নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামু এখন সাবালক হয়ে গেছে ... শুভ জন্মদিন প্রিয় ব্লগ !:#P

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২২



ঠিক কবে থেকে সামহোয়্যারইন ব্লগ খোলার পরিকল্পনা চলছিল, সেটা আমার ঠিক জানা নেই । এমন কি ঠিক কয়টার সময় সেটাও আমাদের জানা নেই । তবে আমরা জানি যে সামুতে প্রথম পোস্ট কোনটা ছিল । প্রথম পোস্ট করা হয়েছিলো ২০০৫ সালের ১৫ ই ডিসেম্বর, দুপুর ২:২৬টার সময় । প্রথম পোস্ট
এই সময়ের আগে কোন পোস্ট এখনও খুজে পাওয়া যায় নি । সেই হিসাবে সামুর বয়স ১৮ বছর হয়ে গেছে । সামু এখন সাবালক । ভোট দিতে পারবে ।
১৮ বছর ছাড়াও,
সামুর মোট বয়স এখন ২১৬ মাস !
আবার ৯৩৯ সপ্তাহ ১ দিন ।
অথবা ৬৫৭৪ দিন
অথবা ১৫৭,৭৮৫ ঘন্টা
অথবা ৯৪,৬৭,১০০ মিনিট
অথবা ৫৬,৮০,২৬,০০০ সেকেন্ড ।

তবে সামুর ডোমেইনটার বয়স দেখা যাচ্ছে আরও কিছু বেশি । দেখা যাচ্ছে সামুর ডোমেইন অর্থ্যাৎ এই somewhereinblog.net এই ডোমেইনটার বয়স ১৮ বছর সাত মাস তিন দিন । এটা সৃষ্টি হয়েছে ২০০৫ সালের ১১ই মে, ভোর ৫টা ১১ মিনিট ৪ সেকেন্ডে । অর্থ্যাৎ এই ব্লগ প্রাণ পাওয়ার কম করে সাত মাস আগে থেকে কাজ শুরু হয়েছিলো ।

দীর্ঘ লম্বা একটা সময় ধরে সামহোয়্যারইন ব্লগে টিকে রয়েছে আমাদের মাঝে । একটা সময়ে ছিল খুব বেশি জমজমাট এখন অবশ্য তেমনটা আর নেই । তবুও টিকে আছে । আমাদের প্রিয় সামু আমাদের মাঝে এখনও আছে !

সামু ব্লগকে যত কম ধন্যবাদ দেওয়া যায় তত কম হবে । সত্যি বলতে আমাদের জীবনের একটা দীর্ঘ সময় ধরে এই ব্লগটা রয়েছে । রাগ দুঃখ অভিমান ভালবাসা সব মিলে ব্লগকে কোন দিন জীবন থেকে মুছে ফেলা যাবে না । কত মানুষের সাথে পরিচয় হয়েছে এই ব্লগ থেকেই । এমন কি আমার একজন প্রেমিকা হয়েছিলো এই ব্লগ থেকে । বলা যায় না হয়তো বিয়েটাও হয়ে যেতে পারে এই ব্লগ থেকেই !


আমার মাঝে মাঝে একটা ব্যাপার জানতে ইচ্ছে করে । সেটা হচ্ছে আজ পর্যন্ত সামুতে মোট কত গুলো পোস্ট করা হয়েছে?
যেমন করে আমরা যখন ব্লগে ঢুকি তখন বাম পাশে লেখা থাকে কতজন ব্লগার উপস্থিত আছে । এমন ভাবে যদি এপর্যন্ত সামুতে ঠিক কত গুলো পোস্ট করা হয়েছে এবং কত জন ব্লগার রেজিস্টার করেছে এর একটা সংখ্যা দেওয়া থাকলে ভাল হত । এটা সামুর টেকনিক্যাল টিমের জন্য বড় কোন কাজ নয় । এমন একটা লাইভ স্কোর বোর্ড যদি চলতো তাহলে বেশ চমৎকার হত !

