নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার কসাই !

২৭ শে মে, ২০১৭ ভোর ৫:৩২

ডাক্তার যদি কসাইই হয়
বানাও তবে কেন ডাক্তার
হবে ইঞ্জিনিয়ার নয় ডাক্তার
কানে কানে কেন এ চিৎকার!

নিজের সন্তান বানাতে ডাক্তার
কত কসরত,মেহনত
এতোই বিষ থাকে যদি তাতে
কেন তবে এত মহরত!

ডাক্তার সে তো বিধাতা নয়
মানুষেরই এক সে অংশ
সে যদি পারতোই জীবন দিতে
তবে তার তো হতো না ধ্বংস!

তার মেয়েও যায়,মারা যায়
সেও হয় চির বন্ধ্যা
জীবনের মালিক হলে সে পরে
কাদতো না সকাল সন্ধ্যা।

সুস্থ জীবনে পুস্তিকা পড়ে
নিজেকে করে নিঃস্ব
তোমরা যখন ঘুমিয়ে তখনও
সে ঢালে তার সর্বস্ব।

টাকার উকিলেও নিয়ে আসে ফাঁসী
পুলিশের হাতেও মৃত্যু
ডাক্তার কেন বলির পাঠা
দিতে হয় কৈফিয়ত নিত্য!

আঙ্গুর না পেলে আঙ্গুর টক
এ কথা সবাই জানে
হেয়ালি বিবেকে এমন করে
এনোনা বিপদ টেনে!

কসাই কসাই কসাইয়ের হাতেই
বেঁচে ফিরেছে কত প্রাণ
কলমের খোঁচায় গালি দিয়ে তারে
করো না কো অপমান।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ সকাল ১০:২৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
মানব সেবার নামে যদি কেউ খুলে বসে কসাই খানা ,তাহলে তো এখানে কিছু বলার থাকে না । X((



২| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫

নাগরিক কবি বলেছেন: ডাক্তারি নাকি বাংলাদেশের ১ম শ্রেণির ১ম প্রফেশন। আমি খুব চিন্তিত ব্যক্তিগত ভাবে কত জন ডাক্তার ১ম শ্রেণির মানুষ? তবে খারাপ যেমন আছে ভাল ও কিন্তু আছে। দুই দিকের ই প্রমাণ পেয়েছি।


আমার মনে হয় ব্যক্তিগত ভাবে যদি যারা শুধুই প্রফেশনাল তারা লোভ থেকে সরে আসতে পারে, তাহলে ডাক্তাররা সত্যিকারের ১ম শ্রেনীর মানুষ হয়ে উঠতে পারবে।

৩| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৫৫

আখেনাটেন বলেছেন: ভালো-খারাপ নিয়েই প্রতিটি প্রফেশন। তবে ডাক্তারি প্রফেশনকে আর দশটা পেশার সাথে গুলিয়ে ফেলেছেন আপনি।

ডাক্তারের সাথে সরাসরি জীবন-মরণের সম্পর্ক। অন্য পেশার সাথে পার্থিব বিষয় জড়িত। তাই অন্য পেশার সাথে তুলনা করে নিজেদেরকে আর ছোট করবেন না।

সমাজে যেমন ভালো শ্রেণির ডাক্তার আছে, তেমনি আছে খারাপও। তবে এই ভালোর থেকে যখন খারাপের সংখ্যা ঝাড়েবংশে প্রচণ্ডরকম বেড়ে যায়। তখনই সমস্যা। যাদের থেকে মানুষের আশা বেশি, সেখানে হতাশার পরিমাণ পাহাড়সম হলে ক্ষোভের উদগীরণ আগ্নেয়গিরির লাভার মতই হবে। তাই নয় কি?

গতবছর ভারতে মেডিক্যাল পারপাজে প্রায় সাড়ে তিনলক্ষ লোক গেছে। এর বেশির ভাগই বাংলাদেশর ডাক্তার শ্রেণির উপর অাস্থাহীনতা ও অতিমুনাফালোভী মনোবৃত্তির জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.