নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রতীয়মানের ব্লগ

উদ্ভট কথা সমৃদ্ধ লিপি

অপ্রতীয়মান

প্রতীয়মান হাজার কোটি মানুষের ভীরে আমি একজন অপ্রতীয়মান। সেই হাজার কোটি মানুষের কোন একটাই আমার চেহারা, আমার পরিচয়......

অপ্রতীয়মান › বিস্তারিত পোস্টঃ

আপত্তিকর WordPress/Blogspot ব্লগ রিপোর্ট করার সচিত্র পদ্ধতি

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৫





ব্লগ তৈরি করা এখন খুবই সহজ। ফ্রি ও তৈরি করা যায়। সহজ পরিচালনা পদ্ধতি আর ফ্রি ব্লগের জন্যে ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট ইদানীং খুব জনপ্রিয়। শুধু ফ্রি-এর জন্যে নয়, তাদের বিভিন্ন সুবিধা আর সিকিউরিটির জন্যেও তারা সমান ভাবে জনপ্রিয়। ব্যক্তিগত ব্লগ তৈরি করার জন্যে এই দুইটি প্লাটফর্ম সমান তালে জনপ্রিয়। সাথে তাদের দৃষ্টি নান্দনিক ডিজাইন আর কাজের সব প্লাগ-ইন এর জন্যে এদের কদর অনেক বেশি।



এই ফ্রি ব্লগিং সুবিধাকে কাজে লাগিয়ে বিকৃত চিন্তা ভাবনার কিছু লোক ওয়ার্ডপ্রেস / ব্লগস্পটে বিভিন্ন আপত্তিকর/অশ্লীল কন্টেন্ট দিয়ে ব্লগ খুলেছে। অশ্লীলতা আর বিকৃত মন-মানুষিকতা তাদের এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা 'মা' নামের পৃথিবীর সবচেয়ে দামী সম্পর্কটাকেও এর বাইরে রাখতে পারে নি। আর তাদের এই জঘন্য কাজের ফলাফল আমাদের উপরও সমান প্রভাব ফেলছে।



অন্য যে কোন ফ্রি ব্লগের তুলনায় Wordpress আর Blogger এর ব্লগ গুলি Google সহ বাকি জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলি দ্রুত ইনডেক্সিং এ নিয়ে আসে। আর কি-ওয়ার্ড ফিচার যুক্ত থাকায় যখনই আমরা কোন টপিক বিশেষ করে যদি বাংলাতে কোন টপিক লিখে সার্চ করতে যাই তখনই সার্চ রেজাল্ট হিসেবে এই সাইট/ব্লগ গুলি সামনে চলে আসে।



এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমাদেরই এগিয়ে আসতে হবে। আমাদেরই কঠোর হতে হবে। আর সময় কিন্তু এখনই, কারণ কয়দিন পর হয়তো সেটা এমন মাত্রায় পৌছবে যেখানে আপনি তার বিরুদ্ধে হাত তুলতেও সময় পাবেন না।









♦ ওয়ার্ডপ্রেস ব্লগ রিপোর্ট করার পদ্ধতি:

¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯




ধাপ ১: প্রথমে http://en.wordpress.com/abuse এই লিংকে যান।







ধাপ ২: প্রথম বক্সটাতে আপনার ইমেইল এড্রেসটি লিখুন, সাইট রিমুভ হলে তা আপনাকে মেইল করে জানিয়ে দেয়া হবে। দ্বিতীয় বক্সটাতে যেই ওয়ার্ডপ্রেস ব্লগটা সম্বন্ধে রিপোর্ট করতে চান তার ঠিকানা/URL লিখে/কপি-পোষ্ট দিন।







এরপর নিচের "Why are you reporting this?" এর অপশন গুলি থেকে "This content is abusive" অপশনটা সিলেক্ট করুন।







এরপর Contunue বাটনে চাপুন।







ধাপ ৩: এরপর টেক্সটবক্সটিতে আপনার মত করে সাইটটি নিয়ে আপত্তির কারণ লিখুন ইংরেজিতে। প্রয়োজনে নিচের মেসেজটি কপি-পেস্ট করে ব্যবহার করতে পারেন।





This blog site contents pornographic like sexual and dirty stories, publish women's pictures without their permission, which broke wordpress.com's terms and conditions. Hope you will check this site and remove this blog as soon as possible.



Thank you








এরপর Submit Report বাটনে ক্লিক করুন।







কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে আপনার রিপোর্টটি তাদের সাইটে জমা হয়ে গেছে সেটা দেখাবে।























♦ Blogger/Blogspot ব্লগ রিপোর্ট করার পদ্ধতি:

¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯


ধাপ ১ : প্রথমে গুগলের অফিসিয়াল Nudity সংক্রান্ত রিপোর্ট লিংকটি ভিজিট করুন-

https://support.google.com/blogger/answer/76314







ধাপ ২ : এরপর পেইজটি সম্পূর্ণ লোড হয়ে গেলে Please provide the URL of the blog in question এর ইনপুট বক্সে আপত্তিকর ব্লগটির ঠিকানা দিন।



তবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন আপনি একটা আইপি থেকে একটা ব্লগ সম্বন্ধে একটাই রিপোর্ট করতে পারবেন। যদি ৭ দিন রিভিউ শেষে আপনার আপত্তি তোলা ব্লগটি অপসারণ করা না হয় তবে ২য় বার রিপোর্ট করতে পারবেন। কিন্তু একই সময় একটি নির্দিষ্ট ব্লগ এর লিংকে যদি একের অধিক বার রিপোর্ট করতে যান তবে সেই রিপোর্টটি তারা স্প্যাম রিপোর্ট হিসেবে অন্তর্ভুক্ত করবে। তাই দয়া করে প্রতিটা ব্লগের জন্যে একবার করেই রিপোর্ট করবেন ৭ দিনে।







বক্সে লিংক দেবার পর Submit বাটনে ক্লিক করুন।







প্রায় সাথে সাথেই একটি মেসেজ দিয়ে আপনাকে জানানো হবে যে, আপনার রিপোর্টটি তাদের সার্ভারে জমা হয়েছে। এখন তারা যদি তাদের Terms of Service এর বাইরের কোন কন্টেন্ট পায় তবে সেটি রিমুভ করবে।







এখানে বলা কাজটুকু করতে আপনার সর্বোচ্চ ১০ মিনিট কিংবা আরো কম সময় লাগবে। কিন্তু এই কিছু সময়ই আপনি নিজের এবং আপনার পরিচিত কারো জন্যে সবচেয়ে বড় উপকারটি করলেন বুঝে নিবেন।





