

তবে কী কলিম কাউকে জবাই করবে। জঙ্গি গোষ্ঠীর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক জুড়ে দিতে পারলে আন্তর্জাতিক কভারেজ পাওয়া খুব সহজ। বেচারা কলিম, এই সেদিনও বিমান দেখে আফসোস করছিলো। আমরা তাঁর হয়ে কাজটি করতে প্রস্তুত আছি। বুড়োটাকে দ্বিতীয়বার ফুটেজ দেয়া হচ্ছে। আমরা অনুরোধ করছি- পরবর্তী ২৭ সেকেন্ড খুব মনোযোগ দিয়ে দেখার জন্য।







অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
চিত্রটি অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৫৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০

মানবী বলেছেন: অদ্ভুত লেখার স্টাইল!

কলিমের মন জগত নিয়ন্ত্রনের দোলাচল দেখে মনে পড়লো কোন এক বিখ্যাত কবির উক্তি "প্রয়াসে পর্যদুস্ত শিকল বিকল যুক্তি বুদ্ধি"

:-)

অনেক ভালো থাকুন।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১

অন্ধবিন্দু বলেছেন:
অদ্ভুত বলতে অস্বাভাবিকও বোঝানো হয়ে থাকে। হুম। আমার লেখালেখি অনেকটা তেমন; আপত্তি করছি না ! হা হাহ হা। ইহা কোনও কবির উক্তি হতেই পারে না। যিনি লিখেছেন- ব্যাটার মাথায় যুক্তি বুদ্ধির অভাব আছে ধারণা করি।

প্রথম পর্ব। ধীর গতিতে শুরু করলাম। দেখেন সাথে থেকে ক’টা গাল-মন্দের জন্ম নেয়।

আপনার মূল্যবান উপস্থিতিতে খুশী হলাম, মানবী।
অনেক অনেক শুভ কামনা।

২| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫

গেম চেঞ্জার বলেছেন: কলম দিয়া কে যেন আমার বুকের ভেতরের হাড্ডিগুলো নেড়ে চেড়ে দেখলো

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৪

অন্ধবিন্দু বলেছেন:
আপনার মন্তব্যটিকে যদি কমপ্লিমেন্ট-খাতায় লিখে রাখি। তবে খাতাটা এর ভার বইতে পারবে না। সত্যি কথা বলতে বহুবছর চেষ্টা করেও আমি কলম ধরতে শিখি নি। তবুও আপনার বিনয়ে অনেক ভালোলাগা রইলো।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮

মানবী বলেছেন:
"অদ্ভুত সুন্দর" আর "অদ্ভুত খারাপ" এই দুটো বাক্যের মাঝে কোনটির প্রচলন বেশী। অদ্ভুত খারাপ বোধহয় কখনও শোনা যায়না।
আমি "গাল মন্দ" করি বলে আপনার ধারনা!

অন্ধবিন্দুর চমৎকার লেখার স্টাইলটা খুব অপরিচিত মনে হচ্ছেনা দেখে ভালো লাগলো। :-)

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

অন্ধবিন্দু বলেছেন:
মজা করছিলুম, মানবী। পুরনোদের পেলে ইকটু-আকটু করি আরকি। বেনামে/ছদ্মনামে লিখি; স্টাইল অপরিচিত/পরিচিত যাইহোক ক’জনা মনে আর রাখেন। আমাদের অবস্থা অনেকটা জলে ভাসা কচুরিপানার মতো ...

আপনার ভালোলাগা লেখাটির পাথেয় হয়ে থাক।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

সাহসী সন্তান বলেছেন: ভাই, মানুষের কথার উপরে যদি ভ্যাট আরোপ করার কোন বিধান থাকতো, তাহলে আপনার এই পোস্টের অত্যন্ত বহুল ব্যবহৃত শব্দ 'কলিম ঘুমাচ্ছে' কথাটার উপরে কিন্তু ভ্যাট প্রযোজ্য হতো? কারন ঐ শব্দটা এই পোস্টে আপনি বেশ কয়েকবার ব্যবহার করেছেন! যেটা আমার কাছে একটু দৃষ্টিকটু বলে মনে হলো! কিন্তু তার পরেও শব্দটার মাধ্যমে কিন্তু পোস্টটা একটু রম্য গল্পের ধাঁচ পেয়েছে? যেটা বেশ ভাল লেগেছে!

