নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা তো সবে শুরু , দৌড়াতে হবে বহু পথ । যেতে হবে পরপারে , ভালো কিছু করতে হবে এইতো শপথ ।

কাওসার রহমান পলাশ

স্বপ্নচারি মানুষের দলে আমি । স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার প্রবল ইচ্ছা থাকলেও এলোমেলো চলাফেরায় আজও বেকারের দলে। আমি বাঁচতে ভালবাসি , যদি সে বাঁচা হয় সম্পৃতি আর সৌহার্দময় । আমি দেখতে ভালোবাসি, যদি সে দেখা হয় প্রিয় লাবন্যময় ।

কাওসার রহমান পলাশ › বিস্তারিত পোস্টঃ

:: সরকারী চাকরিজীবীদের বেতন বৃদ্ধি আর আমার কিছু চুলকানি ::

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

বিদ্যুত, গ্যাস, মরিচ কিংবা পিঁয়াজের দাম বৃদ্ধি পেলে অন্তত সরকারী চাকরি জীবিদের আর টেনশনের কোন কারণ নাই...

আর আমরা প্রতিদিন "ট্যাকাত ছয়ডা......." ঝাল লজেন্স চুসবো....

জীবন যাত্রার মান বাড়ছে, টাকার মান কমছে....

রাজনীতিবিদরা নিঃসন্দেহে মহান, তারা শিক্ষা লাভ না করে, স্বশিক্ষিত না হয়ে.. বিসিএস ক্যাডার কিংবা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ডিগ্রী ধারী লোকদের কিনতে পেরেছে...

মূর্খ মানুষদের ঘৃণা করতে নেই, তারা শিক্ষা লাভ না করে অনেক কিছুই করতে পারে....

ঘৃণা করি ঐসব শিক্ষিত ক্যাডারদের, যারা নিজের শিক্ষাটাকে বিকৃত করে টাকার রাজ্যে অন্ধ হয়ে গেছেন.....
লজ্বা করা উচিত আপনাদের, আপনারা কোটি টাকার প্রাসাদ গড়লেও সৎ, নিষ্ঠাবান লোকেরা আপনাদের টাপায় না....
সামনে থেকে সালাম দেয় আপনার হাত থেকে পরিত্রান পাবার জন্যে, ভেতর থেকে নয়...
শ্রদ্ধা কাকে করতে হয় সেটা আপনারাও জানেন....

হয়ত, অনেকে ভাবছেন মামুলি আমার গা এত জ্বলে কেন....

আমার কাছে এই বেতন কাঠামোকে সুষম মনে হয় নি, এমন কি অর্থ বছরে যে বাজেট পাস হয়েছ সেটাও নয়....
জিডিপি প্রবৃদ্ধি পাছা দিয়ে বের হবে...

বিএনপি কিংবা জাতীয় পার্টী এমনটা করলে আমি এ্যমনে বলতাম....

নামধারী দেশপ্রেমিক নয়, আসল দেশ প্রেমিক হন। নিজের কথা নয়, ধনী গরীব সকলের কথা ভাবুন....
জনগনের মত প্রকাশ কিংবা প্রস্তাবনার ক্ষেত্র সৃষ্টি করুন...
জনগনের ভাল সিদ্ধান্তের মূল্যায়ন করে বাস্তবায়নের চেষ্টা করুন...

মরিচের ঝালই ঝাল নয়, গরম মসলায়ও কিছু ঝাঁঝ আছে.....
_________________________________________

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৪০০ টাকা কেজি মরিচ খাইয়া স্বর্গে যাবগো :-/

১৬ লাখ সরকারী কর্মচারীর বিপরীতে ১৫ কোটি ৭৪ লাখ লোকের জীবন যাত্রার মান! তাদের কি হবে চিন্তা ভাবনা না করেই একেবারে শতভাগ বেতন বাড়িয়ে দিল!!!
টাকা দিয়ে ১৬ লাখ কিনে কি চিরদিন ক্ষমতায় থাকা যায়????

বেসরকারী কর্মচারীরা কি করবে? বেতন বাড়ানোর আন্দোলন করতে গেলে হতে হয় ছাটাই! চাকুরীচ্যুত!

অদ্ভুত! এক দু:শাসন আর দু:সময়ে আমজনতা!!!!!!!!!!!!

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

সাঈক আহসান বলেছেন: গোটা বাংলাদেশে এখন একটা হজবরল অবস্থা তৈরি হবে ।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন: সরকারী বেতন কাঠামো আমার মতে পুরোপুরি যৌক্তিক। এই ধরনের ব্যবধান বেসরকারী প্রতিষ্ঠানে কি দেখা যায়না?

একটা ব্যাঙ্কের এমডির বেতন ৫ লাখের উপরে হয়। প্রবিশনারী অফিসারের মনে হয় ২৫ হাজার দিয়ে শুরু। এখন কি আরো বেশি নাকি জানিনা। সবক্ষেত্রেই এমন। আমি ভাবছি আমার পঞ্চম গ্রেডের বেতন যা হবে এখন, আমি যদি বাইরে থাকতাম তাহলে এরচেয়ে অনেক বেশি পেতাম। আর আমার সমসাময়িক সময়ের বেসরকারী প্রতিষ্ঠানে অথবা বাইরে চলে যাওয়া ক্লাসমেটরা অনেক বেশি বেতনে কাজ করছে।

এটা আশা করা বোকামী যে অষ্টম শ্রেনী পাশ একজনের বেতন আর কাঠামোর উপরে ওঠা সর্বোচ্চ যোগ্যতার ৩০-৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজনের বেতন একই হবে। যিনি ৭৮ হাজার টাকার স্কেলে যাবেন তিনিও তার জীবন ২৫ হাজার টাকা স্কেল দিয়েই শুরু করবেন। ৩০-৩৫ বছরে বেতন তিনগুন বৃদ্ধি পাওয়া কিন্তু আহামরি কিছু না। আর এই স্কেল অবশ্যই যৌক্তিক সিলেকশন গ্রেড বাদ দেয়ার কারনে। ৮২৫০ টাকা মুল বেতনে যে চাকরী শুরু করবে সে পদন্নতি না পেলেও চাকরী জীবনের শেষে ৪০০০০ হাজার টাকা মুল বেতনের পর্যায়ে চলে যাবে যেটা গ্রেডে হিসেব করলে পঞ্চম আর ৬ষ্ঠ গ্রেডের মধ্যের হবে।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

FArcsy বলেছেন: সরকারী চাকরিজীবিরা ঘুষ খায় তাতে তাদের পেট ভরেনা তাই তাদের বেতন বৃদ্ধি করা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.