══════════════════════════

মা'য়ের সম্মান রক্ষার্থে কিছু পরিশ্রমী ছেলে-মেয়ে অনলাইনে কাজ করছে। তাদের প্রাথমিক উদ্দেশ্য জনপ্রিয় সার্চ-ইঞ্জিন গুলি থেকে পবিত্র "মা" শব্দটি নিয়ে নোংরামি গুলি দূর করা। সেই উদ্দেশ্যে তারা একটি ইভেন্ট খুলেছে। কিন্তু শুধু দূর করলেই তো আর দূর হবে না। আমাদের সেই খালি স্থান নিজেদের ভালো ভালো লেখা দিয়ে ভরাট করতে হবে। কত বিষয় নিয়েই তো প্রতিদিন কত-শত কিছু লিখি। মা'কে নিয়েও না হয় লিখলাম নিজেদের মত করে। তাতে মা'য়ের সম্মান ও কিছুটা রক্ষা করা হবে আর নিজের কাছে মা'য়ের মূল্যবোধও পরিষ্কার হবে।



ইভেন্ট লিংক__: http://goo.gl/YdXtEr

পেইজ লিংক__: https://www.facebook.com/ma.valobasi

ব্লগ লিংক_____: http://www.mayermomota.blogspot.com/



ইভেন্টে মা'কে নিয়ে লেখা গুলি পোষ্ট করলে তারা পেইজ আর ব্লগে তা পোষ্ট করবে আপনার নামেই। চলুন না দেখি ভালো কিছু করা যায় কিনা একসাথে....









সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ১৫২ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১৫২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:




পোষ্টটি স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি !


দারুন কাজ +++

১৮ ই মে, ২০১৪ সকাল ১০:১৭

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ।

আশা করছি সবাই নিজে নিজে আগ্রহী হয়েই কাজটা করবে :)

২| ১৮ ই মে, ২০১৪ সকাল ১০:২৩

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার পোস্ট।

১৮ ই মে, ২০১৪ সকাল ১০:৩৬

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৮ ই মে, ২০১৪ সকাল ১০:৩৮

জাহাঙ্গীর.আলম বলেছেন: ভিন্ন ও সুন্দর একটি প্রসঙ্গ তুলে ধরেছেন ৷




আশা করি সবাই অংশগ্রহণ করবেন ৷ ধন্যবাদ ৷

১৮ ই মে, ২০১৪ সকাল ১০:৪৪

অপ্রতীয়মান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আমিও আশা করছি সবাই নিজে থেকেই এগিয়ে আসবে। অনেকেই হয়তো চায় কিন্তু পদ্ধতিটা জানেনা বলে করতে পারে না। তাদের কথা ভেবেই কাজটুকু করেছি :)

৪| ১৮ ই মে, ২০১৪ সকাল ১১:৪৬

স্বর্ণমৃগ বলেছেন: অনেক ভাল একটি কাজ করেছেন! এই পোস্ট টি স্টিকি হওয়া উচিৎ, সবাই এটা সম্পর্কে জানতে পারলে সহজেই রিপোর্ট করতে পারবে।
পোস্ট দাতাকে অসংখ্য ধন্যবাদ। :)
+++++

১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৩

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

শুভ কামনা আপনার জন্যে :)

৫| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই কাজের পোষ্ট! শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৩৩

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

শুধু কাজের পোষ্ট বললে হবে না, কাজে যাতে লাগে সেই ব্যবস্থা করতে হবে ভাইয়া। পরিচিত সবাইকে বিষয়টা জানিয়ে আগ্রহী করতে হবে।

৬| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪১

আহসানের ব্লগ বলেছেন: পোস্ট টা সামু কতৃপক্ষ স্টিকি করেনা কেন ? :@

১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৩

অপ্রতীয়মান বলেছেন: সমসাময়িক গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয় আছে। আশা করি প্রয়োজনের উপর ভিত্তি করেই তারা সেটা ঠিক করবেন।

ধন্যবাদ :)

৭| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৯

সুমাইয়া আলো বলেছেন: খুব সুন্দর ভাবে বিষয়টি বুঝিয়েছেন। পোস্টে ♥♥♥♥♥ সহ +++++++++

১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৫

অপ্রতীয়মান বলেছেন: এখন আপনাদের দায়িত্ব কাজটি নিজে অবশ্যই করার এবং পরিচিত সবাইকে জানিয়ে কাজটি করতে উৎসাহিত করার।


শুভ কামনা রইলো :)

৮| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০১

সুমাইয়া আলো বলেছেন: পোস্টটি কি স্টিকি হবে না?

৯| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
দারুণ কাজের পোষ্ট।

পোষ্টটি স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি !

১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৬

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

১০| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০১

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল পোষ্ট। জানলাম।

১৯ শে মে, ২০১৪ রাত ১২:১১

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ

১১| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:০২

দি সুফি বলেছেন: হোস্টেড ওয়ার্ডপ্রেস হলে কিছুই করার নাই।

১৯ শে মে, ২০১৪ রাত ১২:১৪

অপ্রতীয়মান বলেছেন: হোস্টেড সাইট হলে একটু ঝামেলার। সে ক্ষেত্রে হোস্ট কোন দেশের সার্ভারে করা হয়েছে সেটা বের করতে হয়। তারপর সেই সার্ভার বরাবর, আর তাতে কাজ না হলে সেই দেশের অনলাইন সিকিউরিটি বরাবর মেইল করতে হয়। একটু ঝামেলার প্রসেস। সহজ কোন প্রসেস পেলে নতুন পোষ্টে জানিয়ে দিতে চেষ্টা করবো।

ধন্যবাদ।

১২| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:০৪

*অর্জুন* বলেছেন: ভালো পোস্ট। শুভ কামনা রইলো।

১৯ শে মে, ২০১৪ রাত ১২:১৫

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ। আশা করি ইতমধ্যে রিপোর্ট করে দিয়েছেন। এখন পরিচিত সবাইকে জানিয়ে দিন শুধু।

আপনার জন্যেও শুভ কামনা।

১৩| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর সচেতন পোস্ট , অবশ্যই এ বিষয়ে এক্ষনি পদক্ষেপ প্রয়োজন ।।

১৯ শে মে, ২০১৪ রাত ১২:১৬

অপ্রতীয়মান বলেছেন: হ্যাঁ, এখুনি পদক্ষেপ নিতে হবে। নয়তো অনেক দেরি হয়ে যাবে কিছু করার জন্যে। ভবিষ্যতে না নিজেদের কাছে না অপরের কাছে নিজেদের নিয়ে কিছু বলতে পারবো।

১৪| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট ।

১৯ শে মে, ২০১৪ রাত ১২:১৭

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ :)