পরিশেষে মানবী আপার কথার সাথে সুর মিলিয়ে বলতে ইচ্ছা করছে, আপনার লেখার স্টাইলটা আসলে অদ্ভুদ! ও একটা কথা, মানবী আপা কিন্তু লেখার শেষে ইমোটা ঠিকঠাক মত ব্যবহার করতে পারেননি?

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৩

অন্ধবিন্দু বলেছেন:
যাক, পক্ষে আপনিই বলে দিলেন। ভালোলাগল আপনার মূল্যবান মতামত। মনোটনিক প্যানারোমায় আমি প্রায়ই কাজ করি। অতি সামান্য লেখনী নিয়ে যাতে কুলিয়ে ওঠতে পারি নে হয়তো। আগে আগে দেখেন(যদি সাথে থাকেন) দৃষ্টিকটু অনেক কিছুই আপনার পাঠক দৃষ্টিকে বিরক্ত করতে পারে। হাহ হা।

সাহসী সন্তানের সাহসী মন্তব্যের উত্তরে ঠিকঠাক একটা আন্তরিক ইমো থাকলো।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮

ভিটামিন সি বলেছেন: পথ চিনে গেলুম। পরে আবার আসবো বলে পদচিন্হ রেখে গেলুম।

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

অন্ধবিন্দু বলেছেন:
ভিটামিন সি,

আশা করা যায় আছেন ভালো। আপনার পদচিহ্ন স্মরণে রাখলাম। আবার আসেন বা না আসেন, আমি কিন্তু আপনার সাথেই আছি, এই বলে দিলুম। হুম। মন্তব্যে ভালোলাগা ও শুভ কামনা।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: কলিমের ঘুমের ভেতর অনুপ্রবেশকারী স্বপ্নেরা তার মধ্যে কিসের বিজ বুনে দিচ্ছে কে জানে! স্বপ্নও আজকাল ছিনতাই হয়ে চলে যাচ্ছে গোয়েন্দা-মাফিয়া-সরকার-শিরকর্তনকারীদের কাছে। সাতাশ সেকেনদের ব্যাপারটা কী?

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২

অন্ধবিন্দু বলেছেন:
হাসান সাহেব ..... পথ ভুলে অন্ধবিন্দুর বাড়িতে নাকি ! হা ?

দ্রষ্টা যেহেতু সমাজবদ্ধ প্রাণী। সমাজের নানান হাওয়া তার মধ্যেতো অনুপ্রবেশ করবেই। বাঁচার উপায় নাইকা ! আবার থাকতেও পারে। সময় পেলে লেখাটা চলবে। আপনার প্রশ্নের উত্তরটা সহজ- Wait & See !! (যদি সাথে থাকেন)

মন্তব্যে ভালোলাগা রইলো।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

রিকি বলেছেন: অসাধারণ, ভিন্ন লেখনীতে অনেক অনেক ভালোলাগা রইল :)

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬

অন্ধবিন্দু বলেছেন:
আরেহ ! অসাধারণ বললেন, রিকি। লেখনী খুব বাজে। তবে গল্পটা অনেক কথাই বলবে বলে আশা করছি।

শুভ কামনা রইলো।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

আমিনুর রহমান বলেছেন:



আপনার লিখা একদম ভিন্ন স্বাদের। আপনি যেখানে যে নামেই লেখুন না কেনো যারা আপনার লিখা একবার পড়েছে ধরে ফেলতে পারবে এতো অন্ধবিন্দুর লিখা। আমি প্রথম থেকেই আপনার লিখার ভক্ত। সেটা যে বিষয় নিয়েই লিখুন না কেনো। প্রতিটি লিখাই অদ্ভুৎ রকমের হয়। করিম ঘুমাচ্ছে ... এই সাধারণ বাক্যে প্রান ছিলো, ছন্দ ছিলো।

