নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা তো সবে শুরু , দৌড়াতে হবে বহু পথ । যেতে হবে পরপারে , ভালো কিছু করতে হবে এইতো শপথ ।

কাওসার রহমান পলাশ

স্বপ্নচারি মানুষের দলে আমি । স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার প্রবল ইচ্ছা থাকলেও এলোমেলো চলাফেরায় আজও বেকারের দলে। আমি বাঁচতে ভালবাসি , যদি সে বাঁচা হয় সম্পৃতি আর সৌহার্দময় । আমি দেখতে ভালোবাসি, যদি সে দেখা হয় প্রিয় লাবন্যময় ।

কাওসার রহমান পলাশ › বিস্তারিত পোস্টঃ

B-) মোদির টাঙ্ক চটোকিত , আমরা টাঁসিকিত :((

১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২৬

♦ ♠বড়ই সৌন্দর্য নাগিতেছে ♠ ♦



মায়া বনও বিহরিণী সন্চারীত হইতেছে।



মোদী সরকার চায়ের কাপে টাঙ্ক চটোকাইতেছে।



আমাদের সরকার ব্যাথিত চিত্বে অশ্রু বিসর্জনের নিমিত্তে অতীত চারনায় চারিত হইতেছে।



♦ বড়ই সৌন্দর্য নাগিতেছে।



বন লতা উদ্যান লতার নিকট টাঁসিকিত হইতেছে।



দক্ষিন বাহু প্রকম্পিত হইলেও উত্তর বাহু শীতলতায় হিমাঙ্কিত হইতেছে।



♣ ♦ আমরা নির্লজ্জ, আমরা বেহাইয়া। আমরা স্বার্থকে ভালোবেসে নীতি নিস্ঠাকে বিকিয়ে দেই, গড়ে দেই সত্যের নামে বিকৃত ইতিহাস।



গনতন্ত্রের সংগা আজ বদলে দিয়েছি, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত করার যে ওয়াদা করি তার সম্ভ্রম নষ্ট করেছি।

ধর্ষন করছি নিজেদের মানবতা বোধ।

নচেৎ ভালোকে ভাল প্রমান করার নৈতিকতা বিকিয়ে দিতাম না।

ভোটের অধিকার হরিয়ে আমরা এখন অনেক বড় সুনাগরিক !!!



#ফিলিং_নাটের_ডগায়_স্ক্রু_ড্রাইভার

:::::::::::::::::::::::::::::::::::::::::::

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা নির্লজ্জ, আমরা বেহাইয়া। আমরা স্বার্থকে ভালোবেসে নীতি নিস্ঠাকে বিকিয়ে দেই, গড়ে দেই সত্যের নামে বিকৃত ইতিহাস।

গনতন্ত্রের সংগা আজ বদলে দিয়েছি, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত করার যে ওয়াদা করি তার সম্ভ্রম নষ্ট করেছি।
ধর্ষন করছি নিজেদের মানবতা বোধ।
নচেৎ ভালোকে ভাল প্রমান করার নৈতিকতা বিকিয়ে দিতাম না।
ভোটের অধিকার হরিয়ে আমরা এখন অনেক বড় সুনাগরিক !!!

সহমত।

+++

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

কাওসার রহমান পলাশ বলেছেন: ধন্যাবদ বিদ্রোহী ভৃগু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.