১৫| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:০৪

আমার আমিত্ব বলেছেন: আসলে নেটে অনেক কিছুই রিপোর্ট করতে ইচ্ছা করে। সুন্দর পোস্ট।

১৯ শে মে, ২০১৪ রাত ১২:১৯

অপ্রতীয়মান বলেছেন: অনেকেই অনেক আপত্তিকর কন্টেন্টের জন্যে রিপোটিং সুবিধা দিয়ে রেখেছে। কিন্তু সেটা সবাই গুরুত্ব সহকারে দেখে না বলেই পোষ্ট দেবার প্রয়োজনীয়তা অনুভব করলাম। আর ইভেন্টেও দেখলাম জিনিষটা শেয়ার করা যায়। তাই তৈরি করলাম পোষ্ট টি।

ধন্যবাদ মন্তব্যের জন্যে।

১৬| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:০৭

আবু শাকিল বলেছেন: সচেতনামূলক পোস্ট ।
গুগুলে মা দিয়ে সাচ্ দিলে যা কিছু পাওয়া যায় তা বেশির ভাগই Wordpress আর Blogger আকাম।
এখনি এগুলো প্রতিহত করতে হবে।শুভ কামনা রইল।

১৯ শে মে, ২০১৪ রাত ১২:২১

অপ্রতীয়মান বলেছেন: হ্যাঁ, ফ্রি ব্লগিং সুবিধাকে কাজে লাগিও ঐসব বিকৃত মানুষ এই কাজ করছে। তাদের হাত থেকে এখুনি এই সব বন্ধ করতে না পারলে সামনে আমাদেরই বিপদে পড়তে হবে।

ধন্যবাদ, আপনার জন্যেও শুভ কামনা রইলো :)

১৭| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: সময় উপযোগী দারুণ কাজের পোস্ট। শেয়ার কার জন্য ধন্যবাদ।

সামু কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই পোস্টটি স্টিকি করার জন্য।

১৯ শে মে, ২০১৪ রাত ১২:৩৭

অপ্রতীয়মান বলেছেন: পোষ্ট স্টিকি করায় কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এখন অনেকেই পোষ্ট বুঝে রিপোর্ট করতে পারবে।

শুভ কামনা আপনার জন্যে :)

১৮| ১৯ শে মে, ২০১৪ রাত ১:০৮

দি ভয়েস বলেছেন: বেশ ভাল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় ।
সকলের এগিয়ে আশা উচিৎ এই নোংরামির
তাণ্ডব নৃত্য বন্ধ করতে ।

পোস্টে+++++++

শুভ কামনা রইল । :)

১৯ শে মে, ২০১৪ রাত ১:১৬

অপ্রতীয়মান বলেছেন: হ্যাঁ, এখুনি এগিয়ে আসতে হবে। নয়তো সামনে অন্ধকার অপেক্ষা করছে।

আপনার জন্যেও শুভ কামনা :)

১৯| ১৯ শে মে, ২০১৪ রাত ১:২৪

হেজাজের কাফেলা বলেছেন: খুব সুন্দর উদ্দোগ,ধন্যবাদ....

১৯ শে মে, ২০১৪ রাত ২:০৮

অপ্রতীয়মান বলেছেন: আশা করি আপত্তিকর ওয়েব ব্লগ গুলি ইতমধ্যে রিপোর্ট করে ফেলেছেন।

শুভ কামনা রইলো :)

২০| ১৯ শে মে, ২০১৪ রাত ১:৪৬

শুভ্র৯৫রকস বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৯ শে মে, ২০১৪ রাত ২:০৯

অপ্রতীয়মান বলেছেন: এখন রিপোর্ট করে ফেলুন দ্রুত :)

২১| ১৯ শে মে, ২০১৪ রাত ১:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি পোস্ট। সঠিক পদ্ধতি না জানার কারণে অনেক আপত্তিকর ব্লগস্পট এর বিরুদ্ধে রিপোর্ট করতে পারি না। আপনার এই পোস্টটি অনেক কাজে লাগবে। শেয়ার কার জন্য ধন্যবাদ।

পোস্টে ভাল লাগা এবং প্রিয়তে।

১৯ শে মে, ২০১৪ রাত ২:১১

অপ্রতীয়মান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। অনেক কিছুই ইচ্ছে করে কিন্তু পদ্ধতি না জানার কারণে করা হয়না। আর ইভেন্টের প্রয়োজনীয়তা বুঝে পোষ্ট টি লিখেছিলাম। এখানে এখন সবার উপাকরে আসবে আশা করি :)


শুভ কামনা রইলো।

২২| ১৯ শে মে, ২০১৪ রাত ২:৪১

নহে মিথ্যা বলেছেন: ভাই খুব ভাল লিখেছেন কিন্তু ছোট একটা সমস্যা আছে...

ব্লগারে যদি কেউ এডাল্ট কোন কিছু পোষ্ট দিতে চায় ব্লগস্পটে তাদের জন্য গুগল মামা বিশেষ সুবিধা রেখেছে। একটা ছবি দেই তাহলে ভাল বুঝবেন... :(

ব্লগস্পটে সেটিংএ একটা Option আছে,


এখন ভাবছেন এটা কেন?? দাড়ান আরেকটা ছবি দেই,


অর্থাৎ কেউ যদি এটাতে Yes দিয়ে রাখে তাহলে যতই আপনি রিপোর্ট করেননা কেন কোন লাভ নাই। :(

এটা দেবার ফলে কেউ যদি ঐ সাইটে ঢুকতে চায় তাকে শুধু একটা Warning দিবে Adult site বলে, ব্যাস শেষ।

আর Wordpress সম্পর্কে ধারনা নাই কেননা আমি ব্লগস্পট ব্যাবহার করি। হয়ত সেখানেও এমন কোন সুবিধা আছে। :(

১৯ শে মে, ২০১৪ সকাল ৮:৪৬

অপ্রতীয়মান বলেছেন: হ্যাঁ, গুগলের ব্লগস্পটে এই সেটিংস টি রয়েছে এবং আপনার কথা মত এই সেটিং ব্যবহার হয়েছে এমন ব্লগে ঢুকতে হলে প্রথমে ওয়ার্নিং আসে।

তবে আরও একটা ব্যাপার রয়েছে। ব্লগস্পট কন্টেন্ট পলিসিতে তারা বলেছে-

● We do not allow non-consensual or illegal sexual content, including image, video or textual content that depicts or encourages rape, incest, bestiality, or necrophilia.

● Child sexual abuse imagery: We will terminate the accounts of any user we find publishing or distributing child sexual abuse imagery. We will also report that user to law enforcement.


