নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

সার্কাস যুবতী কিংবা বীজ ফসিলের রাতে

২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৫১

পুরোনো কবরস্থান থেকে উঠে আসে বটগাছটার বীজ। কিংবা বীজের ফসিল। ডালে যে কাক রেখে গেছে নির্জনতার চিহ্ন, তার কা কা সুর ভেসে ভেসে যাচ্ছে দূরের অন্ধকারে। পাতারা এসময় দোল খায়। পাতাদের ঘরে পাখিদের ঘ্রাণ জমে জমে কখন কুয়াশা হয়ে গেছে আর ন্যাতানো পাহাড়ের কোটরে সঙ্গমরত এক জোড়া সাপ সেই কুয়াশার তীব্র মদ পান করে লিখে ফেলে তপস্যারত পাগলের বীর্যপতনের কালযাপন, চা পান করতে করতে সেইসব আমাদের কানে আসে এবং হারিয়ে যায়।

এখানে শীতের রাতে মেলা বসে। গুহার ভেতর আশ্রয় করে বাক্যহীন জটাধারী। উপরে কাচা কাঠে অদ্ভুত খেয়ালে আগুন ধরিয়ে নাচে ন্যাংটা পাগল। তার লিঙ্গ বলে কিছু নেই। বীর্যপতনের হিসাবে সব যোগফল একাকার করে সে না পুরুষ, না নারী, না বৃহন্নলা। মাদকপাতা পুড়ে পুড়ে ঈশ্বরবৃন্দ ঘোলাটে হয়ে গেলে কানাইঘাটের চরকাঅলা বাড়ি ফিরে যায় আর পেছনে পড়ে থাকে মন্ডা-মিঠাই। শীতের রাত বাড়ে। চায়ের গেলাসে কুয়াশারা নামে। সাপেদের সঙ্গমশেষে ক্লান্ত পাগল ঘুমিয়ে গেলে মঞ্চে উঠে আসে নিশাচরী। সার্কাস যুবতী। তার স্তনের ভাজে আমাদের নি:শ্বাস বন্ধ হয়ে আসে। তলপেটে আমন্ত্রণপত্র ঝুলিয়ে সে সোজা উঠে যায় আসমানে। আমরা উর্ধবগামী তার নিতম্বে বিভ্রান্ত হই।
সংগীত থেমে যায়। যুবতী হঠাৎ সবেগে নেমে আসে ভূতলে। চিৎকার দিয়ে নগ্নবুক আর যোনী মেলে ধরে সহস্র বুভুক্ষু চোখের পর্দায়। যেন মনসা সে! আয়! গিলে খাই!

আমরা গর্বিত পৌরুষত্ব নিয়ে বিপাকে পড়ে যাই। বিব্রত ও বিপন্ন হই।

রাত ফুরিয়ে এলে দূরের শহর থেকে ঝুম ঝুম ট্রেন থামে স্টেশানে। নাগরিক সংবাদের ভীড়ে সারাদিন ঘোলাটে ছবির মতন রেটিনায় ঝুলে থাকে সার্কাসের নগ্নবক্ষা যুবতী। সেই রাতের পর যাকে আর কোথাও দেখা যায় নি। কেবল সার্কাসের শূন্য উঠোনে পড়েছিলো তার পরিত্যক্ত সালোয়ার। রক্তাক্ত।

কবর থেকে উঠে আসে বটবীজের ফসিল। রাশি রাশি বটের ডালে ঘিরে আসে চারপাশ। পাতাদের চাপে দমবন্ধ হয়ে মারা যেতে যেতে চায়ের গেলাসে শেষ চুমুকের কথা মনে পড়ে। মনে পড়ে ন্যাংটা পাগলের আগুননৃত্য। গুহাবাসের রহস্য। আর সঙ্গমে রত সাপদের ক্রমাগত হিস হিস!

বটবীজের ফসিল কবরে ফিরে গেলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাই আর সার্কাস যুবতী সারাটা আকাশ কাঁপিয়ে হাসতে থাকে অবিরাম। মধ্যরাতের ট্রেনের মতন।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৮

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ প্রামাণিক।

২| ২৩ শে জুন, ২০১৫ রাত ১০:০২

রোকসানা লেইস বলেছেন: ভালো লেখা

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৮

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ আপু।

৩| ২৪ শে জুন, ২০১৫ সকাল ১১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার।

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৮

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ কাভা।

৪| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: উপমা এবং দৃশ্যকল্পে ইনটেন্স এবং মন খারাপ করা লেখা।

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৯

পাপতাড়ুয়া বলেছেন: কৃতজ্ঞতা হাসান ভাই।

৫| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:৪০

জেন রসি বলেছেন: উপমা চমৎকার হয়েছে।

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ জেন!

৬| ২৪ শে জুন, ২০১৫ রাত ৯:০৬

আরণ্যক রাখাল বলেছেন: যথেষ্ট দুর্বোধ্য কিন্তু ভালো লেগেছে

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪০

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ রাখাল।

৭| ২৫ শে জুন, ২০১৫ সকাল ৯:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার লেখা।

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪০

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ রঙ্গ সাহেব।

৮| ২৬ শে জুন, ২০১৫ রাত ১২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা জানবেন

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪১

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছা অভি ভাই।

৯| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: পাপতাড়ুয়া ,



মধ্যরাতের ট্রেনের মতন অঘাটায় লাল সিগন্যালে আটকে গেলে আমরা সবাই - গর্বিত পৌরুষত্ব নিয়ে বিপাকে পড়ে যাই। বিব্রত ও বিপন্ন হই।

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪২

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ জী এস ভাই।

১০| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: খুব ভাল লাগল রূপকগুলো। মাথার ভেতরে প্রতিধ্বনি তুলছে এখনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.