নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

ঘুমের ভেতর বালিশগুলো পাখি হয়ে যায়

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

তির তির করে কাঁপছে শীতগ্রস্থ রাত
কামনামদির তোমার চোখের পাতার মত
জোছনার পেয়ালা উপুড় হয়ে গেছে
আর ঝরছে ঝরছে অবিরত

এবার তবে ঘুমের কথা হোক
বুকের ভেতর বালিশচাপা ওম
ভেঙে পড়ে দেহের আকাঠ ঘুম
ঘুমের ভেতর একটা বিকেল রাত হয়ে যায়
একটা হাতের রেখা জুড়ে নির্দ্বিধায়
সফেদ জলের কোলাহলে ভোর হয়ে যায়

ঘুমের ভেতর বালিশগুলো পাখি হয়ে যায়

এবার তবে ঘুমের কথা হোক
একা ঘরে ঘুম ভাঙলেই মনভাঙা শোক
তারচেয়ে এই বেয়াড়া রাত
মদের গেলাস জোছনানিনাদ
দিনগুলোতে ঘুমিয়ে থাকুক রাতজাগা চোখ

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +

শুভেচ্ছা ভ্রাতা :)

৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো ।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৩

সকাল হাসান বলেছেন: ঘুমের ভেতর বালিশগুলো পাখি হয়ে যায়

সেরা লাইন!

চমৎকার! :)

৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১

ইসতিয়াক অয়ন বলেছেন: আহা ! আহা !

৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: রানা ভাইয়ারে বলো এটায় সুর বসাইতে।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

লেখোয়াড় বলেছেন:
আপনার লেখা সেই আগের মতোই সুন্দর!!

ভাল।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

সকাল রয় বলেছেন:
হঠাত ব্লগে আপনার লেখা দেখে পড়তে চলে এলাম____ সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.