আর এই কারণেই তারা Nudity on blogger নামে রিপোটিং সুবিধা চালু রেখেছে।

হ্যাঁ, এই সুবিধা গ্রহণ করা সাইট গুলি রিপোর্ট করলে হয়তো প্রথম দিকে তা গুগল সরাতে চাইবে না। কিন্তু যদি অনেক রিপোর্ট জমা হতে থাকে তবে তা সাধারণত বন্ধ করে দেয়।


গুরুত্বপূর্ণ পয়েন্টটি আলোচনা করার জন্যে অনেক ধন্যবাদ।


শুভ কামনা আপনার জন্যে :)

২৩| ১৯ শে মে, ২০১৪ সকাল ৮:৪৮

আ আ খান বলেছেন: গুড পোস্ট ।

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫১

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ :)

২৪| ১৯ শে মে, ২০১৪ সকাল ৮:৪৯

সময়ের ডানায় বলেছেন: প্রয়োজনীয় ও সময়োপযোগী পোস্ট।

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫১

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ :)

২৫| ১৯ শে মে, ২০১৪ সকাল ৯:৫১

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: সুন্দর লেখা। ধন্যবাদ।

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫২

অপ্রতীয়মান বলেছেন: শুভ কামনা আপনার জন্যে :)

২৬| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:০৮

আজবছেলে বলেছেন: হুম এটা চিন্তার বিষয়। আমার নিজেরই wordpress এর বগ্ল আছে। ওই খানে প্রায়ি দেখা যায় চটি সাইটগুলা টপে থাকে। এর মধ্যে আজকে সকালের উদাহরন দেখাচ্ছি।

{"filesize_ok":true,"image_id":189617,"success":true}

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৬

অপ্রতীয়মান বলেছেন: এটাচ করা ছবিটি আসেনি। কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি। যারা ঐ ব্লগ গুলি লিখছে তাদের নিজেদের মাঝে ভালো যোগাযোগ রয়েছে। তাই নিজের ব্লগের পাশাপাশি অন্যদের ব্লগ রোগুলার ভিজিট করে, কি ওয়ার্ড একই রকম থাকার কারণে তাদের ভিজিটিং সিস্টেম থেকে ঐ সব ব্লগ গুলি টপ ব্লগে পরিণত হয়। যা সাজেশন ব্লগ কিংবা পোষ্ট লেখার সময় নিচে দেখা যায়।

রিপোর্ট করে দিন। আজকেই হয়তো হবে না। কিন্তু আশা করি সবাই যদি এই ব্যাপারে একটু গুরুত্ব দিয়ে কাজ করে আর সচেতনতা ধরে রাখে তবে অবশ্যই এই সব বাজে ব্লগ গুলি বন্ধ হবে।

শুভ কামনা আপনার জন্যে :)

২৭| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৪

মাথা ঠান্ডা বলেছেন: প্রয়োজনীয় পোস্ট।

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৭

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ :)

২৮| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:৪৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: পদ্ধতি গুলো সংগ্রহে রাখলাম। যখন'ই সময় পাবো ব্যবহার করবো ইনশাল্লাহ ।

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৮

অপ্রতীয়মান বলেছেন: ব্লগের বাইরে যারা পরিচিত আছে তাদেরও জানিয়ে দিন। তাতে তারাও আগ্রহী হয়ে কাজটি করতে উৎসাহ বোধ করবে।

ধন্যবাদ :)

২৯| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৩

আনোয়ার কামাল বলেছেন: ভালো লেগেছে। লেখককে সাধুবাদ।

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৯

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ।

শুভ কামনা থাকলো :)

৩০| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৮

জাহিদ ২০১০ বলেছেন: সবগুলারে রিপোর্ট কইরা দিছি। অনেক ভালো একটা পোষ্ট।

১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০১

অপ্রতীয়মান বলেছেন: অনেক বেশি ভালো লাগছে আপনার মন্তব্য দেখে। সবাই যদি সব গুলি ব্লগ রিপোর্ট করতো তবে দ্রুতই এই সব বাজে ব্লগ বন্ধ হয়ে যেতো।

শুভ কামনা থাকলো ভাইয়া :)

৩১| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৩

নহে মিথ্যা বলেছেন: ভাই আবার ধন্যবাদ জানাই আপনার লেখার জন্য আমি নিজেও এর বিরুদ্ধে।

আমার মনে হয় আপনি দু'টা পয়েন্ট ধরতে পারেন নাই। আমি একটু ব্যাখ্যা দেই,


প্রথমতঃ
● We do not allow non-consensual or illegal sexual content, including image, video or textual content that depicts or encourages rape, incest, bestiality, or necrophilia.

অর্থাৎ, এখানে আপনি Copy Right protected sexual content যদি রাখেন তাহলে তার জন্য ব্লগ সরিয়ে নেওয়া হবে। আরে পর্ন ভিডিও গুলিরও Copy right রয়েছে। তবে যদি সম্পূর্ন নিজের তৈরি পর্ন ভিডিও, ছবি বা লেখা রাখেন তাহলে সরাবে না। :(
আর এই কারনেই আমেরিকার পর্ন ইন্ডাষ্ট্রি আজ ৩০০ বিলিয়ন ডলারের ইন্ডাষ্ট্রিতে পরিনত হয়েছে। :(


● Child sexual abuse imagery: We will terminate the accounts of any user we find publishing or distributing child sexual abuse imagery. We will also report that user to law enforcement.

অর্থাৎ, ১৮ বছরের নিচে কোন কিশোর বা কৌশরের ছবি রাখা যাবে না, তবে ১৮+ যে কারো ছবি রাখতে পারবেন। :(

আরেকটা কথা, বিগত কয়েক মাস ধরে গুগল নিজ থেকেই অনেক গুলি চটি ব্লগ মুছে দিয়েছে তাদের দেওয়া চুক্তি ভংগের কারনে। সাথে অন্য বিষয়ের ব্লগ গুলিও।

আর ভাই wordpress এ কোন ব্লগ ডিলিট করানোর ক্ষেত্রে একটা ডায়ালগ দেই, "ডনকোঁ পাকারনা মুশকিলইহি নেহি, নাম মুনকিন হে"। :(

তবে সুখবর হল, অনেক বাংলা চটি ব্লগ এডমিন এ সম্পর্কে বেশি কিছু না জানার কারনে, তারা Declare দেয় না গুগলের কাছে যে তাদের ব্লগে Sexual content আছে। সে ক্ষেত্রে আপনার দেওয়া পদ্ধতিতে রিপোর্ট করলে কাজে লাগবে। :)

আরেকটা কথা, আপনার দেওয়া লিংকে যে পরিমান লোক যাচ্ছে তাতে আমার ধারনা Adult Advertisement কম্পানির কাছ থেকে ঐ সকল ব্লগের মালিকেরা এই মাসে বেশ মোটা অংকের ডলার পাবে। আর এই কৃতিত্ব আপনার আর সামুর সেই মডুর যে এটাকে পিন করেছে। আর এই অর্থের লোভে যে ঐসকল ব্লগের মালিক সহ অনেকেই এরকম ব্লগ খুলতে আরো উৎসাহ পাবে তা বলার অপেক্ষা রাখে না।