পোষ্টে +

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

অন্ধবিন্দু বলেছেন:
কৃতজ্ঞতা...কৃতজ্ঞতা... ভাইটি। লেখালেখি বিষয়ক যা বললেন; এ আপনার আন্তরিক পাঠক-দৃষ্টির সুবিনীত প্রকাশ। আপনি যদি আমার পরিসংখ্যানে লক্ষ্য করেন সেখানে পাঠক অন্ধবিন্দুকেই দেখতে পাবেন। লেখক আসছে কিন্তু পাঠকের সংখ্যা বাড়ছে না। তাই ব্লগের জন্য সময় পেলে সেটা “পড়ে ও মন্তব্যে” কাটানোর চেষ্টা করি। আর টুকটাক মাঝে-সাজে দু-কলম চালানো ....।

আপনি, আপনার পরিবার ভালো থাকুক অনেক অনেক। আমার দোয়া ও শুভ কামনা রইলো।
আস সালামু আলাইকুম

৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২

ঢাকাবাসী বলেছেন: অনেক কিছু বুঝতে পারতে হবে আমাকে।

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭

অন্ধবিন্দু বলেছেন:
তেমনি অনেক কিছু বুঝাতে পারতে হবে আমাকে। সেটা আমিও পারছিনে জানি।

শুভ কামনা রইলো, ঢাকাবাসী।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫

সুমন কর বলেছেন: পুরো একটি ভিন্ন লেখা। পরবর্তী ২৭ সেকেন্ড মনোযোগ দিয়ে দেখার অপেক্ষায় রইলাম।

পোস্টে ভালো লাগা রেখে গেলাম।

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

অন্ধবিন্দু বলেছেন:
ভালো লাগা যতনে রাখলেম, সুমন কর। আশা করি ভিন্নতা থেকে পূর্ণতা দিতে পারবো খানিক হলেও।

অনেক শুভ কামনা রইলো।

১১| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

অগ্নি সারথি বলেছেন: আমরা এর বিপরীতে গণনা করে দেখলাম, কলিমের স্বপ্নে সাতটি সাধারণ ও দুটি মিথ্যা বিজ্ঞাপন বাণিজ্যিকভাবে সংযুক্ত করা যেতে পারে। - দূর ভবিষ্যতে এমনটা যে হবেনা তার গ্যারান্টি কি? ভিন্নধর্মী ভাবনা যুক্ত লেখায় ভাললাগা।

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

অন্ধবিন্দু বলেছেন:
আমার কি মনে হয় জানেন, অগ্নি সারথি। —দূর ভবিষ্যতে নয় বরং বর্তমানেই তার ঝলক দেখা যাচ্ছে। হয়তো দূর ভবিষ্যতে দুটি সাধারণ ও সাতটি মিথ্যা হবে ! হাহ হা।

আপনার মন্তব্য ও উপস্থিতিতে ভালোলাগা রইলো।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

জেন রসি বলেছেন: স্বপ্ন ভ্রম হলেও ঠিক কৌশলে খাইয়ে দিতে পারলে তা হজম হতে বাধ্য। একের পর এক দৃশ্যপট সম্মোহনের ঘড়ির মতই ঘুমে কিংবা জাগরনে সময় জানান দিয়ে যায়।

++

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০১

অন্ধবিন্দু বলেছেন:
তবে পাঠক যদি এমনি সচেতন থাকেন। শত কৌশল করেও কাজ হবে নে। সময়ের সাথে তাল মেলাতে বাধ্য অবশেষে ! হতে পারে। ভালোলাগা রইলো আপনার মূল্যবান সময় ও মন্তব্যে ...

