নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রতীয়মানের ব্লগ

উদ্ভট কথা সমৃদ্ধ লিপি

অপ্রতীয়মান

প্রতীয়মান হাজার কোটি মানুষের ভীরে আমি একজন অপ্রতীয়মান। সেই হাজার কোটি মানুষের কোন একটাই আমার চেহারা, আমার পরিচয়......

অপ্রতীয়মান › বিস্তারিত পোস্টঃ

হিজিবিজি ভাবনা

১৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:১১



একজন কবি তার বিখ্যাত কবিতাটা লেখার পূর্বে ছন্দগুলিকে মনে মনে সাজাতে থাকে, তারপর সেই ছন্দ কবির আঙ্গুল ছুঁয়ে কলমের কালি রূপে কাগজের পাতায় স্থান নেয়। ঠিক এই একই ব্যাপার ঘটে গল্পকারের বেলাতে। সেও তার গল্পটাকে প্রথমে মনের মধ্যে গুছিয়ে নেয়, আর তারপর সেটাকে শব্দের গাঁথুনিতে ধীরে ধীরে ঘটনার রূপে আমাদের সামনে নিয়ে আসে। এই একই সূত্র সুরকার, গায়ক, নৃত্যশিল্পী, চিত্রশিল্পীর ব্যাপারেও ঘটে।

চিত্রশিল্পী হাজার হাজার দৃশ্য থেকে মনের ক্যানভাসে প্রথমে তার চিত্রটার লাইনগুলিকে ফুটিয়ে তোলে। তারপর ধীরে ধীরে রঙ গুলিকে সেই চিত্রটাতে ছড়িয়ে দিয়ে মৌলিক অংশটাকে পূর্ণ করে। তারপর সত্যি সত্যি হাতে তুলে নেয় রঙ-তুলি। ক্যানভাসে দ্রুত হাতে একটা রঙের পর আরেকটা রঙ ফেলে ফেলে মনের সেই চিত্রটার মত করে রূপদানে লেগে পড়ে। সৃষ্টি করে তার অসামান্য শিল্পকর্ম। মানুষ মুগ্ধ নয়নে সেই সৃষ্টিকর্মকে উপভোগ করতে থাকে। মুখে মুখে তার প্রশংসার স্থান নেয়। মাঝে মাঝে সময়ের শ্রেষ্ঠ চিত্র হিসেবে খেতাব পেয়ে যায়। তাতেও সেই শিল্পটির সঠিক মূল্যায়ন না হলে সময় একে এতটাই মূল্যবান করে দেয় যে শত সহস্র বছর পার করলেও সেই চিত্রটি অন্য সবার থেকে আলাদা ভাবে মূল্যায়িত হয় সকলের কাছে।

কিন্তু একবারও কি কেউ ভেবে দেখেছেন?
যে চিত্রটি শিল্পী এত সময় নিয়ে, এত শ্রম দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলল, সেটা তার মনের ক্যানভাসে থাকা চিত্রটার অবিকল রূপ পেয়েছে কি না? যে রঙ আর যেই অভিব্যক্তিটি শিল্পী মনে নিয়ে আঁকতে শুরু করেছিল তা পরি-পূর্ণরূপে কাগজের ঐ ক্যানভাসে ফুটে উঠেছে কিনা?

হয়তো কেউ কেউ সত্যি সত্যি মনের ক্যানভাসের অবিকল রূপটা কাগজের ক্যানভাসে তুলতে পারেন। কিন্তু যেই শিল্পকর্মটিতে তার ১ শতাংশ পরিমাণ অমিল থেকে যায়! সেই ১শতাংশ পরিমাণ পূর্ণতা পেলে এই অমূল্য শিল্পটা আরও কত বেশি পরিমাণে আকর্ষণীয় হতো সে হিসেব কি কেউ কখনো লাগাতে পারবেন? কেউ কি পারবেন ঐ ১ শতাংশ ঘাটতির প্রশংসা করতে কোনদিন??

