নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি কদম ফুলের ছবি

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৮


ফুলের নাম : কদম
ইংরেজি নাম : Burflower-tree, Laran, Leichhardt pine

অন্যান্য নাম : নীপ, বৃত্তপুষ্প, মেঘাগমপ্রিয়, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকেশিনী, পুলকি, সর্ষপ, প্রাবৃষ্য, ললনাপ্রিয়, সুরভি, সিন্ধুপুষ্প, ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Neolamarckia cadamba
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা। আমার এলাকার শেষ কদম গাছ যেটি ফুল দিচ্ছে।
তারিখ : ০৯/০৭/২০১৭ ইং



২।



৩।



৪।



৫।



৬।



৭।



৮।



৯।



১০ নাম্বার লোডিং .........

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০০

কানিজ ফাতেমা বলেছেন: ডেস্কটপের জন্য কদম ফুলের ছবি খুঁজছিলাম । বাহ! পেয়ে গেলাম ।

শুভ কামনা রইল ।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৮

নাবিক সিনবাদ বলেছেন: আমার খুব প্রিয় ফুল, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। :)

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বর্ষার ফুল কদম আমারও পছন্দের ফুল। ছোটবেলায় কত খেলেছি।

৩| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৭

আখেনাটেন বলেছেন: এই ফুল নিয়ে কত শত স্মৃতি।

এটি ফল হয়ে পাকলে কেমন তা ছোটকালে খেয়েও দেখেছি বহুবার।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: একবার একজন আমাদের পাঁকা কদম ফল তেঁতুল দিয়ে চাটনি করে খায়িয়েছিল, বেশ খেতে।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২২

ছদ্মবেশী ভূত বলেছেন: কদম ফুলের ললনাপ্রিয় নামটা একেবারে যথার্থ। ছবিতে ফুলগুলোকেও সতেজ দেখাচ্ছে

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্য আর মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.