নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা তো সবে শুরু , দৌড়াতে হবে বহু পথ । যেতে হবে পরপারে , ভালো কিছু করতে হবে এইতো শপথ ।

কাওসার রহমান পলাশ

স্বপ্নচারি মানুষের দলে আমি । স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার প্রবল ইচ্ছা থাকলেও এলোমেলো চলাফেরায় আজও বেকারের দলে। আমি বাঁচতে ভালবাসি , যদি সে বাঁচা হয় সম্পৃতি আর সৌহার্দময় । আমি দেখতে ভালোবাসি, যদি সে দেখা হয় প্রিয় লাবন্যময় ।

কাওসার রহমান পলাশ › বিস্তারিত পোস্টঃ

নদীর বুকে ভাঙছে কুল

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫০

✿●════════●✿●════════●✿

হারানো অতীত আপন হয়ে রয় কারো কারো,

পিছু টানে বাঁধা আঁচল সরিয়ে স্বাধীনতায় কেতন বারো...



নিশিপ্রাতে জীবন মোহনায় ক্ষরস্রোতা নদী তীরে যে কুল ভেঙে যায় নিরবধি,

দূর দিগন্তে ভেসে আসা মাঝি, তুমি কি বুঝিবে সে কুল ভাঙা চিড়ে বুকের ব্যাথা..!!



এসে গেয়ে চলে যাও, আছড়ে পড়া কুলের ধারা,

ঢেউ খেয়ে দুলে যাও....

নদীর বুকে চলছো পথিক, পথের খোরাক পথেই নাও...!!



বুঝবে সেদিন, যেদিন বুকে পড়বে চর,

ঘাস ফুটবে, কাশ দুলবে, চড়বে কত শকুন বক ||

✿●════════●✿●════════●✿

২৫-০৮-২০১৪ ইং, পলাশ রাজ

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪০

বাংলার পাই বলেছেন: নিশিপ্রাতে জীবন মোহনায় ক্ষরস্রোতা নদী তীরে যে কুল ভেঙে যায় নিরবধি,
দূর দিগন্তে ভেসে আসা মাঝি, তুমি কি বুঝিবে সে কুল ভাঙা চিড়ে বুকের ব্যাথা..!!
---------------------চমৎকার।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪

যাযাবর বেদুঈন বলেছেন: সুন্দর হয়েছে। ধন্যবাদ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

কাওসার রহমান পলাশ বলেছেন: বাংলার পাই এবং যাযাবর বেদুঈন ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য । আপনাদের এ উৎসাহ আমাকে নতুন করে আরো প্রেরনা যোগাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.