নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ব্লগামি

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০১

কাঁচের চুড়ি ভেঙে গেলে রাত্রিদিন

কেমন আছো একা একা আমিহীন...



আমিত্বের ভেতর মিশে গেছে জলের নকশা। সুনসান বাতাস এ বাড়ি ও বাড়ি ঘুরে ফিরে গোত্তা খায় স্মৃতির দেয়ালে। দেয়ালে এঁকে রেখে গেছো পথচলার খতিয়ান। ইতিহাসের ম্যুরাল।



পায়ের তলায় ভেজা বালি সরে সরে গেছে অবিরাম। পতেঙ্গার বাতাসে ঝাউ শাখায় কার কান্না লিখে লিখে ফেরারি হয়ে যাবার আগে সমুদ্রের স্রোত গুণে নিয়েছিল নাবিকের কম্পাস। সে জাহাজ আর ফেরে নি। জাহাজি, তুমি নেই কোথাও। শিরোনামহীন গানে ঝাপসা তুমি। খুব ঝাপসা তুমি।



দেয়াল ধরে আমি বেড়ে উঠি আমি মধ্যরাত হয়ে। দেয়ালে ম্যুরাল। ম্যুরালে তোমার হাসির আড়ালে দীর্ঘ কান্নার সচিত্র প্রতিবেদন। পায়ে পায়ে জানা হয়ে যায় গোপন দীর্ঘশ্বাস। পায়ে পায়ে বেড়ে উঠে বসুন্ধরা আবাসিক, কৃষি, মৈত্রী সম্মেলন। লাভ রোড, জাকির হোসেন, পতেঙ্গা, বন্দরটিলা।



আমি হাঁটি। হেঁটে যাই যাযাবর। আমি হারি। হেরে যাই বরাবর। তুমি কেন জেতো নি? কেউই জেতে না।



মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩১

মামুন রশিদ বলেছেন: আমি হাঁটি। হেঁটে যাই যাযাবর। আমি হারি। হেরে যাই বরাবর। তুমি কেন জেতো নি? কেউই জেতে না।


হুম, হৃদয়পোড়া বিষাদগাঁথা !

১৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

পাপতাড়ুয়া বলেছেন: পোড়া গাঁথা!

২| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

৩| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল

+++

১৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৫

আমি স্বর্নলতা বলেছেন: চমৎকার!!

১৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: কেউই জেতে না।

১৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

পাপতাড়ুয়া বলেছেন: তবুও মানুষ জিততে চায়, নির্মম ভাবে হারিয়ে দেয় অন্য কারো মৌলিক শক্তিতে। কেন?

৬| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৭

সায়েম মুন বলেছেন: যাযাবর লেখাটা ভাল লেগেছে হে পাপী!

১৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই।

৭| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৭

সাদাসিধা মানুষ বলেছেন: মন ভাল হোক!

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৫

পাপতাড়ুয়া বলেছেন: জীবনটা আপনার নিকের মত হলে ভালো হত ভাই।

৮| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫১

নস্টালজিক বলেছেন: হেঁটে যাওয়া বিষাদ পদাবলি।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩১

পাপতাড়ুয়া বলেছেন: রানা ভাই! অনেকদিন পর আপনি। কেমন আছেন?

৯| ২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

নস্টালজিক বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। তোমার কি খবর সোহেল?


২১ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৯

পাপতাড়ুয়া বলেছেন: ভালো আছি রানা ভাই। জীবনের একটা গতি হচ্ছে অবশেষে। আপনার দিন কাল কেমন যাচ্ছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.