নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভণিতাহীন নিঃশব্দ কথা

আমি কেবল তোমার কষ্টপক্ষ ছুঁয়ে থাকতে চাই

সোহেল আহমেদ পরান

একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।

সোহেল আহমেদ পরান › বিস্তারিত পোস্টঃ

শীতের এলবাম

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

শীতের বুড়ি

শীতের বুড়ি
তোমার বিয়ে
আসছো কি গো
ঘোমটা দিয়ে?

নেই আমাদের
কাঁথা-কম্বল,
ছোট্ট কুটির
সেইতো সম্বল।

তোমায় বরণ
করবো কীসে…
ভাবছি বসে
পাইনে দিশে।


*শীতের পিঠে*

শীতকালে নানা জাতের
পিঠে হয় বানানো
আত্মীয় বন্ধু
সবাইকে জানানো।

তারপর পুলিপিঠে
ভাপাপিঠে কতো যে,
তেলপিঠে, দুধপিঠে
প্রকারটা শতো যে।

শীতের সব পিঠে ভাই
খেতে ভারি মজা হয়,
দিন চলে গেলেও তার
স্বাদ মনে গেঁথে রয়।


*শীতের বুড়ি নিঠুর অতি

শীতের বুড়ি নিঠুর অতি
কেমন করে আসো?
মোদের হার কাঁপুনি দেখে
খিলখিলিয়ে হাসো।

সাত সকালে যেমন করে
দাও ছড়িয়ে পাখা,
তখন বেজায় কষ্ট যে হয়
প্রাণটি ধড়ে রাখা।

তাইতো বলি অমন করে
না আসলে কী নয়?
কষ্ট মোদের দেখবে নাকি
দেখবে শুধু তয়!


শীতাণু

কারো কাছে শীত মজারু
কারোর জীবনমরণ
কেউ থাকে উম-বিভবে
কেউ খালি গা চরণ ||



Street-kids, Slum-dwellers
To be given thought of
Cold wave sweeps over
Sufferings ! A lot of !!

শীত – বিভেদে

কারো কাছে শীত মজারু
কারোর জীবনমর্‌ণ
কেউ থাকে উম-বিভবে
কেউ খালি গা চরণ ।

কেউ থাকে হিটেট রুমে
দামি কম্বল জড়িয়ে,
স্টেশন ফুটপাত ডেরায় কারো
রাত চলে যায় গড়িয়ে।

কেউবা মত্ত পুলিপিঠায়
ঘরে কিংবা উৎসবে,
কারো ঘরে রয় না খাবার
হাতিয়ে ফেরে খুদ সবে।

বিভেদের এই শীতের ছোঁয়া
বিভেদহীন ও সুখের হোক
মানুষ হয়ে মানুষ নিয়ে
ভালোবাসায় ভরুক লোক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন দারুন শীতের কবিতা !! আমি মুগ্ধ হয়ে গেলাম আর সেইসাথে শীতও পালিয়ে যাচ্ছে দূরে ------ অসাধারণ

২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

সোহেল আহমেদ পরান বলেছেন: আপনার মন্তব্যে আপ্লুত হলাম।
আন্তরিক ধন্যবাদ আপনাকে।
পাশে থাকার জন্য কৃতজ্ঞ।
--
শুভকামনা

২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২

নিলু বলেছেন: ভালো , লিখে যান

২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

সোহেল আহমেদ পরান বলেছেন: আচ্ছা , অনেক ধন্যবাদ।
শুভকামনা

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার সব শীতের কবিতা।

২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

সোহেল আহমেদ পরান বলেছেন: আন্তরিক ধন্যবাদ পাশে থাকার জন্য।

ভালো থাকুন সবসময়,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.