আপনার লেখা ভাল এবং মানসম্মত হলেও পরিকল্পনাহীন। মাফ করবেন কিন্তু কিছু কিছু জিনিষ অগোচরে রাখাই ভাল।

আর আমি এ বিষয় নিয়ে অনেক আগের থেকেই কাজ করছি, আর আমাদের কাজের কারনে বর্তমানে ফেসবুকে বাংলা অশ্লীল পেজ গুলির সংখ্যা অনেক কমে গেছে। ফেসবুক পেজ এডমিনদের নিয়ে গড়ে তুলেছিলাম BFPAA (Bangladesh Facebook Page Admin Association), যারা অশ্লীল পেজ এডমিনদের বাসায় যেয়ে যেয়ে তাদের কিছুটা ভয় প্রদর্শন করে ফেসবুকে বাংলাদেশের এডাল্ট পেজ গুলির দৌড়াত্ত্ব অনেকটাই কমিয়ে দিয়েছে।

আরো ধারনা দেবার জন্য এটা দেখতে পারেনঃ Click This Link অশ্লীলতা

যা হোক অনেক কথা বললাম আর লিংক গুলি শেয়ার করে আপনি ঐ সকল ব্লগের হিট বাড়িয়ে দিলেন। যা অত্যান্ত দুঃক্ষের বিষয়।

১৯ শে মে, ২০১৪ দুপুর ২:২১

অপ্রতীয়মান বলেছেন: ভালো একটা পয়েন্ট বলেছেন। আমি সত্যিকার অর্থেই এই দিকটা এভাবে চিন্তা করে দেখিনি। মূলত রিপোর্টিং এর সময় গুগল ব্যবহার না করে যাতে দ্রুত রিপোর্ট করতে পারে সেই উদ্দেশ্যে লিংক যুক্ত করে দিয়েছিলাম। যা মূলত সার্চ রেজাল্টের প্রথম দিকেই চলে আসে।

এখন সেই লিংক গুলি পোষ্ট থেকে সরিয়ে নিচ্ছি। আশা করি যারা আগ্রহী তারা নিজে থেকেই লিংক খুঁজে কাজ করতে পারবে।

ধন্যবাদ :)

৩২| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খারাপ সাইটের লিংকগুলো উঠিয়ে দিন , তা না হলে এগুলো আরো বেশি প্রচার পাবে । আপনি আপনার নিজের অজান্তেই এগুলোর প্রচার করছেন ।

১৯ শে মে, ২০১৪ দুপুর ২:২৫

অপ্রতীয়মান বলেছেন: লিংক গুলি মুছে দেয়া হয়েছে :)

ধন্যবাদ।

৩৩| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৬

নহে মিথ্যা বলেছেন: দুঃক্ষিত উপরের দেওয়া লিংক সম্ভবত কাজ করছে না তাই আবার দিলাম :)
Link :: bit.ly/1qOAeyI

১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৫

অপ্রতীয়মান বলেছেন: দেখলাম ভাইয়া। অনেক গুলি বিষয় তুলে ধরা হয়েছে।

ধন্যবাদ।

৩৪| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৩

আজীব ০০৭ বলেছেন: সুন্দর সচেতন পোস্ট

১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৫

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ

৩৫| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সচেতনতা মূলক পোস্টে ++++

১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০৪

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ

৩৬| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২০

রাহুল চক্রবর্তী বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরলেন,আগামীতে শিক্ষনীয় আরো কিছুর অপেক্ষায় থাকলাম।
শুভ কামনা।

২১ শে মে, ২০১৪ রাত ১২:০৬

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যেও শুভ কামনা থাকলো :)

৩৭| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ষ্টীকি করায় সামুকে ধন্যবাদ।

শ্রদ্ধায় স্মরণে এবং ধারাবাহিকতায় মনে পড়ে সেই উদ্যোগ স্বপ্নবাজ অভি ভাঈয়ের
"মা" নিয়ে লিখা সুন্দর আর্টিকেল (নোংরা পেজগুলোকে পেছনে ফেলে ) গুগলের প্রথম পাতায় নিয়ে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ।

এবং মেহেদী হাসান মানিক ভাইয়ের পোষ্ট-উদ্যোগ.....
মা আমরা তোমাকে ভালবাসি তোমার অপমান আমরা হতে দিব না। ব্লগার ভাই বোনদের সহযোগিতা কামনা করছি।

এই ধারাবাহিকতা চলমান থাকুক.. মায়ের সম্মানে যতদিন অন্ধকার থাকবে ততদিন আলো জ্বালাবার লোকওযে থাকা চাই....আলো জ্বলতে থাকুক, সুন্দর সত্য আর পবিত্রতার......................

২১ শে মে, ২০১৪ রাত ১২:০৮

অপ্রতীয়মান বলেছেন: আমিও আশা করছি সবাই মা'য়ের সম্মানে নিজ নিজ আগ্রহে এগিয়ে আসবে।


ধন্যবাদ :)

৩৮| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

সামুস কিং বলেছেন: +++

২১ শে মে, ২০১৪ রাত ১২:০৮

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ

৩৯| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:১৫

নাসরীন খান বলেছেন: চমৎকার কাজ।

৪০| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৩১

বাবুই পািখ বলেছেন: কিছু রিপোর্ট করেছি।

খুব ভালো পোস্ট ।

২১ শে মে, ২০১৪ রাত ১২:০৯

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ।

শুভ কামনা থাকলো। আশা করি রিপোর্টিং চালিয়ে যাবেন নিজের মত করে।

৪১| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৪২

শাহ আলম বাদশাহ বলেছেন: সামুতেও যে ১৮প্লাস নামে এমন পর্ণ পোস্ট আসে তার কী হবে, যা মেয়েদের জন্য তো আরো বিব্রতকর? কেউ লেখে মেয়েরা নিজ দায়িত্বে ঢুকবেন, অপ্রাপ্তরা ঢুকবেন না ইত্যাদি!!