যাই হোক পোস্ট বেশি বড় করছি না । কদিন থেকে নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত তাই সামুতে আসার সময় পাওয়া যাচ্ছে না । আজকে মনে হল একটা পোস্ট দেওয়া যাক সামুর জন্মদিন উপলক্ষে ! শাফিন আহমেদের চমৎকার একটা গান আছে জন্মদিন নিয়ে ।


শুভ জন্মদিন সামহোয়্যার ইন ব্লগ !
কামনা করি যেন আমার আজীবন যেন এখানে লেখালেখি করে যেতে পারি !
এছাড়া ব্লগের সকলকে ধন্যবাদ এই দীর্ঘ সময়ে ব্লগে আপনাদের পোস্ট আপনাদের মন্তব্য দিয়ে পূর্ণ করে রাখার জন্য ।

সবাই ভাল থাকুন ! শুভ রাত্রী !




pic source

মন্তব্য ৪০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৭

মিরোরডডল বলেছেন:





বলতে চেয়েছিলাম সামু সাবালক হয়ে গেলো, কিন্তু তানভী আর বড় হলো না কিন্তু তখন বাকিটা পড়লাম।

এমন কি আমার একজন প্রেমিকা হয়েছিলো এই ব্লগ থেকে । বলা যায় না হয়তো বিয়েটাও হয়ে যেতে পারে এই ব্লগ থেকেই !

এটাতো সেরকম আনন্দের খবর :)
উইশ কি এখনই করবো, নাকি প্রপার নিমন্ত্রণের জন্য অপেক্ষা করবো।





২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪২

অপু তানভীর বলেছেন: বড় হয়ে যাওয়া আসেলে ঝামেলার ব্যাপার । আগে যখন ছোট ছিলাম তখন বড় হতে চাইতাম খুব । মনে হত বড় হলেই বুঝি সব মজা । কিন্তু এখন বুঝি যে বড় হওয়ার মত প্যারা আর কিছু নেই ।
সামুর বেলাও সেই একই কথা ! বড় হলেই প্যারা !

নাঃ সেই নিমন্ত্রন আদৌও কেউ পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে !

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫২

মিরোরডডল বলেছেন:





নীলের পোষ্টে করা আমার মন্তব্যটাই এখানে কপি করে দিলাম।

সত্যি ভাবতে অবাকই লাগে কখন কিভাবে যেনো সামু নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে।
জানাপু এবং ব্লগ টিমকে অনেক কৃতজ্ঞতা, সামুর পথচলা আরও অনেক দীর্ঘ হোক, এই শুভকামনা।

একই কথা বার বার বলতে হয়, অসাধারণ সুন্দর মনের কিছু মানুষের সাথে পরিচয় এই সামুতে।
যাদের সান্নিধ্য ভালোলাগার।

সবার জন্য অন্তর থেকে ভালোবাসা।
প্রিয় সামুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।



২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩

অপু তানভীর বলেছেন: এতো লম্বা সময় ধরে একটা ব্লগ চলতে থাকা বিশেষ করে মাসে মাসে যেখানে লম্বা একটা অর্থ খরচ হচ্ছে এটার পেছনে সেটা চিন্তা করলে আমি সত্যিই অবাকখই । এটা আমাদের দেশের জন্য বিরাট বড় একটা ব্যাপার !

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথম পোস্টদাতা ভদ্রলোক বেঁচে আছেন না কি মরে গেছেন, জানা হলো না।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪

অপু তানভীর বলেছেন: এটা জানার এতোটাই দরকার নেই অবশ্য ! কত ব্লগারই তো আমাদের ছেড়ে চলে গেছেন !

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৬

নাহল তরকারি বলেছেন: Love you somewhereinblog

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭

অপু তানভীর বলেছেন: সহমত

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৭

ডার্ক ম্যান বলেছেন: দৃষ্টিজালে জড়ায় ওকে হাজারখানা চোখ,
ধ্বনির ঝড়ে বিপন্ন ওই লোক।
জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে,
দোহাই ওগো, তাদের দলে লও এ মানুষটাকে--
সজনে পাতার মতো যাদের হালকা পরিচয়,
দুলুক খসুক শব্দ নাহি হয়।
সবার মাঝে পৃথক ও যে ভিড়ের কারাগারে
খ্যাতি-বেড়ির নিরন্ত ঝংকারে।
সবাই মিলে নানা রঙে রঙিন করছে ওরে,
নিলাজ মঞ্চে রাখছে তুলে ধরে,
আঙুল তুলে দেখাচ্ছে দিনরাত;
রবীন্দ্রনাথ ঠাকুর

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: রবি বাবু এখন বেঁচে থাকলে নিশ্চিত সামুতে এমন করে কবিতা লিখতেন !

৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

নীলসাধু বলেছেন: অনেক তথ্য যোগ করা হয়েছে পোষ্টে। পাশাপাশি প্রশ্নের উত্তরগুলো পুরনো আমরা কজন আলাপ করলেই বের হয়ে আসতো।
ভালোবাসা রইলো।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

অপু তানভীর বলেছেন: কিছু কিছু তথ্য পুরানো ব্লগাররা জানেন ভাল । মাঝে তারা এই গল্প গুলো পোস্ট আকারে দিতে পারেন ।

আপনার জন্যও শুভেচ্ছা রইলো ।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

রোকসানা লেইস বলেছেন: সাবালক সামুর সাথে অনেকদিন কেটে গেল।
শুভ জন্মদিন সামু

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

অপু তানভীর বলেছেন: সত্যিই অনেক দিন কেটে গেল ! দীর্ঘ একটা সময় ।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৭

প্রামানিক বলেছেন: সাবালক সামু যৌবন ধরে রাখুক এটাই কামনা করি।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

অপু তানভীর বলেছেন: যৌবন ধরে রাখুন আজীন এটাই কামনা করি।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৮

বিজন রয় বলেছেন: সামুর এই ইতিহাসের সাথে নিজেকে দেখতে পেয়ে ভাল লাগে।
সামুর ইতিহাস নিয়ে আপনার পোস্টরে জন্য আপনাকে ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫১

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই । সামুর ইতিহাসের সাথে নিজেকেও দেখতে আমারও ভাল লাগে বেশ !

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০১

সোহানী বলেছেন: শুভ জন্মদিন সামহোয়ার।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫২

অপু তানভীর বলেছেন: জন্মদিন পার করুক আরও শতবার ! এই কামনা করি ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:


এই পোস্ট আমি দিতে চেয়েছিলাম। যাইহোক শুভ জন্মদিন সামু। এভাবেই হাজার বছর টিকে থাকুক সামু। সবাইকে শুভেচ্ছা।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫২

অপু তানভীর বলেছেন: আমারও ঠিক একই কামনা । সামু থাকবে এটা হয়তো ভাবতেও পারি না ।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:১৫

জিকোব্লগ বলেছেন:



সামুকে জন্মদিনের শুভেচ্ছা !:#P !:#P !:#P

প্রথম পোস্টের লেখক দেবরার সামুতে বয়স
১৭ বছর ১১ মাস দেখাচ্ছে , কিন্তু উনার প্রথম
পোস্ট অনুসারে সামুর বয়স ১৮ বছর হয়ে গেছে।
বুঝলাম না ! কারিগরি ত্রুটি কী না !

সামুর জন্মদিনে দুঃখের বিষয়, সামুর প্রতিষ্ঠাতা
জানা আপার কোনো শুভেচ্ছা বার্তার পোস্ট নাই।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

অপু তানভীর বলেছেন: আমিও এটা খেয়াল করে দেখলাম । সময়ের হিসাবে তো অবশ্যই ১৮ হয়য়ে যাওয়ার কথা । এটা টেকনিক্যাল সমস্যা অবশ্যই । যেমন আমার নিকের বয়স হিসাব করলে সেটা কিছু দিনেই বছর পূর্তি দেখায় !

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন ধরেই আপনার এ পোস্টের 'লাইক' সংখ্যাটা 'আনলাকি থার্টিন' এ আটকে ছিল। আজ আমি এখানে এসে প্রথমেই সেটাকে উৎরে দিলাম। :)
'জন্মদিন' নিয়ে সুরচিত ও সুকণ্ঠে গীত চমৎকার গানটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গানটি আমার ভালো লেগেছে।
ব্লগপাতার কোন এক কোণায় সর্বমোট পোস্টসংখ্যা এবং রজিস্টার্ড ব্লগার সংখ্যাদুটো দেখানো সম্ভব হলে ভালোই হতো। আপনার এ প্রস্তাবকে সমর্থন করছি।

মাস পেরিয়ে যাবার আগেই, সামুর সকল লেখক এবং পরিচালকদেরকে জন্মদিনের অনেক, অনেক বিলম্বিত শুভেচ্ছা!!!

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২

অপু তানভীর বলেছেন: লাইকের জন্য ধন্যবাদ । আমার কাছে কোন পোস্টের সব থেকে গুরুত্বপূর্ণ মূল্যায়ন এই লাইকটাকেই মনে হয় । কারণ চাইলেই একজন একাধিক মন্তব্য করে মন্তব্যের সংখ্যা বাড়াতে পারে কিংবা পঠন সংখ্যাও বৃদ্ধি করতে পারে । তবে লাইকের সংখ্যা সীমিত । এটা বড় মূল্যবান ।

কত জন ব্লগার রেজিস্টার্ড এবং কতগুলো পোস্ট এসেছে এই গুলোর একটা পরিসংখ্যান যদি ব্লগের এক কোনে ঝুলতে থাকে তাহলে সত্যিই মন্দ হয় না । এবং এটা টেকনিক্যাল টিমের জন্য খুবই সহজ একটা কাজ । চাইলেই তারা করতে পারে এটা !

