নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত নন্দিনীর আবোল তাবোল

যে জীবন ঘাসফড়িঙের, যে জীবন রঙিন প্রজাপতির, ঐ জীবন পেলে মন্দ হতো না।

অনিকেত নন্দিনী

আমার না বলা যতো কথা, আমার যতো অপূর্ণ সাধ, তার সাথে মিলে দেখা কিছু রংধনু স্বপ্ন, আর কিছু হৃদয় বিদীর্ণ দীর্ঘশ্বাস- এই নিয়ে আমার এই চার দেয়ালে ঘেরা জীবন। আমি যেন এক সুতোয় বাঁধা ঘুড়ি। প্রজাপতি আর ঘাস ফড়িঙ কে পেছনে ফেলে পাখিদের সাথে পাল্লা দিয়ে বাতাসে ভর করে উড়ে যাই দূর বহু দূর। উড়তে উড়তে চলে যাই মেঘদের কাছে কিন্তু পেছনে আমার বন্ধন পড়ে থাকে। বেলা শেষে নাটাইয়ের টানে ফিরে আসি মৃত্তিকার কাছে।

অনিকেত নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

আমি নন্দিনী বলছি !!

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭





আমি নন্দিনী বলছি

আমি রবি ঠাকুরের রক্তকরবী’র নন্দিনী নই,

কোনও আন্দোলনে আমি কোনোদিন নেতৃত্ব দিইনি।

সারাজীবন অন্ধের মতো নিয়তিকে অনুসরণ করে গেছি।

পূর্ণেন্দু পত্রীর কথোপকথন’এর নন্দিনীও নই,

কোনও শুভঙ্কর আমার জন্য অপেক্ষা করে নেই,

ঘুরে ফিরে কানের কাছে ভালোবাসার কথা বলে না।

আমি প্রখর তেজদীপ্ত মহীয়সী দেবী দুর্গা নই;

আমার রুদ্র রোষে আমি নিজে জ্বলে পুড়ে মরি,

কাউকে জ্বালিয়ে পুড়িয়ে মারার ক্ষমতা আমার নেই।

আমার চোখের সামনে বেহায়া অসুর ঘোরাফেরা করে

আমি তার ছায়ার নাগালও পাই না।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

শুকনোপাতা০০৭ বলেছেন: বাহ.. সুন্দর লিখেছেন :)

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

অনিকেত নন্দিনী বলেছেন: শুকনোপাতা০০৭ আপনাকে অনেক ধন্যবাদ

২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এতো খোঁজাখুঁজি বাদ । আমি আছি তো । ;) ;)

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

অনিকেত নন্দিনী বলেছেন: তা তো জানি তিতির পাখি
আর তুমি আছো বলেই তো কিছুটা সান্ত্বনা আছে মনে.....

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনার লিখার হাত তো জব্বর ।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

অনিকেত নন্দিনী বলেছেন: ধন্যবাদ,
তবে শুধু ভালটা না বলে যদি সাথে ভুল গুলি ধরিয়ে দিতেন তবে অনেক উপকৃত হতাম :)

৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

এহসান সাবির বলেছেন: সুন্ডর লিখেছেন।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০২

অনিকেত নন্দিনী বলেছেন: :)
ধন্যবাদ

৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

বেকার সব ০০৭ বলেছেন: সেইরাম লেখছেন তো

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৮

অনিকেত নন্দিনী বলেছেন: সেইরকম কিছু হয় কিনা জানি না
তবে লিখতে চেষ্টা করি

ধন্যবাদ আপনাকে কষ্ট করে পড়ার জন্যে

৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

মামুন রশিদ বলেছেন: আপনি অনিকেত নন্দিনী- এই ব্যাস!


ভালো লেগেছে কবিতায় আত্মকথন ।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

অনিকেত নন্দিনী বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১

টুম্পা মনি বলেছেন: ভালো লেগেছে।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

অনিকেত নন্দিনী বলেছেন: সত্যি?
ধন্যবাদ

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৭

এহসান সাবির বলেছেন: *সুন্দর

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩০

অনিকেত নন্দিনী বলেছেন: *ধন্যবাদ

৯| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৬

সাদা আকাশ বলেছেন: তুমি নন্দীনি,
আপন আলোয় আলোকিত হওয়া একজন। তাই কেউ এই তুমি 'নন্দীনি' কে তার তোমার তুলনায় সস্তা সাহিত্যে নিয়ে আসার মত সাহস দেখায় নি............

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩১

অনিকেত নন্দিনী বলেছেন: বলছে তোরে

১০| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আত্বকথন !
চমৎকার লেগেছে !

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৩

অনিকেত নন্দিনী বলেছেন: ঠিক আত্বকথন না হলেও কাছাকাছি কিছু একটা।

ধন্যবাদ।

১১| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৬

অনিকেত নন্দিনী বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্যে

১২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

আমিনুর রহমান বলেছেন:




... এবং অসাধারণ।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭

অনিকেত নন্দিনী বলেছেন: ...... এবং অসাধারণ মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.