নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

বন্ধ ‌‌'রোদেলা' এবং আমার স্বপ্নের অপমৃত্যু

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

যারা টুকটাক লেখালেখির সাথে জড়িত তাদের মনের মাঝে একটা স্বপ্ন অজান্তেই বাসা বাঁধে। স্বপ্নটা হচ্ছে- তাদের লেখাগুলো সাদা অথবা রঙ্গিন কাগজে মলাটবন্দী করে আজীবনের জন্য পৃথিবীর বুকে স্থান করে নেওয়া। অন্যান্য লেখকের মতো আমার বেলাতেও এই স্বপ্নের কমতি ছিলনা।



ব্লগে গল্প লিখলেও দ্বিতীয়বার আমার নিজের গল্পটা পড়তে ইচ্ছা জাগেনা। কেমন জানি সবকিছু এলোমেলো লাগে। প্রিয় ব্লগারদের গল্প পড়ে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছা হয়। তবুও কেন জানি লিখি! লিখতে ভাল লাগে।

আমার ভাললাগে আমাদের সংস্কৃতির হারিয়ে যাওয়া গুপ্তধন খুঁজে বের করতে। আর এই উদ্দেশ্যে আমি প্রায় দুই বছর ধরে আমাদের সিলেট অঞ্চলের লোকায়িত গান ‘ধামাইল গান’ নিয়ে কাজ করতে থাকি। স্বপ্ন দেখি ‘ধামাইল গান’ এবং গানের লেখকদের নিয়ে একটি বই বের করার।



কথা হয় ‘রোদেলা প্রকাশনী’র সাথে। প্রকাশক আমার পান্ডুলিপি দেখে অতি সহজেই তা লুফে নেন। চোখের সামনে আমার এতদিনের সুপ্ত স্বপ্নগুলো উড়তে থাকে। আমি রাতের মিটিমিটি জোনাকি ধরার মতো দু’হাত দিয়ে স্বপ্নগুলো আলতো ভাবে হাতবন্দী করতে চাই। মহান একুশে গ্রন্থমেলা-২০১৫ তে রোদেলা প্রকাশনীর স্টলে আমার বই ‘ঐতিহ্যের ধামাইল গান’ স্থান পায়। বইটির জন্য পরিচিত-অপরিচিত মহলের প্রশংসাবাণী ভালই উপভোগ করছিলাম।





কিন্তুু ... ... ...

আমার স্বপ্ন মুকুলেই ঝরে পড়ে। এক অনাকাঙ্খীত ঘটনায় রোদেলা প্রকাশনীর স্টল বাংলা একাডেমী কর্তৃক বন্ধ ঘোষনা করা হয়। আমি মানসিক ভাবে ভেঙ্গে পরি । আমার মনেহয় এমন পরিস্থিতিতে সব লেখকরা আমার মতোই ভেঙ্গে পরবেন ।



তাই আমার প্রশ্ন ... ... ...



১. যে বইটির লেখক ও প্রকাশকের জন্য এমন ঘটনা ঘটে গেল, তাদের ভূলের জন্য আমার মতো নতুন লেখকদের এমন পরিনতি কেন ঘটবে ?

২. এই প্রকাশনী থেকে প্রকাশিত অন্যান্য লেখকের বই মেলাতে ঠাঁই পাওয়ার অধিকার রাখে কি না ?

৩. বাংলা একাডেমী আমাদের এই স্বপ্নের কথা শুনবে কি ?



বইটি নিয়ে প্রিয় ব্লগার ডি মুন ভাই এর বুকরিভিউ - Click This Link

ধন্যবাদ সবাইকে। কিছু প্রয়োজনীয় সমাধান জানিয়ে মন্তব্য করলে খুশি হবো।







মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশে মৌলবাদ পাকিস্তানের সম লেভেল চলে গেছে; এজন্য সবাইকে মুল্য শোধ করতে হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৩

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ব্লগার।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্যথিত হলাম। আশা করি শীঘ্রই এর সঠিক প্রতিকার মিলবে। মনোবল হারাবেন না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫

পার্থ তালুকদার বলেছেন: কী আর করব ভাই। সবকিছু মেনে নিতে হচ্ছে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪১