অনেক অনেক ভালো থাকুন, জেন রসি।

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
২৭ সেকেন্ড ঘুমিয়ে নিলুম ৷ জাগার ইচ্ছা রইল ৷

শেণিদ্বন্দ কী শ্রেণিদ্বন্দ হবে ৷

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

অন্ধবিন্দু বলেছেন:
অবশ্যই শ্রেণিদ্বন্দ ! (ঠিক করে দিলেম)

জাগার ইচ্ছে আমারও রয়েছে। ঘুমোলেই সব শেষ। হাহ হা। বিশ্বসাহিত্যের অমূল্য ভান্ডার পাশে রেখে অন্ধবিন্দুর সামান্য লিখায় দৃষ্টি দিচ্ছেন ...

ভালো থাকুন প্রতি সেকেন্ড।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: পাঠভোগ্য শব্দবানের জাদুতে আচ্ছন্ন ছিলাম কিছুক্ষন - ধন্যবাদ সুন্দর লেখনীর জন্য।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯

অন্ধবিন্দু বলেছেন:
আপনার আন্তরিক পাঠ ও সুন্দর মন্তব্য লিখাটিকে প্রাণবন্ত করলো। ধন্যবাদ জানাই।
অনেক অনেক ভালো থাকুন।


শুভ কামনা সতত।

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অভিনব তো হতেই হবে, কারণ লেখাটি অন্ধবিন্দুর!

স্বপ্ন দেখানো, বা চরিত্র গঠ, যা-ই হোক না কেন কথাগুলো খুবই পোক্তা করে বলেছেন।

দেখি কীভাবে শেষ করেন! :)

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

অন্ধবিন্দু বলেছেন:
জনাব,

উত্তরের শুরুতেই আপনাকে একখানা গান শুনাচ্ছি-

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না ...


সবাইকে শুনাই নে কিন্তু। আপনাকে শুনালেম। হেহে হে।

আসছেন গরীবের বাড়িতে, কোথা বলি বসিতে। আমি থাকি মাটিতে ...
ব্লগে লিখতে ইচ্ছে করে। কিন্তু অন্ধবিন্দু-তো পাঠক সাধারণ গো ভাই। না জানে লেখালেখির ধরন। তারপরও করে কুদন-পাদন।

মূল্যবান সময় ও ও সুন্দর মন্তব্যে ভালোলাগা পেলাম। শুভ কামনা অনেক অনেক।

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর উপস্থাপণ । ভাল লেগেছে স্বপ্ন নিয়ন্ত্রণের প্রক্রিয়ায় বাস্তবিক কিছু চিত্র ঢুকিয়ে দেয়া ।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

অন্ধবিন্দু বলেছেন:
হুম। স্বপ্নটারেও বাস্তব করে দিচ্ছি। ইহা ভালো হচ্ছে কী ! হাহ হা। সুন্দর পাঠে আমার ভালোলাগা, কথাকথিকেথিকথন।

শুভ কামনা সতত।

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

দীপংকর চন্দ বলেছেন: উপস্থাপনের ভিন্নতা সমসাময়িকতাকে যোজন করে নান্দনিকতায়!

মুগ্ধতা চিত্র সংযোজনেও!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন শ্রদ্ধেয়।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২

অন্ধবিন্দু বলেছেন:
আপনাদের অনিঃশেষ শুভকামনায় কৃতজ্ঞতা জানাই, জনাব দীপংকর চন্দ। সমসাময়িক থাকতে পারাটা খুব কঠিন কাজ। অপ্রিয় বলতে হয় ... শুনতে হয়...

