নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা তো সবে শুরু , দৌড়াতে হবে বহু পথ । যেতে হবে পরপারে , ভালো কিছু করতে হবে এইতো শপথ ।

কাওসার রহমান পলাশ

স্বপ্নচারি মানুষের দলে আমি । স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার প্রবল ইচ্ছা থাকলেও এলোমেলো চলাফেরায় আজও বেকারের দলে। আমি বাঁচতে ভালবাসি , যদি সে বাঁচা হয় সম্পৃতি আর সৌহার্দময় । আমি দেখতে ভালোবাসি, যদি সে দেখা হয় প্রিয় লাবন্যময় ।

কাওসার রহমান পলাশ › বিস্তারিত পোস্টঃ

সিমপ্যাথি যখন গ্রেট রিগ্রেটস

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

★ সহমর্মিতা উগলে দেবার যথেষ্ট কারন বিশ্লেষন না করেই অনেকে সহমর্মিতার পক্ষে সুখকর দুঃখজনক নিন্দা জানাচ্ছেন। আপনাদের বুদ্ধি আছে বস্ । মায়া মমতা আপনাদের হৃদমাঝারে অপূর্ব দক্ষতায় বাস করে ।

"রাখালের গরু খোঁয়াড়ে দিয়ে , অসহায় রাখালকে মধুর বাঁশি বাজিয়ে শোনান। "

অপৃতিকর পরিস্থিতির প্রভাবক হিসাবে ক্রিয়া সম্পাদন করে বিক্রিয়ার উৎপাদকে দোষী সাব্যস্ত করা মহান রাজনৈতিক ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ আপনাদের।

খরস্রোতা নদীর বুকে উবেল উঠা পানির মত, আপনার টক দই মিষ্টি বলে চালিয়ে দেন । একবারও ভাবেন না ওটা কারও কারও এসিডিটির কারন হতে পারে ।

পক্ষপাত দুষ্টতা ধরে থাকলে, বস্ ... আপনাকে সালাম...!

____________ পলাশ রাজ

``````````````````````````````````````````````````

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.