ব্লগার মাসুদ বলেছেন: প্রোফেসর শঙ্কু দাদার কমেন্টের সাথে সহমত । মনোবল হারাবেন না !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

পার্থ তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ব্লগার মাসুদ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০২

আরণ্যক রাখাল বলেছেন: রোদেলা খুলে দিয়ে মুক্তবুদ্ধি প্রসারের পথ খুলে দেয়া হোক| মনোবল হারাবেন না

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

পার্থ তালুকদার বলেছেন: রোদেলা খুলে দিয়ে মুক্তবুদ্ধি প্রসারের পথ খুলে দেয়া হোক । ------ সহমত।
অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৫

প্রবাসী পাঠক বলেছেন: বাংলা একাডেমী যে সিদ্ধান্ত নিয়েছে তা সত্যিই দুঃখজনক। এই প্রকাশনী থেকে বের হওয়া অন্যান্য লেখকদের সাথে অবিচার করা হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

পার্থ তালুকদার বলেছেন: আপনিও আমার বই নিয়ে পোস্ট দিয়েছেন।

কিন্তু স্টল বন্ধ হয়ে গেল !!

আপনার পোস্টটাও বৃথা গেল মনেহয়।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৮

রামন বলেছেন:
দুঃখ করবেন না ভাই৷ প্রকাশনী বন্ধের মধ্যে দিয়ে দ্বিতীয় 'শাপলা চত্বর' ষড়যন্ত্রের অবসান ঘটেছে। আপনি অবশ্যই চাইবেন না এই স্টলের কারণে রাতের অন্ধকারে জামাতি -হেফাজতি এবং বি এন পির দুর্বৃত্তরা এসে পেট্রোল বোমা দিয়ে বাকি সব স্টল জ্বালিয়ে দিক৷ সুযোগ আপনাদের শেষ হয়ে গিয়েছে এটা মনে করার কারণ নেই। বেঁচে থাকলে সুযোগ সব সময়ই ধরা দিবে।

শুভ কামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

পার্থ তালুকদার বলেছেন: আপনার কথাও ঠিক আছে রামন ভাই।

তবে বাংলা একাডেমী আমাদের নিয়ে ভাবতে পারত।

অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: রোদেলা প্রকাশনীর 'মুহাম্মদের ২৩ বছর' বইখানা ছিল একটা ভয়ংকর ও জটিল ষড়যন্ত্রের একটা অতি ছোট্ট ও প্রথম পদক্ষেপ। সরকার খুব বিবেচকের মত কাজ করেছে প্রকাশনীর স্টলটি বন্ধ করে দিয়ে - নয়ত আরেক শারলি হেব্দোর ধান্দাবাজি এখানে শুরু হয়ে যেত।

আপনার হয়তোবা সামান্য কিছু ক্ষতি হয়েছে - কিন্তু তার ফলে একটি দেশ ও একটি জাতি খুব ভয়ংকর ক্ষতির হাত থেকে বেঁচে গেছে। আপনি আপনার কাজ চালিয়ে যান - ঠিকই একসময় স্বীকৃতি পাবেন ইনশাল্লাহ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ।

আপনি আপনার কাজ চালিয়ে যান - ঠিকই একসময় স্বীকৃতি পাবেন ইনশাল্লাহ।-------------- ভাল লাগলো।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

আবু শাকিল বলেছেন: খারাপ লাগল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

পার্থ তালুকদার বলেছেন: কী আর করা ভাই ।

শুভেচ্ছা।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: রোদেলা থেকে আমার একটা বই বের হয়েছিল- 'বিকল্পহীণ রবীন্দ্রনাথ'।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

পার্থ তালুকদার বলেছেন: আপনার বই কি অন্য কোন স্টলে দিবেন বা দেওয়া যাবে ??

