নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা তো সবে শুরু , দৌড়াতে হবে বহু পথ । যেতে হবে পরপারে , ভালো কিছু করতে হবে এইতো শপথ ।

কাওসার রহমান পলাশ

স্বপ্নচারি মানুষের দলে আমি । স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার প্রবল ইচ্ছা থাকলেও এলোমেলো চলাফেরায় আজও বেকারের দলে। আমি বাঁচতে ভালবাসি , যদি সে বাঁচা হয় সম্পৃতি আর সৌহার্দময় । আমি দেখতে ভালোবাসি, যদি সে দেখা হয় প্রিয় লাবন্যময় ।

কাওসার রহমান পলাশ › বিস্তারিত পোস্টঃ

:-* কিছু অশ্লীলতা , কিছু ব্যাকুলতা :-*

২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬

আগের যুগে রাজা-বাদশাহরা মনকে রন্জিত করবার লক্ষে কতিপয় নামিদামী নর্তকী নাচাইতো।

যাদের নৃত্যকলা-দেহ দোলা পছন্দ হতো তাদের দিত প্রচুর টাকা-কড়ি আর দিত অন্দর মহলে সজ্জিত বিছানায় নিজের সুদৃড় মধ্য বাহু দোলনোর উত্তেজনা।



সময় পাল্টেছে, কালক্রমে আসছে নতুন ধারা। রাজতন্ত্র গেছে এসেছে গনতান্ত্রিকতা।

সময়ের আবগাহনে জন্ম নিচ্ছে ইন্টাটেইনমেন্ট স্টার, ব্লকব্লাস্টার মডেল কন্যা.. পপ তারকা কিংবা র্যাম্প মডেল।



হমম, মানতেই হয় সময়ের চাহিদায় বেড়েছে যৌনতা আর প্রতিনিয়ত জন্ম নিচ্ছে কুলসিত বেশ্যা।



বিষয়গুলো একটু বিশ্লেষন করে দেখা যাকঃ



আগের যুগে রাজা বাদশাহরা নাচাতো নর্তকী, আর এখন আমরা নাচাই সুপার স্টার সব মডেলদের। পার্থক্য মদ্যপানে নৃত্য আবলোকন আর দুরদর্শনে অর্ধরমন।



তখনকার রাজা-বাদশাহরা সুদৃঢ় মধ্যবাহু চালোনা করতো অন্দরমহলের সুসজ্জিত বিছানায় আর আমরা দুরদর্শনে অর্ধনগ্ন মডেলদের উৎকর্ষতায় ছুটে কোন বেশ্যালয়ে কিংবা কোন স্টাইলিশ প্রগাঢ় উরু আর সুউচ্চ স্তন শোভিত কোন মেয়ের কাছে।



♦ যেখানে বিনোদন ব্যাবস্থা চরম নষ্টামী আর অশ্লীলতায় রূপান্তরিত হচ্ছে , সেখানে আমরা মডেলদের অনুসারী হচ্ছি কোন বিবেক ধর্ষন করে। রাজা-বাদশাহদের স্ত্রী কিংবা কন্যারা তো নাচনে ওয়ালী বাইজিদের স্টাইলে কিছু পরতো না বা অনুসরন করতো না।



আমাদের দেশের মেয়েদের কাছে প্রশ্ন, আপনি কেন নাচনে ওয়ালি বাইজি ঐশ্বরিয়া, বিপাসা, কারিনা কিংবা সাকিরা সানিলিয়নদের ফলো করছেন..?? তাদের মতো হেয়ার স্টাইল, তাদের মতো পোশাক স্টাইল, তাদের ব্রা স্টাইল আপনি অনুসরন করছেন কেন???



তাহলে কি আপনি বাইজি নর্তকীর দলে নাকি তাদের চাইতে নিচু কিছু ...!!!



পাশাপাশি সালমান, শাহরুখ কিংবা শাকিব খানরা নেচে গেয়ে অভিনয় করে আমাদের আনন্দ দেয়, তাদের লাইফ স্টাইলটাকে অনুসরন করা মানে নিজের মানটা কতটা কুলসিত করি আমরা নিজের বিবেককে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবো।



অশ্লীলতায় যারা যুক্ত তারা নিজেরাই অশ্লীতার বিরুদ্ধে অবস্থান করবে। আপনার মান / আপনার স্ট্যাটাস আপনার উপর নির্ভরশীল।

বাজারে কলাকে অনাবৃত করে বিক্রয় করলে নিঃস্বন্দেহ তা বিক্রি হবে কিন্তু "মান" আবৃত কলার মতো কখনই হবে না এটাই চরম সত্য।

:::::::::::::::::::::::::::::::::::::::::

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৭

দালাল০০৭০০৭ বলেছেন: Valo

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৬

কাওসার রহমান পলাশ বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.