নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

নজরুলগীতি শুনছেন কি ??

২৪ শে মে, ২০১৪ রাত ১১:৩৯



বিশ্বায়নের এই যুগে, ব্যস্ততার এই দিনে, রক-ব্যান্ড-ধামাকা গানের তুমুল বাজারজাতের কারনে আমরা আমাদের প্রিয় নজরুলগীতি ভুলতেই বসছি। এ গান অসাম্প্রদায়িকতার গান, সাম্যের গান, প্রেমের গান, আমাদের হৃদয়ের ভাললাগার গান সর্বোপরি আমার বাংলার গান। কিন্তু আদৌ কী আমরা পাশ্চাত্যের রক ও হিন্দি গানের ভীরে এই গানগুলোর মর্যাদা সঠিক ভাবে দিতে পারছি ? আমাদের মনন-মানসে কী নজরুল চর্চা অব্যাহত আছে ?



সেই ছোট্ট বেলা। পারিবারিক নিয়মেই গান শিখার একটা অলিখিত নিয়ম ছিল আমাদের মধ্যবিত্ত সংসারে। আমার প্রিয় মা খুবই সুন্দর করে নজরুলগীতি গাইতে পারতেন। একটা সময় আমিও মায়ের সাথে হারমোনিয়ম বাজনা আয়ত্ত করে ফেলি। শুরু হয় মায়ের সুরেলা কন্ঠের সাথে আমার বেসুরা কণ্ঠের নজরুলগীতি চর্চা। ‘খেলিছ এই বিশ্ব লয়ে....’ এই গানটির মাধ্যমেই আমার নজরুলগীতির সাথে পরিচয়। গানটির তাল-লয় কী যে কঠিন তা হারে হারে টের পেয়েছি। তবে মায়ের কন্ঠে যখন শুনতাম তখন হৃদয় ছুঁয়ে যেত।



এখন ইংরেজী মিডিয়ামে পড়–য়া এক ছাত্র যদি বলে নজরুলের গান ‘ভেজাগান’ তখন নজরুলপ্রেমী হিসাবে আপনার অনুভুতি কেমন হবে, আর এই মন্তব্যের জন্য দায়-দায়িত্বই বা কে নিবে। তাই ইংরেজী মিডিয়ামে পড়–য়া ছাত্র-ছাত্রী তথা তথাকথিত রক গান শ্রোতাদেরকে মন-প্রাণ শান্ত করে, নিরবে, গানের ধরন আর আপনার মনন বুঝে আমাদের প্রানের নজরুলগীতি শুনার জন্য বিনীত অনুরোধ রাখছি। আর সাথে বলে রাখছি- নজরুল গীতির সাথে আজকের আধুনিক গানের তুলনা, অতি বোকামি ছাড়া কিছু নয়।



কী নেই তাঁর গানে ? প্রেম, বিরহ, প্রকৃতি, আরাধনা-প্রার্থনা, চাঁদনী রাঁত সাথে হৃদয় হরণ করা সুমধুর সুর। মোটকথা যা চাই,তাই আছে। আকাশের রঙ যেমন বদলায় তেমনি বদলায় মানুষের মন। বদলায় মানুষের জীবন ধারনের চাহিদা, জীবনের গল্প। নজরুল মানুষের জীবনের গল্প পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে শত শত গান লিখে রেখেছেন। যা রবীন্দ্রনাথের পর আর কোন কবি লিখেছেন কিনা সন্দেহ।



মনেকরুন আপনার মনে আধ্যাত্মিক ভাবের উদয় হয়েছে। তখন আপনি শুনে নিতেন পারেন নজরুলের এই গানটি- ‘অঞ্জুলী লহ মোর সঙ্গীতে’ অথবা ‘ব্রজগোপী খেলে হরি’। সাথে হৃদয় আকুল করা সেই গান ‘হে গবিন্দ রাখো চরণে’ আপনার উত্তপ্ত প্রাণকে সঞ্জীবিত করবেই। আরও আছে- মোর ঘুম ঘোরে এলে মনোহর,

নমঃ নমঃ নমঃ নমঃ ।



এই গানগুলো তো আমাদের প্রানের গান, প্রতিদিনের প্রার্থনার গান, আবেগের গান। তাছাড়া মন আন্দোলিত করা অসংখ্য শ্যামা-সংগীত তো রয়েছেই। তাই মনদিয়ে শুনুন, ভাল লাগবেই।



আপনার মনে প্রেম জেগেছে ? দেহে আবদ্ধ ব্যকুল মন উচাটন করছে ? চিন্তা করবেন না। আপনার জন্য আমাদের নজরুল এই গানটি লিখে রেখেছেন-

উচাটন মন ঘরে রয় না, প্রিয়া মোর,

ডাকে পথে বাকা তব লয় না।



বসন্তের গান শুনতে চাইলে শুনতে পারেন এই গানটি- ‘ বসন্তে মুখর আজ’। আর আমাদের রণ সংগীতের কথা তো সবারই জানা। সেই গানটি-‘চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ আমাদের হৃদয়ে সাহস জাগায়, শক্তি যোগায়।



প্রিয়তমা আপনার সান্নিধ্যে আসবে তাই অপেক্ষার প্রহর কিছুতেই কাটছেনা। তাই প্রিয়তমা কাছে আসার এবং না আসার সন্ধিক্ষণে শুনতে পারেন বিখ্যাত এই গানটি-

ভরিয়া পরান শুনিতেছি গান

আসিবে আজ বন্ধু মোর।



আপনার প্রানের মানুষটি আপনার কাছে আসার পর আবার ফিরে যাবার জন্য উদগ্রীব, তখন প্রিয় মানুষটিকে শুনিয়ে ফেলুন এই গান-

