নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিচিত্র চরিত্রের সন্ধানে…

বিচিত্রতায় উপস্থিত হলেই কেবল বিচিত্র চরিত্রের সন্ধান পাওয়া যায়।

পৃথ্বীর পরিব্রাজক

কিছু প্রস্ফুটিত স্বপ্নের প্রয়াণ, যেখানে স্বাপ্নিক আমি! কারো অযত্নের, অবহেলার ও অনাদরের পাত্র, সেও এই অপরিত্‌যক্ত আমি!!!

পৃথ্বীর পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

সদ্য ভূমিষ্ঠ শিশুটির অপরাধ সে ফিলিস্তিনে জন্মেছে বলে।

১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৯

সদ্য ভূমিষ্ঠ শিশুটির দোষ সে ফিলিস্তিনে জন্মেছে বলে।



মানবতা, বিশ্ব বিবেক জাতিসংঘ সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সন্ত্রাসবাদী জারজ রাষ্ট্র ইসরাঈল ফিলিস্তিনে একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে।



সময় যতই বাড়ছে নাজুক হয়ে ওঠছে এই পরিস্থিতি, ইসরাঈল বিমান ও নৌ উভয় পথে হামলা চালাচ্ছে পাশাপাশি এখন স্থল পথে হামলার জন্য চল্লিশ হাজারেরও বেশী সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।



নিরব বিশ্ব নিরব বিশ্ব মুসলিম।



যারা ধর্মকে বাদ দিয়ে মানবতাকে চির আপন করে নিয়েছেন তাদের টনক কী একটুও নড়বে না? এই মানবতা বিপর্যয়ে মানবতার জন্য একটুখানিও আওয়াজ উঁচু হবে না?



ধিক্কার তোমাদের প্রতি।



মুসলমানরা অতীতে যা করেছিল তার প্রতিদান স্বরুপ তাদের উপর পাল্টা হামলা করা হচ্ছে বলে যারা মুখে ফেনা তুলছেন তাদের বলছি অতীতে কে কী করেছিল তার প্রতিদান তার পরবর্তী প্রজন্মের উপর বর্তাবে কেন?



সদ্য ভূমিষ্ঠ শিশুটি তো কোনো দোষ করেনি? তার দোষ সে সেদেশে জন্মেছে বলে। সে কী ভেবেছিল জন্মের সাথে সাথেই তাকে মৃত্যুর সাধ গ্রহন করতে হবে, মায়ের বুকের দুধের বদলে রক্ত? সত্যিই সে এসব ভাবেনি।



পরম করুণাময় দয়ালু হে আল্লাহ! তুমি ওদের সহায় হও, তুমি ফিলিস্তিনের ঐ নিষ্পাপ শিশুগুলোর আর্তনাদ কবুল করো।



ভাই, আপনাকে যুদ্ধের জন্য রণাঙ্গনে যেতে হবে না, প্রত্যেকে শুধু নিজ নিজ অবস্থান থেকে ওদের সাহায্য করুন। আপনার উভয় হাতে অস্ত্র নিতে হবে না, শুধু উভয় হাত তুলে মহান প্রতিপালকের দরবারে ওদের হেফাযতের জন্য প্রার্থণাটুকু করুন।



#Palestine tomorrow will be free.

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪১

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: ভাই নিজের ওপরেই একটা ঘেন্না জন্মে। টিভির পর্দায় শুধুই চেয়ে দেখছি মুসলিমদের মৃতদেহগুলো। আমরা কি কিছুই করতে পারি না?

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

পৃথ্বীর পরিব্রাজক বলেছেন: ভাই, আমাদের অবস্থান থেকে দোয়া আর প্রতিবাদ ব্যতিত আপাতত আর কিছুই করার নাই।

২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৭

হাসান মাহমুদ তানভির বলেছেন: আমিন।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৩

পৃথ্বীর পরিব্রাজক বলেছেন: ছুম্মা আমিন।

৩| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫০

হাসান মাহমুদ তানভির বলেছেন: WORLD must stop ISRAEL

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.