আপনাকে অনেক ধন্যবাদ, তবে আমি প্রায়ই রিপোর্ট করি এবং কাজ হয়।

২১ শে মে, ২০১৪ রাত ১২:১২

অপ্রতীয়মান বলেছেন: সেক্ষেত্রে নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এমন টাইটেল দিয়ে পোষ্ট দিতে যাতে আগ্রহ বোধ না করে আর নিয়ম যাতে এদের জন্যেও কিছুটা অন্যরকম থাকে সেই ব্যবস্থা করতে হবে। আশা করি আমরাদের এখানে যারা রয়েছেন তারা সবাই এই ব্যাপারটি নিয়ে চিন্তা করে একটা সমাধানে পৌঁছবেন।

ধন্যবাদ।

৪২| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৫১

আসোয়াদ লোদি বলেছেন: অশোভন পোষ্ট করার মধ্য দিয়ে ব্যক্তিগত রুচির প্রকাশ ঘটে । ইদানিং সোশ্যাল মিডিয়াগুলো অনেক সময় বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে । আপনার পোষ্ট সময়োপযোগী ।

২১ শে মে, ২০১৪ রাত ১২:১২

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ।

৪৩| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:২৩

ঝটিকা মেইল বলেছেন: হাঁচা কইছেন ভাই.....

৪৪| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:

কাজে দরকার আসবে । তাই প্রিয়তে রাখলাম ।

আর আপনার ব্লগসাইট দেখলাম "মা" নিয়ে ...খুব ভালো লেগেছে চিন্তা ভাবনা ।

২১ শে মে, ২০১৪ রাত ১২:১৫

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ আপু।

ব্লগটি মূলত আমার নিজের নয়। ইভেন্ট হোস্ট নিজ দায়িত্বে ব্লগটিতে কাজ করে যাচ্ছেন। তবে পরিচিতি না থাকায় অনেকেই সেটা জানতো না। আমি শুধু সবাইকে একটু জানানোর চেষ্টা করেছি মাত্র :)

৪৫| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:৩১

মোমের মানুষ-২ বলেছেন: সুন্দর পোস্ট, ধন্যবাদ লেখককে আর মডারেশন প্যানেলকেও এটি স্টিকি করার জন্য

৪৬| ২০ শে মে, ২০১৪ রাত ১২:১১

দি সুফি বলেছেন: কপিরাইট নীতিমালা না ভঙ্গ করলে, হোস্টেড সাইটের কন্টেন্ট যতই আপত্তিকরা হোক না কেন, কিছুই করা সম্ভব না।

২১ শে মে, ২০১৪ রাত ১২:১৭

অপ্রতীয়মান বলেছেন: কিছু হোস্টিং সাইট তাদের হোস্টে আপত্তিকর কন্টেন্ট বা সাইট থাকলে তার বিরুদ্ধে অভিযোগ করার সুবিধা দিয়ে থাকে। তবে প্রতিটা সাইটের জন্যে হোস্ট খুঁজে বের করে তারপর কাজটা করা সময়সাপেক্ষ এবং বিরক্তিকর। আবার অনেক সময় রিপোর্ট করলেও তাদের রিপ্লাই পাওয়া যায় অনেক দেরি করে।

৪৭| ২০ শে মে, ২০১৪ রাত ১২:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর পোস্ট!!!! কিন্তু নহে মিথ্যার কমেন্টগুলো বেশ চিন্তাতে ফেলে দিলো। :(

২১ শে মে, ২০১৪ রাত ১২:১৮

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ।

হ্যাঁ, মিথ্যা নহে ভাইয়া গুরুত্বপূর্ণ অংশটাই আলোচনা করেছে।

৪৮| ২০ শে মে, ২০১৪ রাত ১:২১

জাফরুল মবীন বলেছেন: পাপ আর পাপী সব সময় সব সমাজেই ছিল।কিন্তু মানুষের নৈতিক মনোবল ও ধর্মীয় অনুশাসন মেনে চলার দৃঢ়তায় এদের ক্ষতিকর প্রভাবকে একটা গন্ডির মধ্যে রাখা সম্ভব ছিল।কিন্তু আজ আমাদের চরম নৈতিক অবক্ষয় ঘটেছে আর ধর্মীয় অনুশাসন মেনে চলাতো মৌলবাদীর লক্ষণ হিসাবে বিবেচিত।কাজেই চাহিদার সাথে সাথে সাপ্লাই বেড়েছে।আপনি পর্ণ সাইটগুলোর ফ্ল্যাগ কাউন্টার দেখুন;ভিজিটর সংখ্যায় বাংলাদেশ সবগুলোতেই প্রথম।এদের একটা বন্ধ হলে আরেকটা জন্মাবে।এক বাঁশেরকেল্লাকেই(উদাহরণের জন্য এই রাজনৈতিক পেজটির নাম ব্যবহার করলাম) সরকার বার বার চেষ্টা করে বন্ধ করতে পারেনি।আমাদের নৈতিকতা উন্নত না হলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে মনে করছি না।তবুও বিষয়টি আলোচনায় আনার জন্য লেখককে ধন্যবাদ।

২১ শে মে, ২০১৪ রাত ১২:২০

অপ্রতীয়মান বলেছেন: সে ক্ষেত্রে কিভাবে কাজটি করা যায় তা নিয়ে আলোচনা কিংবা সমাধানের রাস্তা বের করতে হবে সবাইকে মিলে।


ধন্যবাদ মন্তব্যের জন্যে।

৪৯| ২০ শে মে, ২০১৪ রাত ৩:১২

অসনাক্ত বলেছেন: কি রিপোর্ট করুম খুজতাসি হে হে হে কারে রেখে কারে করুম ভাবতাসি... ভাবতেই আসি ...

২১ শে মে, ২০১৪ রাত ১২:২২

অপ্রতীয়মান বলেছেন: ভাবলে ভাবতেই হবে। তাই একদিক থেকে রিপোর্ট করা শুরু করুন। আশা করি আস্তে আস্তে সংখ্যা কমবে।

শুভ কামনা আপনার জন্যে :)

৫০| ২০ শে মে, ২০১৪ সকাল ৮:৪৬

ক্লে ম্যান বলেছেন: সবাই বিষয়টি জেনে,সচেতন হবে আশা করছি|আর রিপোর্ট করার নিয়ম জেনে ভাল লাগলো

২১ শে মে, ২০১৪ রাত ১২:২২

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ :)

৫১| ২০ শে মে, ২০১৪ সকাল ৯:২৮

দৈনিক মজিদকন্ঠ বলেছেন: অনেক ধন্যবাদ

২১ শে মে, ২০১৪ রাত ১২:২৩

অপ্রতীয়মান বলেছেন: শুভ কামনা থাকলো :)

২১ শে মে, ২০১৪ রাত ১২:২৩

অপ্রতীয়মান বলেছেন: শুভ কামনা থাকলো :)

৫২| ২০ শে মে, ২০১৪ সকাল ১১:১৭

পরের তরে বলেছেন: সময়োপোযাগী এত গুরুত্বপুর্ণ একটি পোষ্ট করেছেন যা সত্যিই কল্পনার বাইরে ছিল। ধন্যবাদ আপনাকে। স্যালুট আপনাকে।

