নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা তো সবে শুরু , দৌড়াতে হবে বহু পথ । যেতে হবে পরপারে , ভালো কিছু করতে হবে এইতো শপথ ।

কাওসার রহমান পলাশ

স্বপ্নচারি মানুষের দলে আমি । স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার প্রবল ইচ্ছা থাকলেও এলোমেলো চলাফেরায় আজও বেকারের দলে। আমি বাঁচতে ভালবাসি , যদি সে বাঁচা হয় সম্পৃতি আর সৌহার্দময় । আমি দেখতে ভালোবাসি, যদি সে দেখা হয় প্রিয় লাবন্যময় ।

কাওসার রহমান পলাশ › বিস্তারিত পোস্টঃ

: প্রণোদন ::

২৯ শে মে, ২০১৬ রাত ১:৪১

বাইতে কি পারবি তরী,
ছিন্ন করে খেয়াল স্রোতের মায়া জাল...
ও তোর দৃষ্টি ফেরা সৃষ্টি মাঝে
এক আকাশ বাতাস বহে, উড়িয়ে দে তোর ছেড়া পাল ||

সবে তো নিঃস্ব শুরু অসীম মরু
চলতে চলতে ফুরায় না পথ,
ক্লান্ত হয়ে শ্রান্ত শরীর
থামাস না তোর নব্য গড়া বিজয় রথ ||

প্রান পেয়ালা শূন্য ডালা
পুর্ন হবে হৃদয় খরা শেষ বিকালে লাল আভা,
জীবে জীবন সয়ে উনুন
দেহ কোষে ছড়ায় প্রভা....||

সত্য সৎ এ চেনে লোকে
জয়ীতে মুগ্ধ চেতনায় চেনা মুখ,
আত্মায় গড়া আত্মীয় বাড়ে
তিক্ত শরীরে মিষ্টি ফোটায় বেসুরো সুখ..||

_____পলাশ, রাজশাহী [ ২৯/০৫/২০১৬ ]

_________________________________

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ২:৩৯

বাংলা গান শুনুন বলেছেন: যান্ত্রিক জীবনের নাটকীয়তায় বন্ধী জীবন,
তাই তো আজ সৃষ্টি মাঝে দেওয়া হয়না দৃষ্টি,
তাই তো নেচে উঠেনা মন সৃষ্টি সুখের উল্লাসে,
তাই তো ছিন্ন করা হয়না খেয়াল শ্রোতের মায়া জাল।



♥ আমি ব্লগে নতুন এসেছি,আমার পোষ্টগুলো দেখার আহবান জানাচ্ছি ♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.