নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

রাতগুলোর নাম হয়ে যায় কালোখাতা

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২০

এইসব শব্দের ভেতর নামি। আমার সাথে নেমে আসে তোমাদের শহরের আলোর সবগুলো সমাধানহীন রাশি। পাগলাটে বৈজ্ঞানিক সমীকরণের পিঠে সমীকরণ আঁকে, সূত্রের ভেতর চলকের দীর্ঘ সঙ্গম দেখে ক্লান্তিহীন। অথচ আমি জানি, এইসব সঙ্গম দর্শনে ক্লান্তি আসে না, সমাধানও আসে না।

তাই আমি নেমে পড়ি নিজস্ব অন্ধকারে। যারা বোঝে, তারা প্রধানত ভুল বোঝে। নিজস্বতার ভেতর ডুব মানে নিজের কাছে যাওয়া, অন্য কোথাও নয়।

*
তোমার কী স্কুলবেলার লজ্জাবতী পাতার ঝাড়ের গল্প মনে আছে। ছুঁয়ে দিলেই ঘোমটা টেনে টেনে ঘরে ফিরে যেত ওরা। আর আমরা নিশ্চুপ অপেক্ষার বাতিঘর জ্বেলে বসে থাকতাম তাদের ঘোমটা খোলার আশায়।
একদিন আর তারা ঘোমটা খোলেনি। পরেরদিনও না। তারপরে আর কোনোদিনও না। আমি আর যাইনি। তুমি কি গিয়েছিলে!
যা কিছু ফেলে আসো, তার কাছে ফেরার ইতিহাস তোমার নেই।

একদিন লজ্জাবতীর ঝাড় দেখতে যাবো। তোমাকে নয়, তোমার কবিকে নিয়ে। তার চোখে লজ্জাবতীর ঘোমটার কৌণিক অবস্থান মেপে বুঝে নেব তোমার স্পর্শের সাম্প্রতিক লেখচিত্র।
তোমার কবিকে আবার লিখতে বোলো। আমার হয়ে জানিয়ে দিও মৃতসঞ্জীবন সুধাপানোৎসবের নিমন্ত্রণ!

*
মধ্যরাতের ট্রেনে একলা যেতে হয়, অনিন্দিতা। তাই আমি তোমার সাথে যাইনি। এই শহর থেকে চুপচাপ চলে যাও। আবার ফিরে এসো চুপচাপ। আমি জানবো, তুমি কখনোই শহরের বাইরে ছিলে না।

তুমি বরঙ চোখ ভরে নিয়ে এসো রাশি রাশি সবুজ ফটোগ্রাফ। মাটির চুলো যদি থাকে তবে তার বুকের ভেতর গনগনে আগুনের তেলচিত্র নিয়ে এসো। নিয়ে এসো ভাপা পিঠার সুবাস আর মায়ের ঘ্রাণ। পৃথিবীর সব মা সবার মা।
তোমার চোখে দেখে নেবো মাতৃস্নেহের মায়াবলি। দেখে নেবো, দীর্ঘ প্রতিক্ষারত আমার মায়ের পিঠাবিন্যাস।

কতদিন খাই না, অনিন্দিতা, গরম গরম তুলে দেয়া মায়ের হাতের ভাপা পিঠার নারকেলে অংশটুকুন, কতদিন রসচিতইয়ের রস মুছিনা মায়ের শাড়ির আঁচলে।

*
এইবার তবে ফেরাও তোমার চোখ, কবি, জেনে শুনেই কবিগুরু বিষপান করেছিলেন। তুমিও পান করো। সাঁই সাঁই উড়ে আসা কোনো এক আবাবিল পাখির চোখ ঝুলিয়ে রেখেছি আমার আঙিনায়। সেইসব চোখের ভেতর আমি বেখেয়ালি ক্যামেরায় ক্লিক!
তুমি বরং যত্ম করে দেখো। সেখানে খেলা করে অন্ধকারের সমুদ্র। এবঙ সমুদ্রের অন্ধকার।

*
কোনো এক শীতে প্রিয়ামনি মা হয়েছিলো আর আমাকে বলেছিলো ওর শিশুর নাম দিতে। আমি নাম দিতে পারিনি। প্রিয়ামনি আর মা হয়নি।

কোনো এক রাতে অনিন্দিতার চোখের ভেতর দেয়াল বেয়ে হামাগুড়ি দিয়েছিলো অসংখ্য কচি কচি হাত, কচি কচি পা। সেসব হাতের ইশতেহার আমার জানা হয়নি। অনিন্দিতার শাদা চাদরের ঘুম গাঢ় হয়ে একাকার। তোমার চোখের ভেতর আর কোনো রাত নামেনি।

এইসব তুমি জানো। জানো না কেবল লজ্জাবতী পাতার ঘোমটা রহস্য। তোমার কবিকে নিয়ে একদিন যাও স্কুলপাশে। রহস্য জেনে আমাকে জানিয়ে যেও।

আমি এক ছোট্ট বালিকাকে কথা দিয়েছি, তার ত্রয়োদশ জন্মদিনে লজ্জাবতী পাতার লজ্জার রহস্য জানাবো।

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

মহান অতন্দ্র বলেছেন: নিজস্বতার ভেতর ডুব মানে নিজের কাছে যাওয়া, অন্য কোথাও নয়।[/sb
আমি এক ছোট্ট বালিকাকে কথা দিয়েছি, তার ত্রয়োদশ জন্মদিনে লজ্জাবতী পাতার লজ্জার রহস্য জানাবো।

বেশ লেগেছে , আবেশে ছিলাম , চোখ খুললাম এখন +++

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ মহান অতন্দ্র।

২| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

আলম দীপ্র বলেছেন: পাপতাড়ুয়া অসাধারণ ! কি বলব বুঝি না । পুরোটাই কোট করতে হবে মনে হচ্ছে !

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ আলম।

৩| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ভালো লাগা।
অনেক প্রিয় শব্দের ভীড়ে

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২১

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছা সকাল রয়।

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

অতঃপর জাহিদ বলেছেন: অসাধারণ লিখেছেন,ভালো থাকবেন!!

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২১

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছা, জাহিদ।

৫| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৬

ডি মুন বলেছেন:
সুন্দর কথামালা
মুক্তগদ্য ভালো লেগেছে +++

শুভকামনা রইলো।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২২

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ, ডি মুন।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ! পড়ে তৃপ্তি পেলাম!

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার । এক হালি ভালোলাগা +++++

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৫

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছাসহ

৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

কলমের কালি শেষ বলেছেন: অনুভূতির মুক্তগদ্য লেখন ভালো লাগলো ।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৬

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ কলম!

৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
মুুগ্ধ পাঠ ৷৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.