নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

ফাস্ট বেঞ্চ-লাস্ট বেঞ্চ

২২ শে মার্চ, ২০১৭ রাত ২:৫৯

ফাস্ট বেঞ্চের ভালা পোলাডা
ডাক্তারিতে পড়ে
লাস্ট বেঞ্চের যদু কদু
রাজনীতিতে লড়ে।

সম্মান নিতে সম্মান পড়ে
মানুষ হইবার চায়
লাস্ট বেঞ্চের রাজনীতিবিদ
ছড়ি দিয়া ঘুরায়।

“গুণীর ইজ্জত,দেশ গড়ে যে”
নেতা দেয় বক্তৃতা
অশিক্ষিত নেতায় দেখায়
অপমান করার শক্তিটা।

ফাস্ট বেঞ্চের ভালা পোলাডা
ভালা হইয়াই চলে
লাস্ট বেঞ্চের অথর্ব গুলা
দেশের পটল তোলে।

তবুও তারা সূর্যসন্তান
তারাই দেশের প্রাণ
দেশ গড়তে জান দিলো যারা
কাড়ছে তাদের জান।

দেশ যে চালায় সে যদি না হয়
ফাস্ট বেঞ্চের পোলা
বাঘের নেতা শিয়াল হলে
কেমনে কি শালা!

এই বুঝি বড় মান দান
এই বুঝি সম্মান!
রসাতলেই যাবেই দেশ
পারলে তো ঠেকান।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৬

অতঃপর হৃদয় বলেছেন: আমি স্কুলে কলেজে ক্লাসেই যাইনি।

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪২

চির চেনা বলেছেন: উত্তম কাজ করেছেন

২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:১৩

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: গোড়ায় গলদ,আর বেশী কিছু লিখলাম না।

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪২

চির চেনা বলেছেন: জি ভাই

৩| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪৬

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আমি ত লেখা পড়াই করতে পারলাম না। আর রাজনীতি ত অনেক দুরের কথা।

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪৩

চির চেনা বলেছেন: দুইদিক থেকেই ভালো আছেন

৪| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: এ কারণেই দেশে অাজ সমস্যা

৫| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২১

ধ্রুবক আলো বলেছেন: পুরো লেখাটাই ছন্দে ছন্দে ভালো ছিলো,
++
ফাস্ট বেঞ্চের ভালা পোলাডা
ভালা হইয়াই চলে
লাস্ট বেঞ্চের অথর্ব গুলা
দেশের পটল তোলে।

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪৪

চির চেনা বলেছেন: অসংখ্য প্রাণঢালা আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.