নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রতীয়মানের ব্লগ

উদ্ভট কথা সমৃদ্ধ লিপি

অপ্রতীয়মান

প্রতীয়মান হাজার কোটি মানুষের ভীরে আমি একজন অপ্রতীয়মান। সেই হাজার কোটি মানুষের কোন একটাই আমার চেহারা, আমার পরিচয়......

অপ্রতীয়মান › বিস্তারিত পোস্টঃ

প্রতীয়মান জীবনের কথা

০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২৯





চারপাশে তাকিয়ে দেখুন, হাজার কোটি মানুষ আপনার চারপাশ জুড়ে। হাঁটছে, চলছে, অপেক্ষা করছে, ছুটছে, খেলছে। সবাই ব্যস্ত, কারো কোন ফুরসুত নেই। বিছানা ছেড়ে জগিং করা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাবার আগ পর্যন্ত সবাই কিছু না কিছু করেই চলেছে। সকলের কাজই তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে অন্যের দিকে নজর দেবার সময় নেই কারো।





এই মানুষ গুলির মধ্যেও আবেগ-বিবেক সবকিছুরই অবস্থান রয়েছে। যখনই কোন দুর্যোগ কিংবা খারাপ সময় দেখা দিবে তখন এদের সবার বিচলিত চেহারাই দেখা যায়। যখন বড় ধরণের কোন প্রাপ্তির সন্ধান মিলে তখন সবার মধ্যে একটা উল্লাসিত ভাব লক্ষ্য করা যায়। একজন বিপদে পড়লে এদেরই একশত জনের একজন কেউ সাহায্যের জন্যে এগিয়ে আসে, বাকি নিরানব্বই জন দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়। এরা সকলেই সেই ব্যস্ত, ছুটন্ত মানুষ।





আর এই ব্যস্ত ছুটন্ত মানুষ গুলিই আমি, আপনি, আমরা সকলে। ছোটার ধরণ, প্রকৃতি, গতি ভিন্ন হলেও সবাই ছুটছি উন্নতির আশা করে, উন্নতির শেখরে পৌঁছানোর জন্যে। যদিও জানা নেই ছুটে ঠিক কোন স্থানে থামতে হবে আমাদের।





নির্দিষ্ট করে কারো কথা নয়, সকলের মাঝেই এই একই কথা ভিন্ন ভিন্ন ভাবে প্রতীয়মান।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কথাগুলো সাধারন হলেও এর মাঝে সত্যতা লুকিয়ে আছে। মাঝে মাঝে আমিও এমনটাই ভাবি।

০৯ ই মে, ২০১৪ রাত ১০:৫৩

অপ্রতীয়মান বলেছেন: হ্যাঁ, এগুলিই আমাদের বাস্তবতা আমাদের ঘিরে। ভাবনা গুলি একই রকম মিলে গেছে জেনে ভালো লাগলো।

ধন্যবাদ :)

২| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:৩৩

আহসানের ব্লগ বলেছেন: অনেকটাই তাই ,
তবুও বাকী নিরাব্বই জন কিন্তু কখোনো না কখোনো কারও না কারও বিপদে এগিয়ে আসে ।
আর তাইতো আমরা মানুষ ।
ব্যাস্ত মানুষ ।

০৯ ই মে, ২০১৪ রাত ১০:৫৫

অপ্রতীয়মান বলেছেন: সময়ের ভিন্নতায় ১০০ জনের কেউ না কেউ ৯৯ জনের থেকে আলাদা হয়ে কারো না কারো জন্যে ঠিকই এগিয়ে আসে। সময়ের সাথে এই ৯৯ জনের অবস্থান বাকি সেই ১ জনের অবস্থানে আসে।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে :)

৩| ১০ ই মে, ২০১৪ রাত ১২:১০

শফিউল শামু বলেছেন: ভালো লেগেছে।

১০ ই মে, ২০১৪ রাত ১:৪৬

অপ্রতীয়মান বলেছেন: জেনে ভালো লাগলো।
ধন্যবাদ কষ্ট করে সময় দেবার জন্যে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.