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫২

করুণাধারা বলেছেন: সামুর প্রথম পোস্ট পড়তে পেরে ভালো লাগলো। আঠারো বছরে পোস্টের আকার এবং প্রকার অনেক বদলে গেছে।

আমারও মাঝে মাঝে জানতে ইচ্ছা করে সামুতে এ পর্যন্ত কত পোস্ট এসেছে। আগের বছর গুলোর পোস্ট সংখ্যা পাওয়া কঠিন হলেও, যদি এবছরের পোস্ট সংখ্যা নির্ণয় করা যায়, আর এরপর থেকে প্রতিবছর পোস্ট গণনা করা যায়, তবে সেই পরিসংখ্যান থেকে নির্ণয় করা যায় সামু ঝিমিয়ে পড়েছে নাকি তাজা হয়ে উঠছে...

এটা প্রতি ডিসেম্বরে করা যায়, সেসময় ডানপাশে ব্যানার দিয়ে সামুর বয়সটাও জানিয়ে রাখা যায়।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫

অপু তানভীর বলেছেন: এই পোস্টের সংখ্যা বের করাটা ওয়েব ডেভোলাপারদের কাছে ডাল ভাতের ব্যাপার। বরং দেখেন একক ভাবে প্রতিটি ব্লগারের পরিসংখ্যান রয়েছে । এটা বরং জটিল । সমগ্রটা আরো সহজ । এমন একটা কাজ করলে ভাল হত বেশ ।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬

আরইউ বলেছেন:



কেমন আছেন, অপু?
ব্লগে চোখ রাখা হয়, পোস্ট পড়া হয়, কিন্তু মন্তব্য করা হয়না। ব্লগটা কেমন যেন হয়ে গেল... কতৃপক্ষকে চোরাই লেখা ধরিয়ে দিলেও গা করেননা; কপি-পেস্ট বাজ ব্লগের লেখা প্রতিযোগিতার বিচারক হন... আরো কতকিছু! এক ব্যক্তি আক্রমনকারীকে মৃদু ধমক দিয়ে, পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে কতৃপক্ষ বলেন “বাবু, আবার এমন হলে কিন্তু...“
যাহোক, ব্লগতো ছোট একটা বাংলাদেশই...
ভালো থাকুন।

২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩

অপু তানভীর বলেছেন: আরইউ আপনি কেমন আছেন?
অনেক দিন পরে আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগছে যদিও আপনার লাইক আমি এর আগেও খেয়াল করেছি তবে অনেক দিন পরে আমার ব্লগে মন্তব্য দেখে ভাল লাগল।
এখন আসলে এটাই নিউ নর্মাল হয়ে গেছে । এখনও সে কপি করে সেই কপিকে ডিফেন্ড করার জ্য প্রচুর মানুষ এসে হাজির হয় ! যে কপি করে তাকে কিছু না বলে মানুষজন যে তার বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে কথা বলে ।

যাই হোক কদিন থেকে আমি নিজেও খানিকটা ব্যবস্থা নিজের কাজ নিয়ে । আরও মাস দুয়েক থাকবে এই ব্যস্ততা । মার্চে সব কাজ কর্ম শেষ হলে একটু ফ্রি হবে ।
আপনিও সুযোগ পেলে ঢু মেরে যাবেন । আপনার উপস্থিতি সব সময়ই আনন্দের ।

ভাল থাকুন সব সময় !

১৬| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭

নতুন বলেছেন: সামু ব্লগ এখন একটা নেশার মতন।

অফিসেও কাজের ফাকে ঢু মারি আর কমেন্ট করি।

ক্যাচাল না থাকলে ব্লগ পানশে লাগে...

২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪

অপু তানভীর বলেছেন: সামুতে এখন আর কোন কোয়ালিটি ক্যাচাল হয় না । ক্যাচাল করতেও যে কোয়ালিটি লাগে সেই কোয়ালিটি সামুর ব্লগাদের এখন আর নেই ।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮

বাউন্ডেলে বলেছেন: সামু বয়সে সাবালক হলেও মানসিকতায় নাবালক।

২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪

অপু তানভীর বলেছেন: সেই ব্যাপারে কোন সন্দেহ নেই । বয়সের সাথে মানুষের মানষিকতা পরিপক্ক হয় আর সামুর কমেছে সেটা !