শুভেচ্ছা আপনার জন্য।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

জাফরুল মবীন বলেছেন: আমাদের দেশে ধর্ম ও রাজনীতি জটিল সমীকরণে সহ অবস্থান করে।তাই অনেক কিছুরই যৌক্তিক উত্তর খুঁজে পাওয়া যায় না।

আমার মনে হয় যেহেতু বাংলা একাডেমি তাদের প্রশাসনিক ক্ষমতাবলে সেই প্রকাশনীর স্টলটি বন্ধ করেছে তাই তাদের উচিৎ হবে ঐ প্রকাশনী থেকে প্রকাশিত অন্যন্য একুশের গ্রন্থগুলোকে তাদের নিজস্ব স্টলে অর্থাৎ বাংলা একাডেমির নিজস্ব প্যাভেলিয়নে বিপণনের বিশেষ ব্যবস্থা করা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

পার্থ তালুকদার বলেছেন: মবীন ভাই ঠিক কথাই বলেছেন ।

আমার বইয়ে তো আপনার হাতের পরশ লেগেছে।
এখন বাংলা একাডেমী ভাল একটা পদক্ষেপ নিলে আমাদের জন্য উপকার হতো।

শুভকামনা ।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

কলমের কালি শেষ বলেছেন: অত্যন্ত দুঃখজনক । মবীন ভাইয়ের সাথে একমত ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই।

ভাল থাকবেন আপনি ।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

সুমন কর বলেছেন: খুব খারাপ একটি সংবাদ। যেদিন শুনেছিলাম, সেদিনই খারাপ লেগেছিল।

বাংলা একাডেমীর উচিত অন্য বইগুলো বিভিন্ন স্টলে বিক্রি করার অনুমতি দেওয়া।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

পার্থ তালুকদার বলেছেন: হ্যাঁ দাদা খুবই খারাপ সংবাদ।
কি যে করি ।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: আমি যতটুকু জানি ইরানীরা শিয়া ধর্মাবলম্বী ।ওদের সঙ্গে সুন্নী মুসলমানদের আকীদাগত পার্থক্য রয়েছে ।ব্যাপারটি খুব সেনসিটিভ । রোদেলা যে কেন অমনটা হলো তা আমি জানি না । রোদেলার প্রকাশনীর একটি বই সমস্যা করে থাকলেও অন্যগুলিেতো দোষ করেনি । সেগুলোর ব্যাপারে নমনীয়তা প্রত্যাশা করতে পারি ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

বাংলা একাডমী অন্যান্য লেখকের ব্যাপারে নমনীয়তা দেখাতে পারেনি।
আপসোস শুধু আমাদেরই।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১৬

মহান অতন্দ্র বলেছেন: খারাপ লাগল ভাই । সমবেদনা জানবেন। রকমারির সাহায্য নিতে পারেন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২

পার্থ তালুকদার বলেছেন: সমব্যথিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ।
রকমারিতে বইটা পাওয়া যাচ্ছে।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮

ডি মুন বলেছেন: যে বইটি নিয়ে বিতর্ক সেটি বন্ধ করে লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে, কিন্তু তাই বলে স্টল বন্ধ করার যৌক্তিকতা দেখি না।

এটা সত্যিই দুঃখজনক। তবে চিন্তা করবেন না পার্থ ভাই। আশাকরি দ্রুত এই অবস্থার অবসান ঘটবে।

আর 'ঐতিহ্যের ধামাইল গান' -বইটা অন্য স্টলে রাখা যায় কি না এ ব্যাপারে খোঁজ নিন। একটা না একটা উপায় বের হবেই।

শুভকামনা রইলো। দেখা হবে বইমেলায় :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

পার্থ তালুকদার বলেছেন: আপনি তো এ টু জেড সাক্ষী ছিলেন মুন ভাই।কী আর করা।
ভাল থাকবেন।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

দীপংকর চন্দ বলেছেন: সমবেদনা ভাই।

শ্রম তার যথাযোগ্য মূল্য পাবেই।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

পার্থ তালুকদার বলেছেন: সমব্যথিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।

ভাল থাকবেন আপনি।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে খারাপ লাগছে।
তবে এক দরজা বন্ধ হলে অন্য দরজা খুলে যাবে।
আত্মবিশ্বাস রাখুন।
শুভ কামনা থাকল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

পার্থ তালুকদার বলেছেন: তবে এক দরজা বন্ধ হলে অন্য দরজা খুলে যাবে ---------- সুন্দর বলেছেন আপু।

ধন্যবাদ।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি করবেন ভাই। সবসময়েই একের কারণে আরো দশজন ভোগে। মগের মুল্লুক।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

পার্থ তালুকদার বলেছেন: আসলেই মগের মুল্লুক ।

আমাদের কিছুই করার নেই আপু।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.