নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

এসো লিখে ফেলি যুগলপ্রণয়ের গ্রন্থ

০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৬

গভীরে যাব বলেই সন্ধ্যায় লিখে দিয়েছি সব বিধি
ঝাপসা আলোয় তোমার করতলে
স্পর্শের অধিকারে এক সমুদ্র জল...
নোনা জল
তোমার মুনিয়াচোখ যতখানি ধরে রেখেছে বারো বছর

এসো, ভেঙে যাও মধ্যরাতের ট্রেনের বাঁশির সুরসম
দেহ স্টেশানে
থেমে পড়ুক তোমার কষ্টগাড়ি

নিঃসঙ্গ স্টেশান এখনো ফেরি করে প্রণয়ের নিয়মাবলি

এসো, শিখে নাও সমুদ্রের সমীকরণ
নাবিকের কম্পাস থেকে গাঙচিলের ডানায় রোদের চাষাবাদ
লিখে নাও তোমার আঁখিপুস্তকে

অথবা আদিপুস্তক

সভ্যতার সীমারেখা ফুঁৎকারে উড়িয়ে আদিম ও অকৃত্রিম সাজি
কায়ার পথ ধরে এঁকে ফেলি জলের জোয়ার

এসো লিখে ফেলি যুগলপ্রণয়ের গ্রন্থ!



_---------------------------------------------------_

[তার জন্যে, যার জন্যে কেউ লেখেনি আগে। অনিন্দিতাকে। ]

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১

শরৎ চৌধুরী বলেছেন: বাহ চমৎকার।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এসো লিখে ফেলি যুগলপ্রণয়ের ধর্মগ্রন্থ!

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমার মুনিয়াচোখ -

অসাধারণ লাগলো! মুগ্ধপাঠ!

৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন লেখা!। ভালো লাগল বেশ!

৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন:
এসো লিখে ফেলি যুগলপ্রণয়ের ধর্মগ্রন্থ!

অনবদ্য !

৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬

আনোয়ার কামাল বলেছেন: ভালো লাগলো।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

sraboni বলেছেন: অদ্ভুত ভাল লাগল। অনেক ভাল থাকুন। অনেক শুভ কামনা আপনার জন্য।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩

মোহিত সোহাগ বলেছেন: ভালো লাগলো।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নিঃসঙ্গ স্টেশান এখনো ফেরি করে প্রণয়ের নিয়মাবলি

দারুন কবিতায় অনেক ভালোলাগা ! ++

ভালো থাকুন ।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ! এতসব শব্দ কোথায় পান? দোকান আছে বুঝি?

১২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শিরোনামটাই অসাধারণ ছিলো।
কবিতাও দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.