২১ শে মে, ২০১৪ রাত ১২:২৬

অপ্রতীয়মান বলেছেন: আমি পদ্ধতিটি জানাবার চেষ্টা করেছি মাত্র। মূল কাজটা কিন্তু সকলের মিলে করতে হবে।

শুভ কামনা থাকলো :)

৫৩| ২০ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রথমে পোস্টদাতাকে ধন্যবাদ একটি দরকারি বিষয়ে আমাদেরকে সচেতন করার জন্য।

ব্লগার নহে মিথ্যার প্রথম মন্তব্যটি আমার কাছে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং মনে হয়েছে।

এডাল্ট কনটেন্ট এর বিপক্ষে কথা বলতে যেয়ে আমরা যেন এর পক্ষে লেগে না যাই। খেয়াল করতে হবে।

কয়েক মাস আগে আমাদের একজন সিনিয়র ব্লগার এরকম একটি কাজ করেছিলেন। আপত্তিকর সাইটের বিপক্ষে্ বলতে যেয়ে তিনি এক গাদা লিংক দিলেন। মনের অজান্তেই তিনি এটি করেছেন, তাই লজ্জা দিতে চাই নি।

সেন্সেটিভ ইস্যুতে সাবধানে সতর্ক করতে হয়।

সবচেয়ে বড় সত

২১ শে মে, ২০১৪ রাত ১২:৩০

অপ্রতীয়মান বলেছেন: ভুলটা আমার দ্বারাও হয়ে গিয়েছিল অজান্তেই। এবং "মিথ্যা নহে" ভাইকে সত্যিকার অর্থেই ধন্যবাদ ব্যাপারটা পরিষ্কার ভাবে বুঝিয়ে বলার জন্যে। যদিও আমি সরাসরি লিংক ব্যবহার করি নি, তবুও সেই লিংক গুলি আমি উঠিয়ে নিয়েছি।


ধন্যবাদ মন্তব্যের জন্যে :)

৫৪| ২০ শে মে, ২০১৪ দুপুর ১২:১৮

কাজী আলী নূর বলেছেন: পোস্ট টি অনেক কাজের এবং চমৎকার উপস্থাপনা।
লেখককে ধন্যবাদ

২১ শে মে, ২০১৪ রাত ১২:৩১

অপ্রতীয়মান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। এখন পদ্ধতি কাজে লাগিয়ে রিপোর্ট করার পালা আপনাদের সকলের :)

৫৫| ২০ শে মে, ২০১৪ দুপুর ১২:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রথমে পোস্টদাতাকে ধন্যবাদ একটি দরকারি বিষয়ে আমাদেরকে সচেতন করার জন্য।

ব্লগার নহে মিথ্যা এবং দি সুফি’র প্রথম মন্তব্য আমার কাছে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং মনে হয়েছে।

এডাল্ট কনটেন্ট এর বিপক্ষে কথা বলতে যেয়ে আমরা যেন এর পক্ষে লেগে না যাই। খেয়াল করতে হবে।

কয়েক মাস আগে আমাদের একজন সিনিয়র ব্লগার এরকম একটি কাজ করেছিলেন। আপত্তিকর সাইটের বিপক্ষে্ বলতে যেয়ে তিনি এক গাদা লিংক দিলেন। মনের অজান্তেই তিনি এটি করেছেন, তাই লজ্জা দিতে চাই নি।

সেন্সেটিভ ইস্যুতে সাবধানেই সতর্ক করতে হয়।

সবচেয়ে বড় সতর্কতা হলো নিজের নৈতিকতা :)

২১ শে মে, ২০১৪ রাত ১২:৩৪

অপ্রতীয়মান বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া। সবার আগে নিজের সতর্কতা আর নিজের নৈতিকতা ঠিক করতে হবে আমাদের সকলের।

শুভ কামনা থাকলো :)

৫৬| ২০ শে মে, ২০১৪ দুপুর ১২:২৩

কাজী মাসুক বলেছেন: ভাল লিখলেন ,তবে নিজে ঠিক থাকলে জগৎ ঠিক সবার প্রতি এ অনুরোধ

২১ শে মে, ২০১৪ রাত ১২:৩৭

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ :)

৫৭| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:৫১

মুহামমদল হািবব বলেছেন: সচেতনতা মূলক পোস্টে ++++

২১ শে মে, ২০১৪ রাত ১২:৩৮

অপ্রতীয়মান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫৮| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:৫৬

জঙ্গীবিমান বলেছেন: ধন্যবাদ

২১ শে মে, ২০১৪ রাত ১২:৩৮

অপ্রতীয়মান বলেছেন: শুভ কামনা থাকলো :)

৫৯| ২০ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৯

ঢাকার পোলা বলেছেন: দারুন লিখেছেন :)

২১ শে মে, ২০১৪ রাত ১২:৩৯

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ।
এখন আপনাদের দায়িত্বে সেই সব ব্লগ গুলির বিরুদ্ধে রিপোর্ট শুরু করে দিন :)

৬০| ২১ শে মে, ২০১৪ রাত ১:০২

আত্নভোলা বলেছেন: দিছি রিপোট করে ৫ টা wp সাইট।

৬১| ২১ শে মে, ২০১৪ রাত ১:০২

আত্নভোলা বলেছেন: দিছি রিপোট করে ৫ টা wp সাইট।

৬২| ২১ শে মে, ২০১৪ রাত ১:০২

আত্নভোলা বলেছেন: দিছি রিপোট করে ৫ টা wp সাইট।

৬৩| ২১ শে মে, ২০১৪ রাত ১:০২

আত্নভোলা বলেছেন: দিছি রিপোট করে ৫ টা wp সাইট।

৬৪| ২১ শে মে, ২০১৪ রাত ১:০২

আত্নভোলা বলেছেন: দিছি রিপোট করে ৫ টা wp সাইট।

২১ শে মে, ২০১৪ রাত ৩:১৪

অপ্রতীয়মান বলেছেন: অনেক খুশি লাগছে। সবাই যদি এভাবে করে করে মন্তব্যে যুক্ত করে দিতো।

শুভ কামনা থাকলো আপনার জন্যে :)

৬৫| ২১ শে মে, ২০১৪ ভোর ৫:৩৩

বিডি আইডল বলেছেন: ফ্রি ব্লগস্পটে আর ওয়ার্ডপ্রেসে কেইই বা আর সাইট করে আজকাল। এটার দোষ আমাদের। বাংলা ভাষায় এমন কোন শব্দ নেই যেটাকে আমরা দূষিত করিনি। গুগুলে সার্চ দিলেই তার প্রমাণ মিলে।

