নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

টেপি করোলা

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫


কিছুদিন আগে আশুলিয়ার ইপিজেড বলিভদ্র বাজারে গিয়েছিলাম বেড়াতে। হঠাৎ বাজারে এমন ছোট ছোট করোলা চোখে পড়ল। দাম কম না। অন্যান্য জাতের করোলা চল্লিশ টাকা সেই সময় এই করোলা ৮০টাকা কেজি। কৌতুহল জাগল। কিছু করোলা কিনে নিয়ে আসলাম। স্বাদ মন্দ নয়। মনে করেছিলাম খুব তিতা হবে কিন্তু না তত তিতা নয়।

আমার জীবনে অনেক জাতের করোলা দেখেছি কিন্তু এত ছোট করোলা কখনও চোখে পড়ে নাই। এই জাতের করোলা নাকি এই এলাকাতেই চাষ হয়।



মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কে বলেছে যে, শুধু ওখানেই চাষ হয়? অনেক যায়গাতে চাষ হয়। এটাই সবচেয়ে স্বাদের।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

পবন সরকার বলেছেন: আমাদের এলাকায় এটা পাওয়া যায় না, তাছাড়া ঢাকার বাজারেও এত ছোট করোলা কখনও চোখে পড়ে নাই।

২| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯

প্রোলার্ড বলেছেন: বাংলাদেশীরা কোন জিনিসের দাম বাড়লে সেটা কিনে নেয় চট জলদি নিজেকে জাহির করার জন্য । ফলে দোকানীরা কখনও জিনিসে দাম কমায় না , অথচ বাজারে সাপ্লাই কিন্তু কম থাকে না ।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন।

৩| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪

বিজন রয় বলেছেন: এটা এখন দূর্লভ হয়ে যাচ্ছে।
সবখানে দেখা যায় না।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন।

৪| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১

মাহবুবুল আজাদ বলেছেন: ইহা আমার ব্যাপক প্রিয়

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৪

পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫

সানহিমেল বলেছেন: আমাদের এলাকায় পাওয়া যায় এটা তবে এটাকে উস্তা বলে করলা না। ছোটটা উস্তা এবং বড়টা করলা। উস্তার দাম ও করলার থেকে সস্তা তবে তিতা একটু বেশী কিন্তু ডিমান্ড কম করলার থেকে।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৪

পবন সরকার বলেছেন: হতেও পারে উস্তা এবং করলার পার্থক্য। ধন্যবাদ

৬| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এটা কি তিতা জাতীয়

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৬

পবন সরকার বলেছেন: করলা সাধারনত তিতা তবে এটা একটু কম তিতা।

৭| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭

ইমরান আশফাক বলেছেন: এটি উচ্ছে এবং গরমকালে এটি ব্যাপকভাবে পাওয়া যায়। উচ্ছে করল্লার থেকে ছোট এবং কিছু টা গোলাকৃতি।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৬

পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

ওমেরা বলেছেন: করল্লা আমার অনেক প্রিয় ।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৭

পবন সরকার বলেছেন: ধন্যবাদ বোন, আমি ছোট থেকেই এটা খেতে পারতাম না তবে এখন খাই।

৯| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৭

সুমন কর বলেছেন: আগে নিয়মিতই খেতাম। বাবা গ্রাম থেকে নিয়ে আসতো।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৮

পবন সরকার বলেছেন: এখন কি পাওয়া যায় না?

১০| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫

তানুন ইসলাম বলেছেন: বাতজ্বর, কৃমির জন্য উপকারি করলা

খেতে খুব তেতো, কিন্তু করলার গুণ অনেক৷ যা কিনা দূর করতে পারে অনেক কঠিন রোগ৷ চলুন জেনে নেওয়া যাক, প্রতিদিন করলা খেলে কী কী উপকার পাবেন!