প্রিয় যাই যাই বলনা

আর করো না ছলনা।



আপনার ছোট্ট সোনা বাবুটি সকাল বেলা ঘুমে কাতর। কিছুতেই তার নরম ঘুম ভাঙ্গতে পারছেন না। তখন সাহায্য নিতে পারেন এই গানের-

ভোর হলো, দোর খোল

খুকু মনি উঠরে।



এখন আসি বিরহ পর্বে। আপনি যদি প্রিয়তমাকে হারিয়ে বিরহ যন্ত্রনায় কাতর হয়ে থাকেন তখন নজরুলের বিরহের গানগুলো হৃদয়ে সুচের মত আঘাত করবে। আপনার মনের অব্যক্ত কথাগুলো তাঁর গানের কথা মালায় খোঁজে পাবেন অনায়াসেই। তাই বিরহক্ষণে শুনুন এই গান গানটি-

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

কুড়ায় ঝরা ফুল, একেলা আমি।



অথবা



ভুলি কেমনে আজও যে মনে

বেদনা সনে রহিল আকা,

আজও সজনী দিন রজনী

সে বিনে....সকলি ফাঁকা।



তাছাড়া গ্রামীণ আবহে আচ্ছন্ন এই গানটি শুনলে বিরহের সাথে গ্রামীন কিছু চিত্রপট আপনার হৃদয় মাঝে ফুটে উঠবে-

গাঙ্গে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই

খিরকি দুয়ার খুলে পথ পানে চেয়ে রই।



এই জীবনে প্রিয় মানুষটির সাথে দেখা না হলেও পর জনমে তাঁর দেখা পাওয়ার তীব্র বাসনা নজরুলের এই গানে ঠাই পেয়েছে-

পর জনমে দেখা হবে প্রিয়

ভুলিও মোরে হেথা ভুলিও।



তাছাড়া বিদায়ের সেই বিখ্যাত গান আপনার হৃদয়ে দাগ কাটবেই।

আমার যাবার সময় হল দাও বিদায়

মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।



আজ গণমানুষের কবি, সাম্যবাদী কবি, অসাম্প্রদায়িকতার কবি, কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ‘নজরুলের দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার বানী আমাদের মন-মানসে ধারণ করবো’- এই হোক তাঁর জন্মদিনে আমাদের অঙ্গীকার। শুভ জন্মদিন হে বিদ্রোহী কবি।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:০১

অন্ধবিন্দু বলেছেন:
নজরুলগীতি প্রায়ই শুনি !
কবির জন্য ভালোবাসা।।

২| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:১০

পার্থ তালুকদার বলেছেন: শুনতে তো হবেই, আমাদের নজরুল না !!
ধন্যবাদ আপনাকে।

৩| ২৫ শে মে, ২০১৪ রাত ১:২৮

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: এটা খুবই সত্যি কথা যে সময়ের সাথে সাথে আমরা নজরুলকে ভুলতে বসেছি।
আমাদের মধ্যে নজরুলের চর্চা নেই, না আছে তার গানের চর্চা, না তার কবিতার, কিংবা অন্য কোন সাহিত্য কর্মের।
যেকোন ক্ষেত্রেই উৎকর্ষতা সাধনের জন্য মূলধারার সাথে সম্পৃক্ত থাকাটা ভীষণ জরুরি। নজরুল আমাদের জাতীয় কবি, কাজেই জাতিগতভাবে নজরুলকে ধারণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা জাতীয় কবিকে মোটামুটি ভুলেই বসে আছি।
লেখাটির জন্য ধন্যবাদ।
শুভ জন্মদিন প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।

২৫ শে মে, ২০১৪ রাত ১১:৩৫

পার্থ তালুকদার বলেছেন: সত্য কিছু কথা সহজেই বলেছেন।
ধন্যবাদ আপনাকে ।

৪| ২৫ শে মে, ২০১৪ সকাল ৮:০১

খোলা বাতাস বলেছেন: শুনি তবে মাঝে মাঝে .....। শুভ হোক কবির জন্মদিন :)

৫| ২৫ শে মে, ২০১৪ সকাল ৮:১৯

স্বপ্নভারাতুর শাকিল বলেছেন: সুন্দর

২৫ শে মে, ২০১৪ রাত ১১:৩৭

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে মে, ২০১৪ সকাল ৯:১৩

সময়ের ডানায় বলেছেন: নজরুল গীতির মাধুর্যতায় আমি প্রতিনিয়তই মুগ্ধ হই।

এত হৃদয়ছোয়া গান। আর নজরুল সংগীত যে কেউ চাইলেই গাইতে পারেনা গাইতে হলে উচ্চাঙ্গ সঙ্গিতের উপর দখল বা জ্ঞান থাকতে হবে। তাই রবীন্দ্র সংগীত শিল্পির তুলনায় নজরুল সংগীত শিল্পির সংখ্যা কম।

ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য।

২৫ শে মে, ২০১৪ রাত ১১:৩৯

পার্থ তালুকদার বলেছেন: সময় করে পুরোটা পড়া জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন হে বিদ্রোহী কবি ।

৮| ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখনকার আবোল তাবোল গান শুনলে মেজাজটা কেমন যেন তিরিক্ষি হয়ে উঠে আগের বিশেষ করে এখন থেকে ২০/২৫ বছর আগের গান গুলো কতই না মধুর ছিল। এখনও বার বার শুনতে ইচ্ছে করে।

২৫ শে মে, ২০১৪ রাত ১১:৪১

পার্থ তালুকদার বলেছেন: খাটি কথা বলছেন হে প্রিয় ব্লগার !

৯| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন হে বিদ্রোহী কবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.