নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারজানুল নাইম

পিকলুচ

পিকলুচ › বিস্তারিত পোস্টঃ

গুগল ক্যালেন্ডারের কিছু ব্যবহার [hot post]

০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

গুগল ক্যালেন্ডারের সুবিধা হল এতে এসএমএস নটিফিকেশনের মাধ্যমে বিশ্বের যে কোন মোবাইলে আপনার দরকারি ইভেন্ট সম্পর্কে আপনাকে মনে করিয়ে দেয়া হয় আর তা অফলাইনেই। তাছাড়া যারা এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তাদের ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডারের সাথে সিঙ্ক্রোনাইজ করা থাকে। এতে করে মোবাইলের ক্যালেন্ডারে রাখা যেকোন তথ্য কখনোই হারিয়ে যায় না, গুগল ক্যালেন্ডারে অ্যাড করে রাখা তথ্যও মোবাইলে চলে আসে। আর কাস্টম নানান ক্যালেন্ডার অ্যাড করা যায় গুগল ক্যালেন্ডারে, যেমনঃ ইসলামিক ক্যালেন্ডার, ইন্টারন্যাশনাল হলিডে, ক্রিকেট ফিক্সচার ইত্যাদি।



নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

#প্রথমে ফেসবুকে লগিন করে Events https://facebook.com/events এ যান।
#এখান ফ্রেন্ডস বার্থডে অপশনে রাইট-ক্লিক করে লিঙ্কটি কপি করুন।
#এবার গুগল ক্যালেন্ডার https://www.google.com/calendar ওপেন করুন, লগ-ইন করুন। নিচে বাম পাশে দেখবেন Other calendars লেখার পাশে ছোট্ট একটি ড্রপ ডাউন অপশন মেনু আছে। এখানে ক্লিকান। Add by URL সিলেক্ট করুন।
#এখানে আপনার ফেসবুক থেকে কপি করা লিঙ্কটা দিন। Add Calendar-এ ক্লিকান।


এখন আপনার এন্ড্রয়েডে গুগল ক্যালেন্ডার সেটিং থেকে গুগল ক্যালেন্ডারটি সিঙ্ক্রোনাইজ করুন। দেখবেন এখন থেকে ক্যালেন্ডারে বন্ধুদের আপকামিং জন্মদিন দেখাচ্ছে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.