নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত সমীকরণ

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭

জানি এইসব পর্দার আড়ালে তুমি আমি কেবলই পুড়ে যাওয়া মানুষ

পোড়া অলিন্দের গন্ধ ফেরি করে করে পারস্পরিক

একেকটা রাত বেঁচে থাকার চেষ্টা

রাতের খাতায় সেসব পৃষ্ঠারা এখনো আছে কী না জানা নেই

মহল্লার পাহারাদার ভুল করে দেখে ফেলে না আর অগ্নিময় সিগারেট

যদিও দেখে ফেলে তবে সে তো ছাই

পুড়ে যাওয়া অধিকার -আশ্রয় পাবার আগেই



তুমি সিগারেটের হদিস নিতে পারো

নিতে পারো প্রতিটা পেগের হিসেব

কেবল নিতে পারো না মাতালঘোরে বলা কথার খতিয়ান

যে কথার পাখিরা অন্ধগলিতে ডানা ভেঙে মরে গেছে

অনেক দিন রাত আগে



তুমি জানো না তুমি এসেছিলে

কতখানি কতটা অধিকারে

সে হিসেব না করেই কেবল আমি জানি

যতখানি এসে বুকের ওমে স্পর্শের ছায়া রেখে যাওয়া যায়

উত্তাপের সমীকরণে সব চলক ব্যবচ্ছেদ শেষে

ধরা দেয় গভীরের অনুভবে

যেখানে তুমি মোহময়ী বনজনারী

কবিতার মত সুশ্রী ও প্রেমিকার মত নগ্ন সুন্দর

যেখানে যে সুন্দরে আমি মিশে যেতে চেয়েছিলাম

তোমার ভাঁজে লিখে ফেলতে চেয়েছিলাম সমস্ত ভবিষ্যত



সবই এখন রোদের রূপকথা

রোদ থাকে তার রূপকথা থাকে

কেবল কেউই তার হদিস রাখে না



জানি এইসব পর্দার আড়ালে তুমি প্রজাপতি ঘুম

আমি এখনো পুড়ি ভুল সমীকরণে



সব সমীকরণের হিসেব এক জীবনে মেলে না।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০

রাসেলহাসান বলেছেন:
সব সমীকরণের হিসেব এক জীবনে মেলে না।

সুন্দর!

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ রাসেল হাসান।

২| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০৪

উদাস কিশোর বলেছেন: বেশ তো

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪০

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সবই এখন রোদের রূপকথা
রোদ থাকে তার রূপকথা থাকে
কেবল কেউই তার হদিস রাখে না !


খুব সুন্দর !

০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ অভি। ভালো আছেন নিশ্চয়।

৪| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪

হাসান মাহবুব বলেছেন: টেরাজিক কোবতে।

১০ ই মার্চ, ২০১৪ রাত ১:১০

পাপতাড়ুয়া বলেছেন: এটা কোবতেই, হাসান ভাই।

যা মনে আসে তাই লিখে ফেলি। :(

৫| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১২

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: সুন্দর হয়েছে

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১০

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ শুভ্র!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.