নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সকল দোষ আসলে মডুর :D

২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

আজ থেকে বছর দশেক আগের কথা । তখন নিয়মিত ব্লগারদের সাথে ব্লগের বাইরেও দেখা সাক্ষাত আর আড্ডা হত । যদিও আমিও তাদের সাথে যেতাম কম তবুও যেতা । সেই সময়েও ব্লগের মডারেটরকে নিয়ে অনেক ব্লগার খুশি ছিলেন না । আমাদের আড্ডার একটা বিষয় এটাও ছিল । সেই সময়ে একজন বলেছিলেন যদি ব্লগের মডারেটরের উপর সব ব্লগার খুশি থাকে এর মানে হচ্ছে ব্লগ মডারেটর তার কাজ সঠিক ভাবে পালন করছেন না । কোন এক পক্ষ কিংবা উভয় পক্ষ যদি মডারেটরের উপর অখুশি থাকে তাহলে বুঝতে হবে সে হ্যা সে তার কাজ করছে !

তখন ছোট ছিলাম । তাই সেই সময়ে কথাটা আসলে ঠিক মত বুঝি নি। এখনও অবশ্য আমি ছোটই আছি । ;)

যখন কেউ অভিযোগ করে ব্লগ টিম সঠিক ভাবে কাজ করছে না, এর মানে হচ্ছে তারা আসলে যা যা চায় ব্লগ মডারেটর সেই কাজ গুলো করছে না । আমারও মাঝেমাঝে মনে হয় যে ব্লগের টিম ভাল ভাবে কাজ করছে না । কাজ করলে ওমুক ব্লগারকে কেন ব্যান করা হয় নি, ওমুক বেটা কেন এমন করে কথা বল কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না । কিন্তু আমি প্রায়ই ভুলে যাই যে ব্লগ টিম বা ব্লগ মডারেটর আমাকে খুশি করার জন্য এখানে বসে নেই ।

এছাড়া আমাদের সবার মাঝেই এই ধারণাটা খুব কমন আরো ভাল করে বললে এই রোগটাতে আমরা আসলে সবাই আক্রান্ত তা হচ্ছে আমরা যা ভাবি আমরা যা সঠিক মনে করি সেটাই একমাত্র সঠিক উপায় এবং এর আশে পিছু নেই - এমন একটা ভাবনা আমার মনে গেধে বসে আছে । আমার বিপরীতের সব কথাই ভুল এবং অন্যার। আমার মতের বিরুদ্ধে কাজ না করলেই সব ভুল ! এমন ধারণা আমাদের ব্লগের সবার মাঝেই আছে । কারও কারও এটা একোবরে বিপদজনক পর্যায়েই আছে । কারোর ভেতরে আসলে অল্প তবে আছে সবার মাঝেই ।

যাই হোক দিন শেষে আমাদের তো কাউকে না কাউকে দোষ দিতেই হবে এবং নিজেকে নির্দোষ ভাবতেই হবে । এই ক্ষেত্রে মডুকে দোষ দেওয়া বেশ নিরাপদ একটা ব্যাপার । সামুতে অযথা অন্য ব্লগারদের দোষারোপের ফলে আপনি ব্যান খেয়ে যেতে পারেন তবে মডু এবং ব্লগ টিমকে হাজার দোষারোপ করলে আপনার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে না । মানে এতোদিন হয় নি । আমি তো এবার থেকে সব কাজের জন্যই ব্লগ টিম আর মডারেটরকে দোষ দেওয়া শুরু করব। এই আমার গার্লফ্রেন্ড আমাকে ছ্যাকা দিয়ে চলে গেল এটার জন্যও ব্লগ টিমকে দোষারোপ করা যায় কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা করে দেখবো ! নিজের তো কোন দোষ নেই সেটা তো আমি জানি । আমি হচ্ছি সব থেকে নির্দোষ একজন ! আমি যদি খারাপ কিছু করেই থাকি তার পেছনে আসলে যুক্তিযুক্ত কারণ রয়েছে । আমি এমনি এমনি কিছু করি না । :D

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

জিকোব্লগ বলেছেন:



এই আমার গার্লফ্রেন্ড আমাকে ছ্যাকা দিয়ে চলে গেল এটার জন্যও ব্লগ টিমকে দোষারোপ করা যায় কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা করে দেখবো !

- এবার কী ব্লগে এটাও হচ্ছে !!! =p~ =p~ =p~

২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

অপু তানভীর বলেছেন: এখনো হয় নাই তবে সামনে যে হবে সেটা নিশ্চিত করেই কইতে পারি । মানে কেউ তো আর নিজের দোষ খুজে পায় না । কাউকে না কাউকে তো দোষ দিতে হবেই ।

২| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

নতুন বলেছেন: যতদোষ নন্দ ঘোষ ;)

আমরা নিজের দোষ দেখতে পারিনা, দেখতে চাইনা তাই সব দোষ ঐ মডুর... B-)

২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

অপু তানভীর বলেছেন: তা আবার কইতে হয় !! ;)

৩| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

ইসিয়াক বলেছেন:





=p~ =p~ =p~ আমিও মডু ভালা পাই না। ;)