আপনিও অনেক অনেক ভালো থাকুন।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২২

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,




ষ্টাইলিশ লেখা । লেখায় আঘাত আছে চারপাশের লোকেদের হালচালের উপর ।
যদিও কলিম ঘুমোবার আগে যা খেয়েছিল-তার সাথে এই স্যাটায়ারের বিষয়ের মিল নেই একটুও । এই মিল না থাকাটাও অন্ধবিন্দিয় ষ্টাইলের মধ্যে ধরে নিতে হবে ।
আমাদের টেকনিক্যাল টিম সম্ভাব্য সবরকমের রক্ষণাত্মক ব্যবস্থা হাতে রেখেছেন। কলিম চরিত্রটি দশজন সাধারণ মানুষের মতো রাখার ইচ্ছে ছিলো
যদিও লিখেছেন কিন্তু তাদের কোনও ভূমিকা রাখেন নি । আপনার টেকনিক্যাল টিমটিকেও ঠিক আমাদের বুদ্ধিজীবী ও সরকারের ( যখন যারা থাকেন ) মুখপাত্রদের মতো মনে হবে । কেবল "আহ্বান" ই জানাবেন তারা কিন্তু কোথাও ভূমিকা রাখবেন না । আই মিন ... দে ওন্ট এ্যাকজিকিয়্যুট হোয়াট দে সে .. এ্যান্ড উইল নেভার মেটেরিয়াল্যাইজ এনিথিং ।
লেখার টেকনিক্যাল টিমটিও কিছু মেটেরিয়াল্যাইজ না করেই দিব্যি আকাশের নীচে চাঁন্দের আলোয় কাঁথা মুড়ে ঘুমুবে ।
যতোক্ষন তারা না জাগবেন ততোক্ষন পাঠকেরা ছুট্টি পাবেন .....

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১

অন্ধবিন্দু বলেছেন:
হাহ..... হ...... হাহ।

আহমেদ জী এস,
নিশ্চয়তা দিচ্ছি, জোরপূর্বক কোনও কিছুই এ্যাকজিকিয়্যুট করা হবে না। আপনার প্রতিযোগ-প্রতিবোধ বরাবরের মতোই সাদরে গ্রহন করলেম। আপনি আর দশটি গল্পের মতো তেমন মজা এখানে পাবেন না(লেখকের ব্যর্থতা)। তবে তামাশা যা দেখছেন/দেখবেন আমরা কিন্তু (আপনিও) তার অবিচ্ছেদ্য হিশ্যা।

আপনার রাজনীতিয় ভাবনার চিন্তাশীল ষ্টাইলে ঘাপলা লাগানোর জন্যও আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে বহুকাল ধরে। আজ না হয় কাল, সফল তো হবই। তাই চাঁন্দের আলোয় কাঁথা মুড়ে ঘুমুতে সময় ওদের একটা পুরস্কার দেবার ব্যবস্থা করেন।

ছুট্টি নিয়েন না সাথেই থাকেন। মজা বাড়বে।

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,


হুমমমমমমম -------- এবার বোজলাম মাতাডা এমুন করে ক্যা !!!!! আমার ভাবনার ভিত্রে গপ্পের টেকনিক্যাল টিম কাজ করছে বহুকাল ধরে। হের লইগ্যাই মাতাডা আউলা ঝাউলা হৈয়া যাইতাছে আইজ থাইক্কা । সফল অইতে হেরা পারবেনা । বহুকাল ধইররা কাম কইরাও হেরা আইজ-ই একবার মাতাডায় ঘাপলা লাগাইতে পারছে । হেইর লইগ্যাই তো জবাবটা এই রহম কইররা বাইরাইয়া গ্যাছে । ঘাপলা না লাগাইলে অন্যরহম অইতো ।

যাউগ্গা ------ ছুডি নেলে তো এই রাইতের কালে চাঁন্দের আলোয় কাঁথা মুইড়য়্যা না ঘুমাইয়া ল্যাহা অইতো না ।

দিলেন তো ঘুমের বারোটা বাজিয়ে !!!!!!!!!! মজা না পেলে কি আর "এতো রাতে ক্যানে ডাক দিলি----" গাইতে পারতুম ?
শুভরাত্রি ।

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
বুজঝি, আপনার মাতাডায় মৌলবাদী-চুল সংখ্যায় বেশী আছে। হের লইগ্যা হেরাও সুবিধা করতে পারতেছে না। চুলে পাক ধরবে, ঝরবে-পড়বে। সুতরাং টেকনিক্যাল টিম হাল ছাড়তেছে না, কইয়ে দিলাম।

