নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা তো সবে শুরু , দৌড়াতে হবে বহু পথ । যেতে হবে পরপারে , ভালো কিছু করতে হবে এইতো শপথ ।

কাওসার রহমান পলাশ

স্বপ্নচারি মানুষের দলে আমি । স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার প্রবল ইচ্ছা থাকলেও এলোমেলো চলাফেরায় আজও বেকারের দলে। আমি বাঁচতে ভালবাসি , যদি সে বাঁচা হয় সম্পৃতি আর সৌহার্দময় । আমি দেখতে ভালোবাসি, যদি সে দেখা হয় প্রিয় লাবন্যময় ।

কাওসার রহমান পলাশ › বিস্তারিত পোস্টঃ

♦ চামারের বাচ্চা চামার হলে, চামারের বাপ নিশ্চয় কামার নয় ♦

১০ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৭

ছোটবেলায় প্রায় সবাই কিছু বাণী পড়তাম অথবা মুখস্থ করানো হতো,তন্মধ্যে একটি

" বড় যদি হতে চাও , ছোট হও তবে " ।



দিন বদলের ডাক দিয়ে অনেক কিছুতে পরিবর্তন আনা হচ্ছে।

তো উপরোক্ত বাণীর কিছু পরিবর্তন আনার প্রস্তাবনা বা আর্জি পেশ করছি।

সংসধনী প্রস্তাবনা সমুহঃ -



১। বড় যদি হতে চাও , ছোটলোক হও তবে।



২। ছোটলোক যদি হতে চাও, মন্ত্রী এমপি হও তবে।



৩। মন্ত্রী এমপি যদি হতে চাও, কুত্তা পুষো তবে।



৪। কুত্তা যদি হতে চাও চামার হও তবে।



পর্যায়ক্রমে পড়ায়, সারাংশ এককেন্দ্রিক হয়ে যেতে পারে , বিক্ষিপ্ত ভাবে পড়লে সম্ভবত বিক্ষিপ্ত প্রয়োগও করা যাবে। :P

যদিও জানা নেই বানীটির রূপকার বেঁচে আছেন না মৃত।



• আজ রাজনৈতিক প্রেক্ষাপট সত্তিই এমটা কুলসিত। যা এমন রাজনৈতিক অংগন কোন সভ্য জাতির প্রত্যাশা নয়।

নিম গাছ লাগিয়ে, আঙুর ফল চাওয়াটা নিতান্তই জ্ঞানহীনতার কাজ।



° আজ চাকরির জন্য আমাদের মন্ত্রী এমপিদের দ্বারে দ্বারে টাকার বিনিময়ে, ভিক্ষাবৃত্তির ন্যায় চাকরি চাইতে হয়।



হারাম বিসর্জনে, হারাম উপার্জন দিয়ে হারামী হওয়া যায়, ভালো মানুষ নয়।



মেধা যাচায়ে চাকরি দিন, তাতে পিয়নের পদ পেলেও তৃপ্ত থাকবো । অন্তত পবিত্র রক্তে বেঁচে থাকার কিছুটা প্রয়াশ থেকে যাবে।



ব্লগে আমি নতুন । সবে মাত্র অনার্স মাষ্টার্স করে বেকার । প্রতিবাদের তীব্রতায় কিছু অশ্লীল ভাষার প্রয়োগ করেছি ।

ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।



::::::::::::::::::::::::::::::::::::::::::

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

নতুন বলেছেন: । কুত্তা যদি হতে চাও চামার হও তবে

চামার অথ` কি? যারা জুতা বানায়/চামরার কাজ করা তারা চামার.>>

কিন্তু মন্ত্রী/নেতা/রাজনিতিক/দূনিতিক/ঘুষ খোর অফিসারের থেকে চামাররা অনেক উপরে.... তাদের অপমান করা হয়বে যদি এদের সাথে তাদের তুলনা দেন....

এরা শ্রম দিয়ে খায়.... চুরি/ডাকাতি...নেতা/রাজনিতিকদের মতন..দেশ বেচে/ধষ`ন করেনা..

১১ ই মে, ২০১৪ বিকাল ৩:১২

কাওসার রহমান পলাশ বলেছেন: ধন্যবাদ নতুন মন্তব্য করার জন্য । আসলে রাজনৈতিক ব্যক্তিরা এমন পর্যায়ে নিজেদের নিয়ে গেছে যে কারও তুলনায় কোন বিশেষন যোগ করা দুস্কর ।
প্রতিবাদের ভাষাটাও মাঝে মাঝে ম্লান মনে হয়ে যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.