নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

ধ্রুব

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৫

বারান্দায় রাতের শেষ সিগারেটের বহ্নি উৎসবে

রোজ এসে দাঁড়ায় একরাশ বেওয়ারিশ বাতাস

আমি তাদের মুখে ঠেসে ধরি নিকোটিন ঘ্রাণ



বাতাসগুলো ডানা মেলে দেয় আরো বাতাসে

নিকোটিনের ঘ্রাণ জমে উঠে মেঘ

তারপর বৃষ্টি নামে

কালো কালো বৃষ্টি...

সময় খুঁড়লে কোনো এক ভবিষ্যত বিকেলে

এইসব কালো বৃষ্টির ফসিল পাওয়া যাবে



কেবল থাকবে না আর এই বারান্দা

এই বারান্দায় পা ছড়িয়ে বসে থাকা আমি

আর আমাকে নিয়মিত খুন করে যাওয়া সিগারেট

অথচ সে আমাকে খুন করে সমমতায়

অন্তত নিকটবর্তী মানুষের চেয়ে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

হাসান মাহবুব বলেছেন: শেষের লাইনগুলো খুব ভালো লাগলো। মমতাময় খুন!

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৯

সমুদ্র কন্যা বলেছেন: এই বারান্দাটা আমাকে দিয়ো। আমি বহুদিন বারান্দায় বসে থাকি না।

৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

পাপতাড়ুয়া বলেছেন: আমার খুব নোংরা বারান্দা। সিগারেটের ছাই, পোড়া অংশ। তোমার ভালো লাগবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.