নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

তোরা যে যাই বলিস ভাই,আমার সোনার হরিণ চাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫৩

কুকুরকে খুব আদর যত্ন করে পেলে-পুষে কোলে কাঁখে রেখেও কিন্তু কুকুরকে মানুষ বানানো যায় না এবং তার আদত থেকে তাঁকে এক বিন্দু সরানো যায় না।নাক দিয়ে শুঁকে শুঁকে পচা আবর্জনা যেমন সে খুঁজবেই এক সেকেন্ড পরপর তার বৈশিষ্ট্য অনুযায়ী মূত্র ত্যাগ ও সে করেই যাবে।
যাই হউক আলোচনা কুকুরকে নিয়ে নয়,আলোচনা কুকুর সাদৃশ্য কতিপয় মানুষকে নিয়ে।
ভোলা তে কয়েকদিন আগে ধর্মীয় অবমাননার বিরুদ্ধে লোকজন দলে দলে রাস্তায় নেমে এলো।(যদিও কর্তিপক্ষ পরে ঘটনাকে হ্যাকিং এবং গুজব বানিয়ে ছেড়েছিল) যাদের হৃদয়ে আঘাত লেগেছিল তারা যখন রাস্তায় নেমে এলো পুলিশ তাদেরকেই গুলি করলো আর তাদেরকেই আসামী এবং তাদেরকেই আমাদের মিডিয়া এবং নেতারা এমন ভিলেন বানালো যে উৎসের কোন আলোচনাই নেই।
সেই সাথে কত নসিহত ! মানুষ কি আইন তুলে নিতে পারে ! কারা সেই লোকজন যারা জড়ো হয়েছিল! কিভাবে তারা সংগঠিত হল! এটা সভ্য দেশে হতে পারে না,দেশে আইন আদালত আছে ইত্যাদি ইত্যাদি নানা কিছু !!
এদিকে কথিত মুক্তিমঞ্চ নিজদের আবেগ কে যখন ঢেলে দিয়েছে হিংস্রভাবে তখন সেই মিডিয়াই আবার এদের পক্ষ নিয়ে শব্দটাকেই মূল করে তুলেছে।ভাংচুর বা তালা লাগিয়ে দেয়া কিংবা সত্তরর্ধ এক ব্যাক্তিকে শারীরিক হেনস্তা কোনটাই রাষ্ট্রের ভিতর আরেক রাষ্ট্র ব্যাবস্থা চালু মনে হয়নি।
কারা তারা ! যারা আইন হাতে তুলে নেয় আর তারাই নিরপরাধ হয়ে যায় !
দিন শেষে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রী কিংবা ভালো দামী শাড়ি,প্যান্ট পড়লেও আদত তো ভুলতে পারে না।সে সবসময় তালগাছটাকেই নিজের দণ্ড(চেতনার) বানিয়ে নেয়।
রাজনৈতিক ’৭১ দেশের মানুষকে মুক্তি দিতে পারবে না,স্বাধীনতা আর বিজয়ের ’৭১-ই এই এ দেশকে মুক্তি দিতে পারে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আমি আওয়ামীলীগকে ভালোবাসি,
যখন তারা মুক্তিযোদ্ধাকে রাজাকার বানায় এবং রাজাকারকে মুক্তিযোদ্ধা বানায়, তখনো।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

চির চেনা বলেছেন: লা জওয়াব

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যবসা করে অনেকদিন টিকে থাকা যায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.