২১ শে মে, ২০১৪ সকাল ১১:২৭

অপ্রতীয়মান বলেছেন: অবশ্যই আমাদের দোষ। আমরাই চুপ থেকে তাদের নীরব সমর্থন দিয়ে থাকি। আমরাই এড়িয়ে গিয়ে তাদের মত কাজ করার সুযোগ করে দেই। আর সেই কারণেই তারা তাদের অপকর্ম নিজের ইচ্ছে মত করতে থাকে। কিন্তু প্রথম থেকেই যদি আওয়াজ তুলতে পারতাম তবে আজ এই অবস্থার সম্মুখীন হতে হতো না। তবুও এখন যেহেতু সুযোগ আছে তাই সবাই একটু চেষ্টা করলে এই ধরণের সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে বিশ্বাস করি।

মন্তব্যের জন্যে ধন্যবাদ :)

৬৬| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:০০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার পোস্ট ভাইডি! পোস্ট টার জন্য অনেক অনেক ধইন্না!
অবশ্যই প্রিয়তে
আজকাল টেকি পোস্ট এর গন্ধও পাই না সামুতে :(

২১ শে মে, ২০১৪ সকাল ১১:৩০

অপ্রতীয়মান বলেছেন: আসলে এখন টেকি পোষ্ট একটু গুগল করলেই পাওয়া যায়। আর সেই গুলিকে নিজের মত করে সহজ করে উপস্থাপন করা একটু ঝামেলারও বটে। আবার অনেকে সোশ্যাল প্লাটফর্মে টেকি পোষ্ট এড়িয়ে যায়। তাই সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ মূলত টেকি পোষ্ট নিয়ে আসে না এখন আর।

সময় করে পোষ্ট দেখার জন্যে ধন্যবাদ।
শুভ কামনা থাকলো :)

৬৭| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:৫৩

সোজা কথা বলেছেন: সুন্দর উপস্থাপনা। বোধ করি সবার সম্মিলিত প্রচেষ্টা থাকবে।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ। আমিও আশা করছি সবাই নিজ উদ্যোগে এগিয়ে আসবে।

৬৮| ২১ শে মে, ২০১৪ বিকাল ৫:২৭

মোঃ জাহিদুর রহমান। বলেছেন: এই পোস্টটি অনকে সুন্দর ।
জাহিদ
Kabirhat.com

http://ripon155.blogspot.com/
http://www.kabirhat.com

৬৯| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দরকারী পোষ্ট। ভাগাভাগি করে নেবার জন্য ধন্যবাদ।

২১ শে মে, ২০১৪ রাত ৮:৫০

অপ্রতীয়মান বলেছেন: অংশগ্রহণ করার জন্যে আপনাকেও ধন্যবাদ :)

৭০| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৫৭

ইখতামিন বলেছেন:
খুব জরুরী পোস্টের জন্য ধন্যবাদ

২২ শে মে, ২০১৪ সকাল ১০:২৩

অপ্রতীয়মান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। এখন পদ্ধতিটি কাজে লাগানো শুরু করে দিন :)

৭১| ২২ শে মে, ২০১৪ রাত ২:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার পোস্ট।

২২ শে মে, ২০১৪ সকাল ১০:২৩

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ।
এখন পদ্ধতিটি কাজে লাগানো শুরু করে দিন :)

৭২| ২২ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৮

বোধহীন স্বপ্ন বলেছেন: সম্মিলিতভাবে রিপোর্ট করা শুরু হোক এখনি।

২২ শে মে, ২০১৪ দুপুর ২:১১

অপ্রতীয়মান বলেছেন: হ্যাঁ, সম্মিলিত ভাবে সবাই সচেতন হয়ে এগিয়ে আসুক।

৭৩| ২২ শে মে, ২০১৪ রাত ১১:২৩

ফোজাইল ইমন বলেছেন: সময় উপযোগী পোস্ট। পোস্টানোর জন্য ধন্যবাদ.. :)

২৩ শে মে, ২০১৪ সকাল ১১:০৪

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ

৭৪| ২৩ শে মে, ২০১৪ রাত ৩:৩৩

আকিব আরিয়ান বলেছেন: ভালো একটা পোস্ট ছিল প্রিয়তে নিয়ে রাখলাম

২৩ শে মে, ২০১৪ সকাল ১১:০৫

অপ্রতীয়মান বলেছেন: শুভ কামনা থাকলো :)

৭৫| ২৩ শে মে, ২০১৪ রাত ৩:৪৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: উপকারী পোস্ট।

++++

২৩ শে মে, ২০১৪ সকাল ১১:৪২

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ :)

৭৬| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৩:১৮

তাহের চৌধুরী সুমন বলেছেন: জানা ছিলো, তারপরও ধন্যবাদ আপনাকে।

২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:২২

অপ্রতীয়মান বলেছেন: শুভ কামনা থাকলো :)

৭৭| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪৯

প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: অত্যন্ত গুরুত্ব পূর্ণ পোস্ট
প্রিয়তে গেল ধন্যবাদ

২৫ শে মে, ২০১৪ রাত ১:২৯

অপ্রতীয়মান বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৭৮| ২৪ শে মে, ২০১৪ রাত ১০:৫৭

তানিয়া হাসান খান বলেছেন: খুবই কাজের পোষ্ট! শেয়ার করার জন্য ধন্যবাদ।+++++++++++++

২৫ শে মে, ২০১৪ রাত ১:৩১

অপ্রতীয়মান বলেছেন: কাজের পোষ্ট শুধু বললেই হবে না। সেটা কাজে লাগাতে হবে। তারপরই এই কাজটি পূর্ণতা পাবে :)

৭৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

নীল আতঙ্ক বলেছেন: অনেক উপকারি একটা পোস্ট।
আচ্ছা ভাইয়া প্রিয় তে কি খালি একটা পোস্ট রাখা যায়???
এই পোস্ট টা সহ আজ আরও কিছু পোস্ট প্রিয় তে রাখতে চাই।
কিন্তু হুলুদ বাটান টাই পাচ্ছিনা :(

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

অপ্রতীয়মান বলেছেন: প্রিয় পোষ্ট হিসেবে আপনি ইচ্ছে সংখ্যক পোষ্ট তালিকায় যুক্ত করতে পারবেন বলেই জানি। সম্ভবত কোন ত্রুটির কারণে সেটা আপনার ওখানে দেখাচ্ছে না। আপনি চাইলে বেটা ভার্সন থেকে চেষ্টা করে দেখতে পারেন। যেমন এই পোষ্টের বেটা লিংক -
http://beta.somewhereinblog.net/blog/oprotioman/29950672

আর সেখানে প্রিয়তে নেবার স্টারও বিদ্যমান আছে


ধন্যবাদ :)

৮০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

নীল আতঙ্ক বলেছেন: জী ভাইয়া আজ দেখা যাচ্ছে।
কাল ছিল না......
ভালো থাকবেন ভাইয়া
ধন্যবাদ :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

অপ্রতীয়মান বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.