এমনেই জবাব বাইর হওন চাই। সাহিত্য গোল্লায় যাক, আমার কতা কই। মোর উই ডিসকাস, দ্যা মোর উই এক্সপ্লোর। হে হে হে।

শুভ দিন-রাত্রি।

২০| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: বাকবিতণ্ডা দিয়েইতো বেশ কয়েকটা দৃশ্য রূপায়িত করা যায়।। স্বপ্নটা ঘুরিয়ে পুরোাই মিথ্যের বেসাতি করা যায়।। আবার যদি ভিসা প্রত্যাশী হন দিন না- জঙ্গি গোষ্ঠীর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক জুড়ে ।।
তবে ভাল লেগেছে, "স্বকীয়তা হারিয়েছে পিতার আমল থেকেই। এখন যা করছে তা অনেকটাই পকেটমার পদ্ধতি।"

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

অন্ধবিন্দু বলেছেন:
সচেতনহ্যাপী,

আপনার মন্তব্য পড়ে খুশী লাগছে। আপনাকে একজন গল্পকারের মতো ভাবাতে তো পারলুম। এইটা কি সবাই পারে ! হাহ হা হা। সাথে থাকার জন্য ধন্যবাদ ও শুভ কামনা।

(আপনার ভালোলাগার অংশটির সত্যতা আছে নিশ্চয়ই)

২১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

সোমহেপি বলেছেন: দ্বন্দ=দ্বন্দ্ব


লেখার ধাজে মনে হচ্ছে স্যাটায়ার

ভালো লাগলো ।

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬

অন্ধবিন্দু বলেছেন:
দ্বন্দ করে ব বসাতে পারলুম অবশেষে। ধন্যবাদ নিন, সোমহেপি।
ভালোলাগাটা অর্থপূর্ণ করতে পারলেই সব সার্থক ...

শুভ কামনা সতত।

২২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২২

জুন বলেছেন: লোকটা যে কাথামুড়ি দিয়ে শুয়ে আছে তা এই বৃষ্টিস্নাত সকালে দেখে আরাম পেলাম। ছবিটা সুন্দর, তবে লেখাটি আমাদের বর্তমান অবস্থার সাথে সম্পৃক্ত সেটা বুঝলাম। যেহেতু পরিস্কার বুঝি নি তাই একটা ভার্চুয়াল প্লাস দিলাম অন্ধবিন্দু :||
+

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১১

অন্ধবিন্দু বলেছেন:
আমাদের বর্তমান অবস্থার সাথে সম্পৃক্ত সেটা বুঝলাম
আর কিছছু বুঝার দরকার নাই। আমি আপনার মন্তব্যে ডাইরেক্ট প্লাস দিলাম। তবে আপনার মন্তব্যে একটা বিষয় পরিস্কার হইলো “বইয়ের কাভার সুন্দর হইলেই বইটা ভালো হবে ইহা অমূলক” হে হে হে।

ভালো থাকুন অনেক অনেক ...

২৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১

সায়েদা সোহেলী বলেছেন: লেখা দিয়ে পাঠকের মস্তিষ্কে বিন্দু বিন্দু স্থায়ী অবস্থান করে নেওয়ার এই প্রতিভা কি করে রপ্ত করেছেন আল্লাহ মালুম । দু বার পরে বিন্দু গুলো কে ( খাবারের মেন্যু ) এক করার ব্যর্থ চেষ্টা করলাম ,. , দেিখ পরের পর্ব গুলো তে মেলাতে পারি কিনা , না নতুন মেন্যু জুরে দেবেন কে জানে! !!