১৮| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

মিরোরডডল বলেছেন:




নতুন বলেছেন: ক্যাচাল না থাকলে ব্লগ পানশে লাগে...

আসলেই বেশ কয়দিন ব্লগ একটু ঠাণ্ডা।
গরম কিছু চাই!
নতুন একটা ক্যাচাল শুরু করুক :)


১৯| ২৬ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

নতুন বলেছেন: @মিরোর আমি ক্যাচালের মধ্যই আছি। কাজের প্যাড়ায় এই সপ্তায় ছুটি নিতে পারবো বুঝতেপারছিনা।

২০| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

মিরোরডডল বলেছেন:




নতুন বলেছেন: কাজের প্যাড়ায় এই সপ্তায় ছুটি নিতে পারবো বুঝতেপারছিনা।

কাজের মাঝে ব্রেক মাস্ট।
ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ ব্যালান্স করতে হবে, আদারওয়াইজ কাজে মন দেয়া ডিফিকাল্ট হয়ে যায়।

আমাদের আজ পাবলিক হলিডে ছিলো, অস্ট্রেলিয়া ডে।
ফ্রেন্ডসদের সাথে সিডনির বাইরে ডে-আউট করে আসলাম।

অনেকদিন নতুনের কোনো ট্র্যাভেল পোষ্ট নেই :|

২১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৯

নতুন বলেছেন: গত ডিসেম্বরে ২ দিনের স্টেকেসনে গিয়েছিলেম অন্য স্টেট রাস আল খাইমাতে....জাবেল জাইসে জটিল অভিঙ্গতা হইছিলো। কিন্তু তেমন ছবি তোলা হয় নি তাই লিখিনাই।

২২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১

আরইউ বলেছেন:



ধন্যবাদ, অপু। আমি ভালো আছি।
ব্লগ নিয়ে বাস্তবিকঅর্থে আসলে কোন আশা-প্রত্যাশা আর নেই। তবু, কিছু চোখে পরলে মনে মনে তা নিয়ে না ভেবে পারিনা। জাদিদকে প্রমানসহ রাজীবের লেখা চুরির উদাহরণ (উনি ওনার স্বাভাবগতভাবে একটি আস্ত প্যারাগ্রাফ অন্য কারো লেখা থেকে মেরে কেটে দিয়েছেন) ধরিয়ে দিলেও উনি কোন গা করেননি।
সেদিন আমি নিজেই একটা ফেসবুক থেকে কপি-পেস্ট লেখা লাইক দিয়ে ফেলেছি। ঐ লেখায় জাদিদ পোস্টকারীকে প্রশ্ন করলে উনি নিজেই বলেছেন কপি-পেস্ট। কপি-পেস্ট চিনতে না পারার ভুল আমার-আপনার-সবারই হতে পারে। কিন্তু প্রমান সহ দেখিয়ে দিলে কতৃপক্ষের জায়গা থেকে কোন ব্যবস্থা না নেয়া মানে কপি-পেস্টকে উৎসাহিত করা। যাহোক, জাদিদকে আর দোষ দিয়ে কী হবে—পাঠ্য পুস্তকেও নাকী কপি-পেস্ট হচ্ছে; ইংরেজি ব্লগ, পিন্টারেস্ট থেকে মেরে কেটে দিচ্ছে আজকাল!
ভালো থাকুন, ব্যাস্ত থাকুন।
শুভকামনা!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪

অপু তানভীর বলেছেন: আমাদের পাঠ্য পুস্তকের ব্যাপারটা ইদানীং ভয়ংকর আকার ধারণ করেছে। সত্যই বলতে কি অন্যায় করে পার পেয়ে যাওয়ার সংস্কতি এতো প্রবল ভাবে বৃদ্ধি পেয়েছে যে যে কেউ যখন দেখতে এই অন্যায় করলেও আমার কিছু হচ্ছে না তখন সে নিজের কাজে ফাঁকি দিচ্ছে সঠিক ভাবে কাজ করছে না, চুরি করছে।

আপনিও ভাল থাকুন সব সময় । ইদানীং সত্যিই খুব ব্যস্ত রয়েছি । আরো কিছু দিন থাকবে এই ব্যস্ততা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.