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৬

অপু তানভীর বলেছেন: পাওয়ার কথাও না ;)

৪| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

অধীতি বলেছেন: মডুকে গালি দিয়ে যান বিষয়ক একটা কর্মশালা করা যেতে পারে। কিছু গালির বক্স তৈরি করা যেতে পারে।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪২

অপু তানভীর বলেছেন: এটাই আসলে সব থেকে নিরাপদ । অন্য ব্লগারদের উদ্দেশ্য কিছু বলাই বরং বিপদ।

৫| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১২

বাউন্ডেলে বলেছেন: যে কোন প্রতিষ্ঠানের টিকে থাকা, সাফল্য, সম্প্রসারন, মান, সমন্বয়, উৎকর্ষতা নির্ভর করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কৌশলের উপর।
আমার দীর্ঘ পর্যবেক্ষনে সামু ব্লগের মডারেটররা এসব ব্যাপারে মোটেও পরিপক্ব বা ম্যাচিউরড নয়। তথ্য, তথ্য উৎস ও তথ্য সম্পৃক্ত বিষয় সমুহের পর্যালোচনা ওনাদের মাথার উপড় দিয়ে যায় বিধায় - “ওনারা ধর মুরগী, কর জবাই” নীতিতে সাবলীল বোধ করে। আমি মডুদের কেন? কখনোই কাউকে গালি দেই না বা ছোট করার উদ্দেশ্যে কৌশলী লেখা লেখিনা। আমি গঠনমুলক সমালোচনায় অভ্যস্ত। তারপরও যদি কেউ আঘাত নিয়ে থাকেন - আমি ক্ষমাপ্রার্থী।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

অপু তানভীর বলেছেন: আমি সামুতে দীর্ঘদিন ধরে আছি । নিয়মিত । এই ব্লগে মডারেটর গন কেমন সে ব্যাপারে আমার একটা ধারণা আছে । বেশ ভাল রকম ধারণাই আছে। মডুরা যে কোন ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আগে সর্বোচ্চ পরিমান ছাড় দেয় । কিন্তু এই ছাড় দেওয়াটা আসলে কারো চোখে পড়ে না । যখন ছাড় দিতে দিতে তারা ধৈর্য্য হারিয়ে ফেলে তারপর ব্যবস্থা গ্রহন করে তখন তারা খারাপ হয়ে যায় ।

৬| ২৭ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

রানার ব্লগ বলেছেন: মডু একটা অপশান খুলতে পারে। যেখানে যে যার ইচ্ছা মতো মডু কে গালি দেবে।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

অপু তানভীর বলেছেন: এটার জন্য আলাদা অপশন খোলার দরকার নেই । এটা মন্তব্যেই করা যাবে নিশ্চিন্তে ! :D

৭| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামু নামক এই ঘরের কর্তা হচ্ছে মডু। আমিও একটা ঘরের কর্তা,আমার কথাই বলি- পোলায় নাম্বার কম পাইছি, দোষ আমার।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

অপু তানভীর বলেছেন: এই কথা আবার বলতে ! অবশ্যই দোষ আপনার, যেমন করে দোষ মডুর !

৮| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: (লিখা শেষ হওয়ার আগেই মন্তব্য পোস্ট হয়ে গেছে)
মেয়ে খেলতে গিয়ে ব্যথা পেয়েছে দোষ আমার। তরকারিতে লবন কম হইছে, লবন কিনতে পারিনা তেজ কম। দোষ আমার।
আজকের কথা শুনুন -
ছেলেকে বলতেছে তোর বাপেরে মাছির ওষুধ আনতে কইলাম আনেনাই। আসলে আমাকে বলেইনি। আজ একটা ধরা দিমু ভেবে আমি বললাম কখন বলেছো?
ওরে বাবা তিনি আমার থেকেও গরম। জবাব দিলেন - বলতে হবে কেন? মাছির উপদ্রব বেড়ে গেছে তুমি দেখতেছোনা?

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১২

অপু তানভীর বলেছেন: তাইলে বুঝতে পারতেছেন যে আমি কেন বিয়া করি নাই । আমি তো দোষ নিজের ঘাড়ে নিতে পারুম না । :D

৯| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৭

ভুয়া মফিজ বলেছেন: মডু'র যে একেবারেই দোষ নাই, তা কিন্তু না। আমিই অনেকগুলো বলতে পারি!!! B-)

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

অপু তানভীর বলেছেন: সব দোষই আসলেই মডুর । :D

১০| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মডুর অনেক দোষ আছে। আমি জানি কিন্তু বলব না।

২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪

অপু তানভীর বলেছেন: না বলা ভাল তবে বললেও খুব একটা সমস্যা নেই ।

১১| ২৮ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মডু কোন ব্লগারের পোষ্য এটা জানেন নাকি? এটা নাকি সবাই জানে। আমি তো জানি না। তাই নিজেকে বেকুব মনে হচ্ছে।

২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮

অপু তানভীর বলেছেন: আমিও তো জানি না । এসব তথ্য যে কোথা যে মানুষ পাই । আমাদের আরো এডভ্যান্সড হতে হবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.