নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অশিরোনামীয়

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪

পথের রেখা মুছে ফেলে আলগোছে শিস
দিয়ে যাচ্ছো মোহনীয় অভিশাপ। কে তুমি?
অথচ আমার শৈশবচিত্রাবলি নিষ্কলঙ্ক ধানের
আল ধরে কুয়াশার ভেতর ঘুরে ফিরে
হঠাৎ আবিষ্কার করে ফেলা যৌবনের মতন!

পতনোন্মুখ গোড়ালিতে জমে গেছে ধসের বালিঝড়
আমি ভাঙিনি তবু ভেঙে পড়েছি অবলীলায়
কে তুমি ভাঙলে সান্নিধ্যের সব সরোবর?
পাতাদের পতন রেখে উড়ে গেলে পড়ে থাকে
অন্ধকার। হারানো হরিণীর ঘ্রাণ।

অহেতুক তবে কেন প্রতিশ্রুতি রোদবিকেলের!

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: আহা প্রিয় অন্ধকার! রোদবিকেল নাই আসুক, অন্ধকারের আলিঙ্গন কি ততোধিক কাম্য নয়?

ভাল লাগল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯

পাপতাড়ুয়া বলেছেন: অন্ধকারের ভেতর জেগে থাকা, অন্ধকারেই ঘুম। চাওয়া না চাওয়ার হিসেব পাল্টে গেছে কবেই


ধন্যবাদ প্রোফেসর।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

আহমেদ জী এস বলেছেন: পাপতাড়ুয়া ,




কবিতাটি সুন্দর ।

তবে এখানটাতে প্রশ্ন রয়ে গেলো -
আমি ভাঙিনি তবু ভেঙে পড়েছি অবলীলায়

লিখেছেন , "ভাঙিনি" আবার বলছেন "ভেঙে পড়েছি" । কিন্তু পরের লাইনে অন্যকিছু ভাঙার কথা বলেছেন -
কে তুমি ভাঙলে সান্নিধ্যের সব সরোবর? সান্নিধ্য ভাঙাবার কথা ।

লাইন দুটি এরকম হতে পারতো কি ?
আমি ভাঙিনি তবু ভেঙে গেছে আর কিছু অবলীলায়
কে তুমি ভাঙলে সান্নিধ্যের সব সরোবর?




বসন্ত শুভেচ্ছা ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

পাপতাড়ুয়া বলেছেন: আমি ভাঙিনি
তবু ভেঙে পড়েছি

কে তুমি ভাঙলে


বুঝাতে চেয়েছি, আমি কিছুই ভাঙিনি অথচ আমি ভেঙে পড়েছি। আমাকে ভেঙেছো কে তুমি? কে তুমি ভেঙেছো সান্নিধ্য, যা আমাকে ভেঙে পড়তে বাধ্য করেছে।

বুঝাতে পারিনি।

ধন্যবাদ আহমেদ জী এস।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

সায়েম মুন বলেছেন: অহেতুক তবে কেন প্রতিশ্রুতি রোদবিকেলের!

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

আরণ্যক রাখাল বলেছেন: আমার মাথার উপর দিয়ে গেল

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

সকাল রয় বলেছেন: সুন্দর

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
পাপতাড়ুয়া,
শ্রুত রোদবিকেলের সরোবরে কুয়াশা থাকুক অন্ধকার নয়; এই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.