সত্যিই পারে কি কেউ মনের গহীনে সৃষ্ট সুর, ছন্দ, শব্দ আর রঙ গুলিকে শতভাগ বাস্তবে রূপ দিতে ?
সব শেষেও সেই বিখ্যাত শিল্পকর্মটার সৃষ্টির পরে কোন শিল্পীর কখনোই কি কোন আক্ষেপ থেকে যায় না ??


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২২

মামুন রশিদ বলেছেন: সত্যিই পারে কি কেউ মনের গহীনে সৃষ্ট সুর, ছন্দ, শব্দ আর রঙ গুলিকে শতভাগ বাস্তবে রূপ দিতে ?


আমার মনে হয় শতভাগ কেউই পারেনা ।

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

অপ্রতীয়মান বলেছেন: আমিও ধারণা করি শতভাগ মনের গহীনে লুক্কায়িত ভাবটাকে কেউ কখনোই প্রকাশ করতে পারে না।

ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে লেখাটি পড়ার জন্যে :)

২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: মাঝে মাঝে এর ব্যতিক্রমও হয়। প্রতিটি সৃষ্টির পর আক্ষেপ থেকে গেলে তো একসময় বিরক্তি চলে আসবে। আমার মনে হয় কখনো কখনো একজন শিল্পী যতটুকু আশা করে, সবশেষে দেখে তার চেয়ে বেশি কিছু হয়। যদিও আমার ক্ষেত্রে কখনো হয়নি। অপূর্ণতা থেকে যায় বেশিরভাগ সময়।

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

অপ্রতীয়মান বলেছেন: কিন্তু ভাইয়া এমনও তো হতে পারে যে আক্ষেপ থাকে বলেই পরবর্তী কাজটাকে আরও পরিপূর্ণ, আরও সমৃদ্ধ করার চিন্তা আর চেষ্টা করতে থাকে তারা।

তবে আপনার কথাও সত্যিই হতে পারে। হয়তো মাঝে মাঝে কোন কোন সৃষ্টি তার শিল্পীর কল্পনাকেও ছাড়িয়ে যায়। আর সেই উৎসাহ নিয়েই সে তার নিজেকেও ছাড়িয়ে কল্পনা করতে উৎসাহ পায়।

সময় নিয়ে পড়ার জন্যে অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

হাসান মাহবুব বলেছেন: কিছু কিছু আক্ষেপ থাকা ভালো। শিল্পীর জীবন যন্ত্রণাময় হোক, আরো ভালো করার মধুর যন্ত্রণা। পরিতৃপ্তি এসে গেলে শিল্পী মারাও যেতে পারেন, বলা যায় না!

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

অপ্রতীয়মান বলেছেন: সত্যিই বলা যায় না ভাইয়া। আপনার কথাও ঠিক। পরিতৃপ্তি চলে আসলে হয়তো সত্যিই সকল আগ্রহ হারিয়ে নিজেকে গুটিয়ে নিতে পারে শিল্পী।

ধন্যবাদ সময় নিয়ে হিজিবিজি এইসব ভাবনা পড়ার জন্যে।

শুভ কামনা জানবেন :)

৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২২

কলমের কালি শেষ বলেছেন: কথ সত্য । শতভাগ হয়ে উঠে বলে মনে হয় না ।

২০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪০

অপ্রতীয়মান বলেছেন: এই ধারণাটাই আমি অনুভব করছি গত কয়েকদিন ধরে।

ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্যে :)

৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৪

ডট কম ০০৯ বলেছেন: সত্যিই পারে কি কেউ মনের গহীনে সৃষ্ট সুর, ছন্দ, শব্দ আর রঙ গুলিকে শতভাগ বাস্তবে রূপ দিতে?

আমার কাছে মনে হয় পারে না। শিল্পে শিল্পী মনে খুত থেকেই যায়।



সব শেষেও সেই বিখ্যাত শিল্পকর্মটার সৃষ্টির পরে কোন শিল্পীর কখনোই কি কোন আক্ষেপ থেকে যায় না ??

আক্ষেপ থাকেই কারণ কোন শিল্পই সম্পূর্ন নয়।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৮

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ আরমান ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.