নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

হাওয়াচুলের পূর্বাপর

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

গ্রীবার সড়ক ধরে উন্মত্ত ট্রাক

ছুটছে ছুটছে

আর পেছনে ক্রমাগত সরে যাচ্ছে কানের মাকড়িতে

ঝুলন্ত বিলবোর্ড



আমি হেঁটে যেতে যেতে দেখি প্রবহমান এই শহরের স্রোত

তোমার ঠোঁটের মত লোভনীয় ও নির্জীব

অথচ এমন কথা তো ছিলো না

এমন কিছু দেখবো বলে তো আসিনি



নাকের ডগায় বসে প্রিয় গানের আসরে

সারারাত

বসে বসে দেখবো বলে এসেছিলাম

চোখের কার্ণিশে বকপাখির ডানার বায়ুচিত্র



অথচ তার কিছুই হলো না



কেবল আমি আর আমার আকাশখানি

গ্রীবার সড়কে উল্টো ঝুলেই রইলাম

কয়েকটা বেওয়ারিশ হাওয়াচুলে!

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

হামিম কামাল বলেছেন: কবিতাটা দ্বিতীয়বার পড়ার পর বেশি ভালো লাগলো। প্রথমবার বোধে তেমন পশতেছিল না। ডানার বায়ুচিত্র, বেওয়ারিশ হাওয়াচুল- এই শব্দগুলায় তোর ছাপ।
একটা মাথাধরা প্রতিক্রিয়াশীল সকালের পর ভালো লাগতেসে এখন তোর লেখা পড়ে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

পাপতাড়ুয়া বলেছেন: কবিতাটা তোরে ভালোলাগা দিতে পেরেছে, এটাই আনন্দ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

নিশাত তাসনিম বলেছেন: আমি হেঁটে যেতে যেতে দেখি প্রবহমান এই শহরের স্রোত
তোমার ঠোঁটের মত লোভনীয় ও নির্জীব
অথচ এমন কথা তো ছিলো না
এমন কিছু দেখবো বলে তো আসিন

সুন্দর কবিতা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ তাসনিম।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কেবল আমি আর আমার আকাশখানি
গ্রীবার সড়কে উল্টো ঝুলেই রইলাম
কয়েকটা বেওয়ারিশ হাওয়াচুলে


সুন্দর +

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

পাপতাড়ুয়া বলেছেন: শুভদুপুর।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

পাপতাড়ুয়া বলেছেন: শুভদুপুর।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

চোখের কার্ণিশে বকপাখির ডানার বায়ুচিত্র



অসাধারণ শব্দ চয়ন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

পাপতাড়ুয়া বলেছেন: কৃতজ্ঞতা রইল।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ভারি সুন্দর লিখেছেন । প্রথম লাইনটাই আকর্ষণ করে দারুনভাবে । তারপর পুরো কবিতায় ট্র্যাক চলেছে দুরন্ত গতিতে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ অনেক।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

সায়েম মুন বলেছেন: চমৎকার লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ মুন দা।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

এহসান সাবির বলেছেন: চমৎকার লেখা।

ফাগুনের শুভেচ্ছা রইলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ এহসান সাবির

১১| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৭

ডট কম ০০৯ বলেছেন: লেখনী ভাল হইছে, আনকমন মনে হইছে। ভাল থাকুন।আরো লিখুন।

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪০

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.