১। এ ক্ষেত্রে চার চা-চামচ করলা বা করলার পাতার রস একটু গরম করে সেই সঙ্গে এক-দেড় চা চামচ বিশুদ্ধ গাওয়া ঘি মিশিয়ে ভাতের সাথে খেতে হয়।

বাতের ক্ষেত্রে খুবই উপকারি এই পদ্ধতি ৷
২। অনেক সময় ম্যালেরিয়া জ্বরেও পিত্ত শ্লেষ্মার বিকার হয়। এর প্রধান উপসর্গ হলো, পিপাসা ও বমি; এ ক্ষেত্রে করলার পাতার রস এক চা চামচ একটু গরম করে অথবা গরম পানির সঙ্গে মিশিয়ে সারা দিনে ২-৩ বার করে খেলে জ্বরের উপসর্গগুলো চলে যাবে ও জ্বরের প্রকোপও কমে যাবে।

৩। গুঁড়ো কৃমি এ ক্ষেত্রে করলার পাতার রস বয়স্ক হলে ১-২ চা চামচ এবং শিশু হলে আধা চা চামচ সকালে ও বিকেলে অল্প পানিতে মিশিয়ে খেতে হয়।

৪। এ রোগের লক্ষণ হলো বিকেলে চোখ-মুখ জ্বালা করা, নাক-মুখ দিয়ে গরম নিঃশ্বাস-বের হওয়া, মুখে স্বাদ না থাকা। নোনা স্বাদ ও ভাজাপোড়া জিনিসে রুচি বেশি এ ক্ষেত্রে বুঝতে হবে, রক্তবহ স্রোত দূষিত হচ্ছে এবং এর আধার প্লীহা বিকারগ্রস্থ হচ্ছে। এ সময় করলা বা করলা পাতার রস দুই চা চামচ একটু গরম করে সিকি কাপ পানিতে মিশিয়ে দিনে দু-তিন বার খেতে হয়। এভাবে পাঁচ-ছয় দিন খেলে অসুবিধাগুলো আস্তে আস্তে চলে যাবে।

৫। পিত্ত শ্লেষ্মাজনিত এ বাত রোগের লক্ষণ হলো অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী এলে হাত-পা-কোমর, সারা শরীরে ব্যথা যন্ত্রণা হয়; ব্যথা নিবারক বড়ি খেয়ে চলাফেরা করতে হয়; শীতকাল এলে কথাই নেই, তবে গরম বেশি পড়লে ব্যথা-বেদনা ও যন্ত্রণা একটু কম হয়। এ ক্ষেত্রে করলা বা তার পাতার রস ৩ চা চামচ গরম করে অল্প জলে মিশিয়ে দিনে ২ বার করে খেলে এ অসুবিধা চলে যায়।

৬। বৈদিক শাস্ত্র মতে, পিত্ত শ্লেষ্মার বিকার না হলে অরুচি রোগ হয় না। এ ক্ষেত্রে এক চা চামচ করে করলার রস সকাল ও বিকেলে খেলে দোষটা চলে যায়।

৭। যাদের কোনো জ্বালা-যন্ত্রণা ছাড়াই পায়খানার সাথে টাটকা রক্ত পড়ে, অথচ অর্শ্বরোগ নেই এ ক্ষেত্রে রক্ত পিত্ত যে আছে তা নিশ্চিত করে বলা যায়। এতে করলা বা করলার ফুল ৮-১০টা নিয়ে দিনে ৩ বার খেতে হয়।

৮। বীজ বাদ দিয়ে পুরো শাঁসের রস ছেঁকে একটু গরম করে প্রতিদিন সকাল ও বিকেলে খেলে অগ্নিমান্দ্য রোগ সেরে যায়।

৯। পোড়া ঘায়ে করলা পাতার রস লাগালে তা সারে

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৮

পবন সরকার বলেছেন: উপকারী মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

১১| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৬

রানা আমান বলেছেন: এটি উচ্ছে ।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪২

পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫২

সচেতনহ্যাপী বলেছেন: যতটুকু মনে পড়ে এটাকে আমরা উচ্ছে বলি।। একটু বড় জাতের হলেই করল্লা!!

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

পবন সরকার বলেছেন: হতে পারে। তবে এটি আকারে খুবই ছোট।

১৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: তিতা হলেও শরীরের জন্য বেশ উপকারী !!

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই

১৪| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


ঐ এলাকায় ফরলমালিন ব্যবহার করে ব্যবসায়ীরা?

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৩

পবন সরকার বলেছেন: আমি যেগুলি পেয়েছিলাম সেগুলিতে ফরমালিন ছিল না। পাঁচ ছয় কেজি করোলা একজন গৃহস্থ তার ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছিল। ধন্যবাদ গাজী ভাই।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

ফাহিমা বলেছেন: এটাকে আমরা উস্তা বলি। বর্তমানে বাজারে এর দাম ১০০ টাকা কেজি।

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন। এর দাম সাধারণ উস্তার চেয়ে একটু বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.