।তবে কলিমকে বোঝাতে হবে সে যেন ঘুমানোর আগে একবার ভেবে নেয় যে এই পৃথিবীতে এখন একটাই নীতি , আর তা হচ্ছে ব্যবসা আর কি করে তাতে লাভবান হউয়া যায় তার নির্লজ্জ চেষ্টা । তার সপ্নের গন্ডি যেন এর মধ্যেই সিমাবদ্ধ থাকে ।

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯

অন্ধবিন্দু বলেছেন:
সামান্য লিখায়, আপনার মূল্যবান সময় ব্যয় করে মেলানোর চেষ্টাটি করেছেন জেনে কৃতজ্ঞ। আমি প্রতিটি বিন্দুতেই কিছু না কিছুর সাযুজ্যতা রাখছি। কলিম সাধারণ (এখন পর্যন্ত) মানুষ। সে তো ভাত-পানির হিসেব কষেই ঘুমোতে যায় ঘুম থেকে ওঠে... তাকে এই কঠিন কথাটি বোঝানো যাবে কী !

আপনার সুচিন্তিত মতামত ভাবনায় থাকলো ...

আসসালামু আলাইকুম।

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬

শামছুল ইসলাম বলেছেন: কলিম কে?
-লেখকের সাথেই থাকি, অন্ধের জন্য লাঠিই সম্বল আমার জন্য অন্ধবিন্দু ভাই।

রহস্য রহস্য ভাব, ধরতে পারছি না বলেই হয়ত আরো ভাল লাগছে।

ভাল থাকুন। সবসময়।

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১

অন্ধবিন্দু বলেছেন:
শামছুল ইসলাম,

আপনার মন্তব্য অনেক আপন লাগলো। রহস্য তো আছেই। আমাদের সাধারন মানুষদের জীবনই তো এক বিরাট রহস্য !!

আপনিও ভালো থাকুন। শুভ কামনা রইলো।

২৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
জেনে আনন্দিত ! ভালো থাকুন সবসময়।

শুভ কামনা রইলো।

২৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৫

রমিত বলেছেন: লেখার স্টাইল চোখে পড়ার মত! ভালো লাগলো।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

অন্ধবিন্দু বলেছেন:
ভালো লাগা প্রকাশ করার জন্য ধন্যবাদ, রমিত।

শুভ কামনা রইলো।

২৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

এহসান সাবির বলেছেন: অনেক দিন পর মনে হয় আপনার লেখা পড়ছি।

এক গুচ্ছ ভালো লাগা রইল।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৩

অন্ধবিন্দু বলেছেন:
অনেক দিন পর পর আমিও দু-একটা পোস্ট করি। লেখালেখি পারি নে-যে ! হে হে হে।
এহসান সাবির, আপনার ভালোলাগা যতনে রাখলেম।

শুভ কামনা।

২৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১১

মানবী বলেছেন: কলিমের ঘুম এখন কোমার পর্যায়ে চলে গেছে।

পূজা পার্বনের আনন্দ আর ছুটি শেষে লেখক শিঘ্রী কলিমের নিদ্রার দ্বিতীয় পর্ব উপস্থিত করবেন আশা করি।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৭

অন্ধবিন্দু বলেছেন:
ব্লগে আসা পড়ছে কম, তাই কলিমের কথা ভুলে ছিলুম। আজকে এসে কলিমের কথা ভাবলেম কিন্তু আপনাদের লেখা পড়েই আজকের ব্লগ-টাইম শেষ হলো। আসলে অন্ধবিন্দু পাঠক মাত্র। লেখক মাত্রায় প্রায় শূন্য।।

কলিমের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই।
(মরার আগ পর্যন্ত কি আর ছুটি আছে ...)

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২

জসিম বলেছেন:
ঘুমিয়ে কলিমের স্বপ্ন নাকি দু:স্বপ্ন!

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০১

অন্ধবিন্দু বলেছেন:
জসিম,
আপনরা সাথে রাগ করেছি। পোস্ট সব ড্রাফট করেছেন ! আপনার ভ্রমণকথা ভালো লাগছিলো !

৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

জসিম বলেছেন: কি মনে করে যেন সব ড্রাফটে চলে গেলো!
কি করা যায় সেটাই ভাবছি এখন.

ধন্যবাদ অনেক.
রাগ করিয়া কষ্ট না পাবার জন্য অারো ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.