নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা তো সবে শুরু , দৌড়াতে হবে বহু পথ । যেতে হবে পরপারে , ভালো কিছু করতে হবে এইতো শপথ ।

কাওসার রহমান পলাশ

স্বপ্নচারি মানুষের দলে আমি । স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার প্রবল ইচ্ছা থাকলেও এলোমেলো চলাফেরায় আজও বেকারের দলে। আমি বাঁচতে ভালবাসি , যদি সে বাঁচা হয় সম্পৃতি আর সৌহার্দময় । আমি দেখতে ভালোবাসি, যদি সে দেখা হয় প্রিয় লাবন্যময় ।

কাওসার রহমান পলাশ › বিস্তারিত পোস্টঃ

♦ ব্লগার হত্যা কতটা যৌক্তিক ♦

১৩ ই মে, ২০১৫ সকাল ১১:০৭

♦ সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা কতটা যৌক্তিক তা জানি না...
মুক্তমনা ব্লগে স্বাধীন চেতনা উদ্ভুদ্য হয়ে নিজের মত প্রকাশ করে থাকেন অনেকে...

প্রশ্ন হলো ইসলাম সম্পর্কে তাকে কতটা জানানো হয়েছিল..? তাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল কি না...?

♦ উপরোক্ত কাজগুলো করা হয়েছিল কি না জানি না...
তবে সারা বিশ্বের বহু বিধর্মী ইসলাম বিদ্দেষি মানুষ পরবর্তীতে ইসলাম গ্রহন করেছেন এমন নজির আমরা আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (সাঃ) এর সময় থেকে এখন পর্যন্ত দেখে আসছি ।

♦সেক্ষেত্রে মুক্তমনা ব্লগের লেখক অনন্ত বিজয় দাস কে কি ইসলামের আলোতে ফিরিয়ে আনা সম্ভব ছিল না...!!
যদি সম্ভব না হয়, তবে আমি ইসলামের আইন কে পরিপূর্ন রূপে বিশ্বাস এবং শ্রদ্ধা করি.। কারণ ইসলামই পৃথিবীর একমাত্র সর্বোৎকৃষ্ট ধর্ম.. যা মহান আল্লাহর নৈকট্য লাভে শ্রেষ্ট.।

♦ আমি নিতান্তই অভিব্যক্তি প্রকাশে পক্ষপাত দুষ্ট নয়.।

♦ অতীতের কলংকিত জীবন থেকে ইসলামের পথে এসে এখনও অনেক মানুষকে প্রান দিতে হয় যা কখনই আমার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠে নি.।

♦ বাংলাদেশ ক্রিকেট টীম কে সাপোর্ট করি বলে ইন্ডিয়ার ভিরাট কহলী কিংবা পাকিস্তানের ইউনুস খান আমার কাছে কখনও খারাপ মনে হয়নি...
ওরাও আমাদের পাশাপাশি খুব সুন্দর খেলে.....
__________________________________________

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:১৯

মঞ্জু রানী সরকার বলেছেন: কোন হত্যাই যৌক্তিক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.